হোম /খবর /বিদেশ /
মাসকাট থেকে মিশর, পৌঁছে যাচ্ছে ভারতের করোনা টিকা

মাসকাট থেকে মিশর, পৌঁছে যাচ্ছে ভারতের করোনা টিকা

Mascat and Egypt receives made in India vaccines

Mascat and Egypt receives made in India vaccines

একের পর এক দেশকে করোনা টিকা পাঠিয়ে আন্তর্জাতিক মঞ্চে নজির স্থাপন করছে ভারত৷ বিশ্ব সম্প্রদায়ের স্বাস্থ্যের সেবায় নয়া দিশা দেখাচ্ছে দেশ৷ বাংলাদেশ, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, ওমান, বাহরিন, মরিশাস, ফিলিপিন্স, মালদ্বীপের মতো ২২টি দেশকে ভারত করোনা টিকা দিচ্ছে৷

আরও পড়ুন...
  • Last Updated :
  • Share this:

#নয়াদিল্লি: একের পর এক দেশকে করোনা টিকা পাঠিয়ে আন্তর্জাতিক মঞ্চে নজির স্থাপন করছে ভারত৷ বিশ্ব সম্প্রদায়ের স্বাস্থ্যের সেবায় নয়া দিশা দেখাচ্ছে দেশ৷ বাংলাদেশ, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, ওমান, বাহরিন, মরিশাস, ফিলিপিন্স, মালদ্বীপের মতো ২২টি দেশকে ভারত শুভেচ্ছা নিদর্শন স্বরূপ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পাঠাচ্ছে৷ এবার ওমান ও মিশরেও ভারত টিকা পৌঁছে দিল৷  কেন্দ্রের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ট্যুইট করে সেই বার্তা দিয়েছেন৷

শুধু টিকাই কিন্তু নয়, করোনা কালে ভারত গোটা বিশ্বের কাছে ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছে৷ এর আগে মহামারির প্রথম পর্যায়ে ভারত নিজেদের চাহিদা পূরণ করার পরে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট বিদেশে রফতানি করে নজির গড়েছিল৷ গোটা বিশ্ব যখন হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল, ঠিক তখনই বিশ্বের ১৪০টি দেশের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল নরেন্দ্র মোদির সরকার৷

গত ১৬ জানুয়ারি ভারতে প্রথম টিকা দেওয়ার মহাযজ্ঞ শুরু হয়৷ ৬ দিনের মধ্যে ১০ লক্ষ মানুষের টীকাকরণ হয়েছে৷ যা রেকর্ড৷ আমেরিকা-ব্রিটেনের মতো প্রথমসারির দেশও এই গতিতে টিকা দিতে পারেনি৷ ব্রিটেন ১০ লক্ষ টীকাকরণের জন্য ১৮ দিন সময় নিয়েছিল৷ আমেরিকার লেগেছিল ১০দিন৷ সেখানে ভারত সবচেয়ে কম দিনে এই কাজ করে দেখাল৷

দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷

Published by:Subhapam Saha
First published:

Tags: Corona vaccines