#ব্রাজিল: ভিডিওটা দেখতে দেখতে হাঁড়হিম হয়ে যায়...সিনেমার পর্দায় যে অ্যানাকোন্ডাকে দেখে গায়ে কাঁটা দেয়, সেই দৈত্যকায় সাপের লেজ ধরে কীনা টানাটানি! সম্প্রতি এই ভিডিওটি তোলপাড় করছে নেটদুনিয়া! ভিডিওতে দেখা যাচ্ছে ১৭ ফুটের একটা অ্যানাকোন্ডার লেজ ধরে টেনেহিঁচড়ে নৌকায় তোলার চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি। নৌকায় রয়েছেন আরও ২জন! সাহস ভাবুন একবার... তবে এবার ফাঁপড়ে পড়েছে বেচারা অ্যানাকোন্ডা! পালিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু সেই ব্যাক্তিও নারাজ! অবশেষে কোনওমতে নিজের প্রাণ হাতে নিয়ে পালায় সাপ বাবাজি!
— because men live less (@menlivesless) June 26, 2020
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Anaconda viral video