অভিনব ‘ম্যানেক্যুইন চ্যালেঞ্জ ’ ম্যানিয়ায় মেতেছেন রোনাল্ডো থেকে কপিল দেব প্রত্যেকেই !

Last Updated:

এ এক অন্যরকম খেলা। হতে হবে হঠাৎ পুতুল। ‘ম্যানেকুইন চ্যালেঞ্জ’-র ম্যানিয়ায় মাত গোটা বিশ্ব।

#লিসবন: এ এক অন্যরকম খেলা। হতে হবে হঠাৎ পুতুল। ‘ম্যানেকুইন চ্যালেঞ্জ’-র ম্যানিয়ায় মাত গোটা বিশ্ব। কমেন্ট্ররুম থেকে পর্তুগালের ড্রেসিংরুম। সিআর সেভেন থেকে কপিল-শাস্ত্রীরা এখন ম্যানেকুইন চ্যালেঞ্জে মজেছেন।
রাজকোট টেস্টের তৃতীয় দিন। স্টেডিয়ামের কমেন্ট্রি রুমে হঠাৎ সবাই পুতুল। রবি শাস্ত্রী থেকে কপিল দেব। প্রত্যেকেই কাজ করতে করতে স্ট্যাচু হয়ে গেলেন। কেন এমন ঘটল হঠাৎ? সবাই পুতুল বনে গেলেন। অবাক দৃশ্যে সবাই হতবাক।
এই খেলার নাম ম্যানেকুইন চ্যালেঞ্জ। ফ্লোরিডার জ্যাকসনভিলের এক স্কুলে যার শুরু। এ এক অদ্ভুত খেলা। নিতে হবে চ্যালেঞ্জ।। ম্যানেকুইন ম্যানিয়ার মাত এখন গোটা বিশ্ব। আমেরিকার হিপ-হপ তারকা রে থেকে বিদায়ী প্রেসিডেন্ট বারাক ওবামা, হিলারি ক্লিন্টন। প্রত্যেকেই একবারে মাত হয়েছেন এই চ্যালেঞ্জে।
advertisement
advertisement
ক্রীড়া ক্ষেত্রেও ম্যানেকুইন চ্যালেঞ্জ ঝড় তুলেছে। সিআর সেভেন-সহ গোটা পর্তুগাল দলও মেতেছে এই ম্যানিয়ায়। লাটভিয়ার বিরুদ্ধে ম্যাচের পর ড্রেসিংরুমে সবাই হঠাৎ পুতুল। সেসময় রোনাল্ডো শুধুই অন্তর্বাসে। রেনাতো, নানিরা স্বভাবতই থমকে গেলেন।
ক্রিকেটের কমেন্ট্রিরুম থেকে পর্তুগালের ড্রেসিংরুম। রাগবির মাঠ থেকে বাস্কেটবলের গ্রাউন্ড। সব জায়গাতেই চলছে ম্যানেকুইন চ্যালেঞ্জ। জার্মানির গোৎজে থেকে মার্কো রুইসরাও সেই চ্যালেঞ্জে সামিল। মেক্সিকোর ড্রেসিংরুমেও চলছে এই চ্যালেঞ্জ। এবার দেখার এই খেলায় আর কারা কারা অংশ গ্রহন করেন।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অভিনব ‘ম্যানেক্যুইন চ্যালেঞ্জ ’ ম্যানিয়ায় মেতেছেন রোনাল্ডো থেকে কপিল দেব প্রত্যেকেই !
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement