#নয়াদিল্লি: একের পর এক দেশকে করোনা টিকা পাঠিয়ে আন্তর্জাতিক মঞ্চে নজির স্থাপন করছে ভারত৷ বিশ্ব সম্প্রদায়ের স্বাস্থ্যের সেবায় নয়া দিশা দেখাচ্ছে দেশ৷ বাংলাদেশ, নেপাল, ভুটান, মঙ্গোলিয়া, ওমান, বাহরিন, মরিশাস, ফিলিপিন্স, মালদ্বীপের মতো ২২টি দেশকে ভারত শুভেচ্ছা নিদর্শন স্বরূপ কোভিশিল্ড ও কোভ্যাক্সিন পাঠাচ্ছে৷ এবার ওমান ও মিশরেও ভারত টিকা পৌঁছে দিল৷ কেন্দ্রের বিদেশমন্ত্রী সুব্রহ্মণ্যম জয়শঙ্কর ট্যুইট করে সেই বার্তা দিয়েছেন৷
Beyond the neighbourhood, now to the Nile. Egypt receives Made in India vaccines. #VaccineMaitri pic.twitter.com/U8qBZSVq8g
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 31, 2021
Made in India vaccines arrive in Muscat. Reflects a deep friendship, spanning millenia. #VaccineMaitri pic.twitter.com/LZ5Y6G432A
— Dr. S. Jaishankar (@DrSJaishankar) January 30, 2021
শুধু টিকাই কিন্তু নয়, করোনা কালে ভারত গোটা বিশ্বের কাছে ত্রাতার ভূমিকায় উত্তীর্ণ হয়েছে৷ এর আগে মহামারির প্রথম পর্যায়ে ভারত নিজেদের চাহিদা পূরণ করার পরে হাইড্রোক্সিক্লোরোকুইন ট্যাবলেট বিদেশে রফতানি করে নজির গড়েছিল৷ গোটা বিশ্ব যখন হাইড্রোক্সিক্লোরোকুইন নিয়ে হাহাকার পড়ে গিয়েছিল, ঠিক তখনই বিশ্বের ১৪০টি দেশের কাছে হাইড্রোক্সিক্লোরোকুইন পৌঁছে দিয়ে দৃষ্টান্ত স্থাপন করেছিল নরেন্দ্র মোদির সরকার৷
গত ১৬ জানুয়ারি ভারতে প্রথম টিকা দেওয়ার মহাযজ্ঞ শুরু হয়৷ ৬ দিনের মধ্যে ১০ লক্ষ মানুষের টীকাকরণ হয়েছে৷ যা রেকর্ড৷ আমেরিকা-ব্রিটেনের মতো প্রথমসারির দেশও এই গতিতে টিকা দিতে পারেনি৷ ব্রিটেন ১০ লক্ষ টীকাকরণের জন্য ১৮ দিন সময় নিয়েছিল৷ আমেরিকার লেগেছিল ১০দিন৷ সেখানে ভারত সবচেয়ে কম দিনে এই কাজ করে দেখাল৷
দেশের মোট ৩০০৬ কেন্দ্রে টিকাকরণের কাজ হচ্ছে। প্রত্যেক কেন্দ্রে ১০০ জনকে করোনার টিকা দেওয়া হচ্ছে৷ প্রথম পর্যায়ে সারা দেশের ৩ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ অবশ্যই তাঁরা স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইন কর্মী৷ দ্বিতীয় দফায় ৩০ কোটি মানুষকে টিকা দেওয়া হবে৷ ধীরে ধীরে দেশের সব মানুষকেই টিকা দেওয়া হবে৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Corona vaccines