MEA advisory for Indians: বাংলাদেশ নিয়ে চিন্তা বাড়ছে, তার মধ্যেই ভারতীয়দের অবিলম্বে কোন দেশ ছাড়তে বলল নয়াদিল্লি?

Last Updated:
গৃহযুদ্ধে জ্বলছে সিরিয়া৷ ছবি- এএফপি
গৃহযুদ্ধে জ্বলছে সিরিয়া৷ ছবি- এএফপি
নয়াদিল্লি: ভারতীয়দের সিরিয়ায় না যাওয়ার পরামর্শ দিল বিদেশমন্ত্রক৷ গত কয়েক দিনে গৃহযুদ্ধের জেরে সিরিয়ার পরিস্থিতির যেভাবে অবনতি হয়েছে, তারই পরিপ্রেক্ষিতে শুক্রবার ভারতীয়দের জন্য এই ট্রাভেল অ্যাডভাইজরি জারি করেছে নয়াদিল্লি৷
এই নির্দেশিকায় বলা হয়েছে, সিরিয়ার বর্তমান যা পরিস্থিতি তাতে ভারতীয়দের সেখানে যাওয়া থেকে বিরত থাকার পরামর্শ দেওয়া হচ্ছে৷ পাশাপাশি, এই মুহূর্তে যে ভারতীয়রা সিরিয়ায় রয়েছেন তাঁদেরও সতর্কতা অবলম্বন করার পরামর্শ দেওয়া হয়েছে৷ নিরাপদ জায়গায় থাকতে বলা হয়েছে তাঁদের৷ বিমান পেলে যত দ্রুত সম্ভব সিরিয়া ছেড়ে ভারতীয়দের ফিরেও আসতে পরামর্শ দেওয়া হয়েছে৷
advertisement
advertisement
এ ছাড়াও সিরিয়ায় থাকা ভারতীয়দের জন্য একটি হেল্পলাইন নম্বর এবং ই মেল আইডি দিয়েছে বিদেশমন্ত্রক৷ যাতে ভারতীয়রা দামাস্কাসে অবস্থিত ভারতীয় দূতাবাসের সঙ্গে যোগাযোগ করতে পারেন৷ ভারতীয়দের জন্য দেওয়া হেল্পলাইন নম্বরটি হল +৯৬৩৯৯৩৩৮৫৯৭৩ এবং ইমেল আইডিটি হল hoc.damascus@mea.gov.in ৷
advertisement
শুক্রবার বিদেশমন্ত্রক জানায়, তারা সিরিয়ার পরিস্থিতির দিকে নজর রাখছে৷ এই মুহূর্তে সিরিয়ায় ৯০ জন মতো ভারতীয় রয়েছেন বলে বিদেশমন্ত্রক জানিয়েছে৷ তাঁদের মধ্যে ১৪ জন রাষ্ট্রপুঞ্জের বিভিন্ন সংগঠনের হয়ে কাজ করেন৷
গত সপ্তাহে ইসলামপন্থী সংগঠন তহরির আল শাম সিরিয়ার প্রেসিডেন্ট বশর আল আসাদ এবং দেশের সেনাবাহিনীর বিরুদ্ধে হামলা শুরু পর থেকেই সিরিয়ায় উত্তেজনা বাড়ছে৷ ক্রমাগত হামলার মুখে সিরিয়ার সেনাবাহিনীও ক্রমেই কোণঠাসা হয়ে পড়ছে৷ এই পরিস্থিতিতে বিদ্রোহী জঙ্গিরা যে এলাকাগুলির দখল নিচ্ছে, সেই সমস্ত এলাকা ছেড়ে পালাতে বাধ্য হচ্ছেন হাজার হাজার মানুষ৷
advertisement
শুক্রবারই সিরিয়ার তৃতীয় বৃহত্তম শহর হমের বহু মানুষ বাড়ি ঘর ছেড়ে নিরাপদ জায়গার খোঁজে বেরিয়ে পড়েছেন৷ কারণ এই শহরের গা ঘেঁষা দুটি এলাকার দখল নিয়ে নিয়েছে জঙ্গি বাহিনী৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
MEA advisory for Indians: বাংলাদেশ নিয়ে চিন্তা বাড়ছে, তার মধ্যেই ভারতীয়দের অবিলম্বে কোন দেশ ছাড়তে বলল নয়াদিল্লি?
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement