সপ্তাহে কর্মীদের ৩ দিন ছুটি, দুর্দান্ত রেজাল্ট Microsoft-এর

Last Updated:

সপ্তাহে চারদিন কাজের পর লম্বা উইকএন্ড ৷ শনি রবিবারের ছুটির তালিকায় জুড়ল শুক্রবারও ৷

#টোকিও: সপ্তাহে চারদিন কাজের পর লম্বা উইকএন্ড ৷ শনি রবিবারের ছুটির তালিকায় জুড়ল শুক্রবারও ৷ তাতেই ফল মিলল হাতেনাতে ৷ কর্মীদের লম্বা ছুটি দেওয়ার ফলে নজিরবিহীনভাবে উৎপাদনশীলতা বাড়ল মাইক্রোসফটে ৷ কর্মীদের কাজের চাপ থেকে মুক্তি দিতে সপ্তাহে তিনদিন ছুটি দেওয়ার নিয়ম চালু করতেই উৎপাদন বাড়ল ৪০ শতাংশ ৷ একইসঙ্গে বিভিন্ন খাতে খরচ কমে সংস্থার সাশ্রয় হয়েছে প্রায় ২৩ শতাংশ ৷
গত অগাস্ট মাস থেকে পরীক্ষামূলকভাবে শনি আর রবিবারের সঙ্গে শুক্রবারও সংস্থার প্রায় ২,৩০০ কর্মীকে ছুটি দেওয়া শুরু করে জাপানের Microsoft ৷ প্রথমে সংস্থার এই সিদ্ধান্ত নিয়ে অনেকেই আশঙ্কা করেন মুখ থুবড়ে পড়বে সমস্ত কাজ ৷ কিন্তু বাস্তবে একমাস এই নতুন ছুটির নিয়ম চালু হতেই অপ্রত্যাশিত ফল ৷
সপ্তাহের কাজের দিনগুলো প্রচন্ড স্ট্রেসের মধ্যে কাটে কর্মীদের ৷ সেই চাপ থেকে মুক্ত হয়ে কর্মীরা যাতে নিজেদের প্রিয়জনদের সঙ্গে আরেকটু বেশি সময় কাটাতে পারেন তাহলে তাদের চাপমুক্ত মনের কারণে বাড়বে উৎপাদনশীলতা ৷ সেই লক্ষ্যেই জাপানের Microsoft শুরু করেছিল ওয়ার্কিং রিফর্ম প্রজেক্ট- ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার-২০১৯’ ৷
advertisement
advertisement
সপ্তাহে ছুটির দিন বাড়িয়ে তিনদিন করার পর শুধু উৎপাদশীলতা নয়, বিভিন্ন ক্ষেত্রে লাভের মুখ দেখেছে সংস্থা ৷ উৎপাদন ৩৯.৯ শতাংশ বাড়ার সঙ্গে সঙ্গে দেখা গিয়েছে কর্মীদের মধ্যে অতিরিক্ত ছুটি নেওয়ার প্রবণতা কমে গিয়েছে ২৫.৪ শতাংশ ৷ আগের থেকে অনেক বেশি মনোযোগ দিয়ে কাজ করেছেন কর্মীরা ৷ কাজের দিন কমে চারদিন হয়ে যাওয়ায় একমাসে বিদ্যুৎ সাশ্রয়ের সঙ্গে খরচ কমেছে প্রায় ২৩ শতাংশ ৷ একইসঙ্গে কমে গিয়েছে মিটিংয়ের সময় ৷ ৩০ মিনিটের বেশি লম্বা কোনও মিটিংই চলেনি ৷ এছাড়াও বহু কাজ সামান্য কনফারেন্স কলেই সারা হয়েছে ৷
advertisement
এরকম অভূতপূর্ব সাফল্যের পর আগামী বছরও একমাসের জন্য  ‘ওয়ার্ক-লাইফ চয়েস চ্যালেঞ্জ সামার’ কর্মসূচি পালন করার কথা ভাবছে Microsoft জাপান ৷ যদিও বেশিরভাগ আন্তর্জাতিক বা বহুজাতিক সংস্থা এই অভূতপূর্ব সাফল্যের পরেও এই তিনদিনের ছুটির থিওরিকে সমর্থন করছেন না ৷ তাদের মতে, যে সব সংস্থাকে সপ্তাহে সাতদিনই কাজ করতে হয় সেখানে তিনদিন ছুটি দেওয়া সম্ভব নয় ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
সপ্তাহে কর্মীদের ৩ দিন ছুটি, দুর্দান্ত রেজাল্ট Microsoft-এর
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement