রাজপরিবারে খুশির হাওয়া, মা হচ্ছেন মেগান

Last Updated:
#লন্ডন: রাজপরিবারে আবারও খুশির হাওয়া৷ এবার খুশির হাওয়া নিয়ে আসছেন ছোট বউ মেগান৷ কেনসিংটন প্যালেস সূত্রে ঘোষণা করে জানানো হয়েছে মেগান-হ্যারির প্রথম সন্তান আসার খবর৷
কেংসিনটন প্যালেসের বিবৃতিতে জানানো হয়েছে, খশির সঙ্গে জানানো হচ্ছে ২০১৯-এর বসন্তেই দ্য রয়্যাল হাইনেস ডিউক এবং ডাচেস সাসেক্সের ঘরে প্রথম সন্তান আসতে চলেছে৷
advertisement
চলতি বছরের ১৯ মে উইন্ডসর ক্যাসেলে বিবাহ বন্ধন আবদ্ধ হন রানি এলিজাবেথের ছোট নাতি হ্যারি ও মেগান মরকেল৷
advertisement
বিয়ের পর থেকেই মেগান মা হতে চলেছেন এমন জল্পনা শোনা গিয়েছে বার বার৷ কখনও ৩৭ বছরের মেগানের পোশাক দেখে, কখনও তাঁর দাঁড়ানোর ভঙ্গিমা দেখে, কখনও বা নামানো টুপি দেখে অনুমান করা হয়েছে মেগান মা হতে চলেছেন৷ তবে এবার সত্যিই এল সেই খুশির খবর৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
রাজপরিবারে খুশির হাওয়া, মা হচ্ছেন মেগান
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement