বউ থাকতেই অফিসের মহিলা কর্মীর সঙ্গে সম্পর্ক বিল গেটসের! কী কী প্রস্তাব দিয়েছিলেন তাঁকে

Last Updated:

তিনি বিল গেটসের সঙ্গে ওয়ার্ক ট্রিপেও গিয়েছিলেন৷

#কলকাতা: মাইক্রোসফট -র(Microsoft) প্রতিষ্ঠাতা আর দুনিয়ার সবচেয়ে ধণীতম ব্যক্তিদের মধ্যে অন্যতম বিল গেটস  (Bill Gates) ও তাঁর স্ত্রী মেলিন্ডা গেটসে-র  (Melinda Gates) বিবাহ  বিচ্ছেদ হয়েছে৷ এরপরেই তাঁদের ব্যক্তিগত জীবন একেবারে সকলের আলোচনার বিষয় হয়েউঠেছে৷ নিউইয়র্ক টাইমসে  প্রকাশিত রিপোর্ট অনুযায়ি বিল গেটস বিয়ের পরেও একাধিক মহিলা আধিকারিকের সঙ্গে ডেট করতেন৷
চাঞ্চল্যকর তথ্যে উঠে এসেছে তাঁর অফিসে -র এক মহিলার সঙ্গে তাঁর সম্পর্ক ঘিরে৷ তাঁর সঙ্গে রিলেশনশিপ ছিল অফিসের মহিলার সঙ্গে৷
নিউ ইয়র্ক টাইমস জানিয়েছে বিল গেটস ও মেলিন্ডা ১৯৯৪ সালে বিয়ে করেছিলেন৷ এরপর ২০০০ এ বিল গেটস মাইক্রোসফটে কর্মরত এক মহিলা কর্মচারীর সঙ্গে প্রেমের সম্পর্কে জড়িয়েছিলেন৷ এই অ্যাফেয়ারের সম্পর্কে খোলসা করেন মহিলা৷ ২০১৯সালে কোম্পানির বোর্ডকে তিনি বিল গেটসের বিষয়ে চিঠি দিয়েছিলেন৷ বিল গেটসের স্ত্রী থাকা সত্ত্বেও সেই মহিলার সঙ্গে সম্পর্কে জড়িয়েছিলেন বিল গেটস৷ এই বিষয়ে তদন্ত চলাকালীন পুরো কোম্পানির সহকর্মীরা সাহায্য করেছিলেন৷
advertisement
advertisement
জানা গেছে তদন্ত পুরো হওয়ার আগে কোম্পানি থেকে ইস্তফা দিয়ে দিয়েছিলেন৷ যদিও মাইক্রোসফটের এক উচ্চপদস্থ আধিকারিক জানিয়েছিলেন তাঁর ইস্তফা দেওয়া ও তদন্তের কোনও যোগাযোগ নেই৷
জানানোর বিষয় যে ২০২০ সালে বিল গেটস মাইক্রোসফট আর ওয়ার্কশায়ার হ্যাথবে-র বোর্ড থেকে ইস্তফা দিয়েছেন৷ ইয়র্কশায়ার হ্যাথবে বিখ্যাত বিনিয়োগকারী বোরেন বফেট চালান৷ বিল গেটস ইস্তফা দেওয়ার পর সত্য নাদেলা দায়িত্ব নেন৷ অন্য মহিলা বিল গেটস ও মেলিন্ডা ফাউন্ডেশনে কাজ করেছেন৷ তিনি বিল গেটসের সঙ্গে ওয়ার্ক ট্রিপেও গিয়েছিলেন৷ সেখানে গিয়ে তাঁকে তিনি কাজের বাইরে দেখা করার ও ডিনার করার প্রস্তাব দিয়েছিলেন৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বউ থাকতেই অফিসের মহিলা কর্মীর সঙ্গে সম্পর্ক বিল গেটসের! কী কী প্রস্তাব দিয়েছিলেন তাঁকে
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement