Mercedes Accident Viral Video: সংজ্ঞাহীন চালক, বাস গাড়ির উপর দিয়ে শূন্যে উড়ে গেল মার্সিডিজ! দেখুন ভয় ধরানো সিসিটিভি ফুটেজ
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
গত ৩ ডিসেম্বর রোমানিয়ার ওরাডিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে৷ ভিডিওতে দেখা গিয়েছে, একটি মোড়ের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে ধাক্কা মারে গাড়িটি৷
গাড়ি চালাতে চালাতেই সংজ্ঞাহীন হয়ে পড়লেন চালক৷ আর তার জেরেই নিয়ন্ত্রণ হারিয়ে উড়ে বেরিয়ে গেল মার্সিডিজ গাড়ি৷ উড়ে গিয়ে একটি পেট্রোল পাম্পের সামনে বিদ্যুতের খুঁটিতে ধাক্কা মারে গাড়িটি!
ভয়াবহ এই দুর্ঘটনার ভিডিও ধরা পড়েছে রোমানিয়ায়৷ সেই ভিডিও এখন রীতিমতো ভাইরাল৷ একটি বাস এবং দুটি গাড়ির উপর দিয়ে গাড়িটিকে উড়ে যেতে দেখা যায়৷
গত ৩ ডিসেম্বর রোমানিয়ার ওরাডিয়া শহরে এই দুর্ঘটনা ঘটে৷ ভিডিওতে দেখা গিয়েছে, একটি মোড়ের মাথায় নিয়ন্ত্রণ হারিয়ে প্রথমে রাস্তার ধারে ধাক্কা মারে গাড়িটি৷ এর পরমুহূর্তেই মাটি থেকে অনেকটা উপরে উঠে প্রবল গতিতে উড়ে গিয়ে বেশ কিছুটা দূরে আছড়ে পড়ে গাড়িটি৷ আর একটু হলে রাস্তার ধারে সিসিটিভি ক্যামেরাতেও গাড়ি ধাক্কা মারার উপক্রম হয়েছিল৷ বরাতজোরে গাড়িটি পেট্রোল পাম্পের বাইরেই একটি খুঁটিতে ধাক্কা খেয়ে মাটিতে আছড়ে পড়ে৷ কোনও ভাবে গাড়িটি উড়ে গিয়ে পেট্রোল পাম্পের ভিতরে গিয়ে পড়লে বড়সড় বিস্ফোরণের আশঙ্কা ছিল৷
advertisement
advertisement
advertisement
পুলিশ জানিয়েছে, একজন ৫৫ বছর বয়সি ব্যক্তি ওই গাড়িটি চালাচ্ছিলেন৷ গাড়ি চালাতে চালাতেই ডায়াবেটিস সংক্রান্ত সমস্যায় সংজ্ঞাহীন হয়ে পড়েন তিনি৷ এর পরই নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার ধারে ফুটপাথে ধাক্কা মেরে মাটি থেকে শূন্যে উড়ে যায় গাড়িটি৷ আশেপাশের আবাসনের বাসিন্দারাও গাড়িটি মাটিতে আছড়ে পড়ার সময় জোরাল শব্দ পান৷
দুর্ঘটনার পর উদ্ধারকারী দল এসে গাড়ির ধ্বংসাবশেষের ভিতর থেকে চালককে বের করে৷ তাঁর শরীরে একাধিক আঘাত লাগলেও আশ্চর্যজনক ভাবে প্রাণে বেঁচে যান তিনি৷ ওই চালকের লাইসেন্স ৯০ দিনের জন্য সাসপেন্ড করেছে পুলিশ৷ পাশাপাশি ভারতীয় মুদ্রায় প্রায় ২৭ হাজার টাকা জরিমানা করা হয়েছে ওই চালককে৷ ঘটনার তদন্তও চলছে৷ দুর্ঘটনাটি এতটাই ভয়াবহ এবং মার্সিডিজ গাড়িটি যেভাবে সিনেমার দৃশ্যের মতো উড়ে গিয়ে আছড়ে পড়েছে, তার ফলে গোটা বিশ্বেই এই ভিডিও ভাইরাল হয়েছে৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
December 06, 2025 9:45 PM IST

