হোম /খবর /বিদেশ /
সাপে-মানুষে রুদ্ধশ্বাস লড়াই, বিশালাকার অ্যানাকোন্ডার লেজ ধরে টানাটানি, দেখুন--

সাপে-মানুষে রুদ্ধশ্বাস লড়াই, বিশালাকার অ্যানাকোন্ডার লেজ ধরে টানাটানি, দেখুন--

representative image

representative image

১৭ ফুটের একটা অ্যানাকোন্ডার লেজ ধরে টেনেহিঁচড়ে নৌকায় তোলার চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি, দেখুন--

  • Last Updated :
  • Share this:

#ব্রাজিল: ভিডিওটা দেখতে দেখতে হাঁড়হিম হয়ে যায়...সিনেমার পর্দায় যে অ্যানাকোন্ডাকে দেখে গায়ে কাঁটা দেয়, সেই দৈত্যকায় সাপের লেজ ধরে কীনা টানাটানি! সম্প্রতি এই ভিডিওটি তোলপাড় করছে নেটদুনিয়া! ভিডিওতে দেখা যাচ্ছে ১৭ ফুটের একটা অ্যানাকোন্ডার লেজ ধরে টেনেহিঁচড়ে নৌকায় তোলার চেষ্টা চালাচ্ছেন এক ব্যক্তি। নৌকায় রয়েছেন আরও ২জন! সাহস ভাবুন একবার... তবে এবার ফাঁপড়ে পড়েছে বেচারা অ্যানাকোন্ডা! পালিয়ে যাওয়ার জন্য ছটফট করতে থাকে, কিন্তু সেই ব্যাক্তিও নারাজ! অবশেষে কোনওমতে নিজের প্রাণ হাতে নিয়ে পালায় সাপ বাবাজি!

ভিডিওটি এই সময়ে শুট করা নয়, ২০১৪ সালের। ৩ দিন আগে নতুন করে ট্যুইটারে পোস্ট করা হলে ফের ভাইরাল হয়। জানা যায়, ২০১৪ সালের সেপ্টেম্বর মাসে সান্তা মারিয়া নদীতে নৌকায় পাড়ি দিচ্ছিলেন বেতিনহো বোর্জেস, তাঁর স্ত্রী অলিভিয়ারা ও বন্ধু স্যান্টোস। তখনই বোর্জেসের নজরে আসে বিশাল অ্যানাকোন্ডাটি! তারপরই শুরু হয় সাপের উপর অত্যাচার! এহেন কাজের জন্য অবশ্য তাঁদের বড় অঙ্কের জরিমানা দিতে হয়।
Published by:Rukmini Mazumder
First published:

Tags: Anaconda viral video