কেশরসমেত নেকড়ে! অদ্ভুতদর্শন প্রাণী ঘুরছে রাস্তায়! ভিডিও ঘিরে কৌতূহল ও চাঞ্চল্য চরমে
- Published by:Arpita Roy Chowdhury
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Maned Wolf: প্রথম দর্শনে অবশ্য মনে হবে নেকড়ে বুঝি। আরও ভাল নজর করলে মনে হবে নাহ, এটা শিয়াল নির্ঘাত
আফ্রিকায় নেকড়ে থাকে না-এ কথা জোরের সঙ্গে মন্দার বোসকে বলেছিল জটায়ু। এ বার এমন এক প্রাণীর ছবি ইন্টারনেটে ভাইরাল হয়েছে, যা দেখলে অবাক হয়ে যাবেন লালমোহন গাঙ্গুলি নিজেই। ধরা পড়েছে কেশর-সহ নেকড়ের ছবি। প্রথম দর্শনে অবশ্য মনে হবে নেকড়ে বুঝি। আরও ভাল নজর করলে মনে হবে নাহ, এটা শিয়াল নির্ঘাত।
আসলে বিরল প্রাণীটি নেকড়ে বা শিয়াল কোনওটিই নয়। বিলুপ্তপ্রায় এই শ্বাপদের ঠিকানা লাতিন আমেরিকার প্রত্যন্ত অঞ্চল। চতুষ্পদটির ছবি শেয়ার করা হয়েছে ট্যুইটারে। নেটিজেনরা তার সম্বন্ধে জানতে আগ্রহী। প্রাণীটির ভিডিও ইতিমধ্যেই ২ মিলিয়নের বেশি ভিউজ পেয়েছে। নেটিজেনরা তাকে কেশরওয়ালা নেকড়ে বলে ডাকছেন। যেখানে এদের বাস, তার কাছাকাছি এলাকা থেকে নাকি খাবার জিনিস চুরিও করে অদ্ভুতদর্শন এই জীবন।
advertisement
advertisement
Does anyone know what the heck this is?! 🎥 via Imgur pic.twitter.com/FwBBJCfgb6
— Reg Saddler (@zaibatsu) December 3, 2022
তার পরিচয় নিয়ে ধোঁয়াশা দূর করেছে ব্রিটানিকা। বড় কানবিশিষ্ট কেশরসমেত নেকড়ে পাওয়া যায় লাতিন আমেরিকার মধ্য অংশে।
advertisement
খাড়াই কেশর, লম্বা লালচে খয়েরি চুল, লম্বা কালো পাওয়ালা এই প্রাণীর চেহারার সঙ্গে শিয়ালের আকৃতির সাদৃশ্য আছে। ছোট প্রাণী, পোকামাকড় খেয়েই জীবনধারণ করে তারা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 07, 2022 1:05 PM IST