Mehul Choksi Gets Bail: ডমিনিকার আদালতে শর্তসাপেক্ষে জামিন পেলেন মেহুল চোকসি !

Last Updated:

Mehul Choksi Gets Bail In Dominica On Medical Grounds: সোমবার শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে আদালতে জামিন পেয়ে গেলেন মেহুল ৷

রসিউ: ডমিনিকার আদালতে শেষপর্যন্ত জামিন পেয়েই গেলেন পলাতক ভারতীয় হিরে ব্যবসায়ী মেহুল চোকসি (Mehul Choksi) ৷ অ্যান্টিগা থেকে অবৈধভাবে ডমিনিকায় প্রবেশ করার অপরাধে জেল হয়েছিল তার ৷ গত ২৩ মে থেকেই সেখানকার জেলে বন্দী ছিলেন চোকসি ৷ শেষপর্যন্ত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিন পেলেন তিনি ৷ জানা গিয়েছে, চিকিৎসার জন্য চোকসির শর্তসাপেক্ষে জামিন মঞ্জুর করেছে ডমিনিকা আদালত।
চোকসিকে দেশে ফেরানো নিয়ে অনেক কিছু করা হলেও এখনও তাতে সফল নন ভারতীয় গোয়েন্দারা ৷ ভারত থেকে একটি দল কিছুদিন আগেই চোকসিকে দেশে ফেরানোর জন্য ডমিনিকা গেলেও আদালতে টানাপোড়েনের মধ্যে তা আর করে উঠতে পারেননি তাঁরা ৷ চোকসিকে নাকি ডমিনিকায় অপহরণ করে নিয়ে আসা হয়েছে ৷ আর সেই কাজ করেছেন ভারতেরই লোকজন ৷ এমনটাই আদালতে দাবি করেছিলেন মেহুল চোকসির আইনজীবী ৷ সোমবার তাই শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে জামিনও পেয়ে গেলেন মেহুল ৷
advertisement
স্নায়ুঘটিত শারীরিক অসুস্থতার কারণ দেখিয়ে অন্তর্বর্তী জামিনের আর্জি জানিয়েছিলেন মেহুল চোকসি। তাঁর যুক্তি ছিল, এই অসুস্থতার চিকিৎসা ডমিনিকায় হয় না। তাঁকে অবিলম্বে ভারতে প্রত্যর্পণের বিষয়টি থেকেও ডমিনিকার আদালত আপাতত রেহাই দিয়েছে। এটি ছিল মেহুলের দ্বিতীয় জামিনের আর্জি। এর আগে তাঁর আর্জি খারিজ হয়ে গিয়েছিল। ডমিনিকার হাইকোর্ট তখন বলেছিল, ডমিনিকার সঙ্গে মেহুল চোকসির কোনও সম্পর্ক নেই। আদালত এমন কোনও শর্ত আরোপ করতে পারে না, যাতে নিশ্চিত করা যায়, তিনি ফেরার হবেন না।
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
Mehul Choksi Gets Bail: ডমিনিকার আদালতে শর্তসাপেক্ষে জামিন পেলেন মেহুল চোকসি !
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement