ঝগড়া থেকে নিস্তার পেতে স্বামী দিলেন বউ বিক্রির বিজ্ঞাপন

Last Updated:

নতুন জিনিস ছাড়া পুরনো জিনিস বিক্রি করা যায় এর মাধ্যমে ৷ তা বলে এমন জিনিস মনে হয় আগে কখনও দেখা যায়নি ৷

#লন্ডন:  ই-কমার্স সাইটগুলির মাধ্যমে ঘরে বসে খুব সহজেই জিনিস কেনা বেচা করা যায় ৷ কী না পাওয়া যায় এই সাইটগুলিতে ৷ নতুন জিনিস ছাড়া পুরনো জিনিস বিক্রি করা যায় এর মাধ্যমে ৷ তা বলে এমন জিনিস মনে হয় আগে কখনও দেখা যায়নি ৷  নিজের স্ত্রীকে বিক্রি করার বিজ্ঞাপন ? অবাক লাগলেও ৩৩ বছরের সাইমন ওকেন এমনই একটি বিজ্ঞাপন দিয়েছেন ইবেতে ৷  সাইমনের স্ত্রী লিয়েন্ড্রার বয়স ২৭ বছর। তাদের দুটি সন্তান রয়েছে ৷
সাইমন জানিয়েছেন বুধবার কাজ থেকে বাড়ি ফেরার পর তার শরীর খারার লাগছিল না ৷ লিয়েন্ড্রা তার দিকে কোনও নজর না দিয়ে ঘ্যানঘ্যান করতে থাকেন ৷ ঝগড়া করতে শুরু করেন ৷ সহ্য করতে না পেরে স্ত্রীকে বিক্রি করার বিজ্ঞাপন দিয়ে ফেলেন ওই সাইটে ৷
advertisement
advertisement
পোশায় টেলিকম ইঞ্জিনিয়র সাইমন বিজ্ঞাপনে স্ত্রীর একটি ছবি পোস্ট করে লেখেন ‘ইউজড ওয়াইফ’ ৷ সঙ্গে এটাও লেখেন যে তাকে কিনলে কী কী ভালো আর কী খারাপ হতে পারে ৷ পোস্টে তিনি  লিয়েন্ড্রার গুণের কথাও উল্লেখ করেন’ ৷ তবে সঙ্গে একটি শর্ত দেন যে একবার কেনা হয়ে গেলে ফেরত দেওয়া যাবে না ৷
advertisement
মাত্র দু’দিনের মধ্যে লিয়েন্ড্রাকে কিনতে চেয়ে তার কাছে বহু লোক যোগাযোগ করতে চান ৷ এমনকি ৫৬,৮৮০ পাইন্ড পর্যন্ত দিতে রাজি হয় ৷
পরে তার স্ত্রী এই বিষয়টি জানতে পেরে রেগে যান ৷  তিনি জানিয়েছেন, ‘আমি চেয়েছিলাম ওকে মেরে ফেলতে। কাজের জায়গায় এটা জানাজানি হওয়ার পরে সবাই আমাকে নিয়ে হাসাহাসি করছিল। শুধু যে আমায় বিক্রি করতে চেয়েছে তাই নয়, সঙ্গে আমার যে ছবিটা দিয়েছে বিজ্ঞাপনে, সেটাও একটা জঘন্য ছবি।’
advertisement
ইবে সংস্থা বিজ্ঞাপনটি নজরে আসার পরে ডিলিট করে দেন তাঁদের সাইট থেকে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
ঝগড়া থেকে নিস্তার পেতে স্বামী দিলেন বউ বিক্রির বিজ্ঞাপন
Next Article
advertisement
West Bengal Weather Update: দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস ! পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • দক্ষিণবঙ্গের চার জেলায় ভারী বর্ষণের পূর্বাভাস !

  • পুজোতেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement