সাপে-মানুষে রুদ্ধশ্বাস লড়াই, বিশালাকার অ্যানাকোন্ডার লেজ ধরে টানাটানি, দেখুন--
- Published by:Rukmini Mazumder
- news18 bangla
Last Updated:
১৭ ফুটের একটা অ্যানাকোন্ডার লেজ ধরে টেনেহিঁচড়ে নৌকায় তোলার চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি, দেখুন--
#ব্রাজিল: ভিডিওটা দেখতে দেখতে হাঁড়হিম হয়ে যায়...সিনেমার পর্দায় যে অ্যানাকোন্ডাকে দেখে গায়ে কাঁটা দেয়, সেই দৈত্যকায় সাপের লেজ ধরে কীনা টানাটানি! সম্প্রতি এই ভিডিওটি তোলপাড় করছে নেটদুনিয়া! ভিডিওতে দেখা যাচ্ছে ১৭ ফুটের একটা অ্যানাকোন্ডার লেজ ধরে টেনেহিঁচড়ে নৌকায় তোলার চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি। নৌকায় রয়েছেন আরও ২জন! সাহস ভাবুন একবার... তবে এবার ফাঁপড়ে পড়েছে বেচারা অ্যানাকোন্ডা! পালিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু সেই ব্যাক্তিও নারাজ! অবশেষে কোনওমতে নিজের প্রাণ হাতে নিয়ে পালায় সাপ বাবাজি!
— because men live less (@menlivesless) June 26, 2020
advertisement
ভিডিওটি এই সময়ে শুট করা নয়, ২০১৪ সালের। ৩ দিন আগে নতুন করে ট্যুইটারে পোস্ট করা হলে ফের ভাইরাল হয়। জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সান্তা মারিয়া নদীতে নৌকায় পাড়ি দিচ্ছিলেন বেতিনহো বোর্জেস, তাঁর স্ত্রী অলিভিয়ারা ও বন্ধু স্যান্টোস। তখনই বোর্জেসের নজরে আসে বিশাল অ্যানাকোন্ডাটি! তারপরই শুরু হয় সাপের উপর অত্যাচার! এহেন কাজের জন্য অবশ্য তাঁদের বড় অঙ্কের জরিমানা দিতে হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
Jun 30, 2020 4:24 PM IST










