#ব্রিটেন: মার্টিন রিজ। আপন প্রতিভা বলে আপাতত সংবাদের শিরোনামে রয়েছেন ইংলন্ডের এই জাদুকর। নাম তুলেছেন গিনেস ওয়ার্ল্ড রেকর্ডে। কারণ মাত্র তিন মিনিটের মধ্যেই জলের নিচে থেকে ২০টি ম্যাজিক ট্রিকস দেখিয়েছেন তিনি। সম্প্রতি আইভার হিথের পাইনউড স্টুডিওর একটি পুলের মধ্যে এই জাদু দেখিয়েছেন ইংল্যান্ডের হার্টফোর্ডশায়ারের বাসিন্দা মার্টিন।
অফিসিয়াল ফেসবুক পেজে মার্টিনের এই ম্যাজিক দেখানোর ভিডিওটি শেয়ার করেছে Guinness World Records। পোস্টটি শেয়ার হওয়ার পর থেকেই মার্টিনের প্রতিভাকে স্বাগত জানিয়েছেন নেটিজেনরা। ১,৩০০-র বেশি লাইক পড়েছে ভিডিওয়। মার্টিনের এই নতুন রেকর্ডের জন্য পোস্টের কমেন্ট বক্সে তাঁকে অভিনন্দন জানিয়েছেন অনেকে।
https://www.facebook.com/watch/?ref=external&v=812105106024075
জলের নিচে ম্যাজিক দেখাতে গিয়ে সমস্যা হয় না? মার্টিনের কথায়, জলের নিচে ম্যাজিক দেখানো বেশ কঠিন। সাধারণ মানুষের চোখে কোনও বিষয় ধরা পড়ার আগেই হাতের মুভমেন্টে নানা ম্যাজিক ট্রিক দেখাতে হয়। কিন্তু জলের নিচে এতটা গতিতে হাতের কারসাজি করা সহজ বিষয় নয়। এখানে হাত এদিক-ওদিক ঘোরানোর গতি কমে যায়। অধিক বলপ্রয়োগও করতে হয়।
তবে, এটি প্রথম রেকর্ড নয়। এর আগেও একাধিক রেকর্ড গড়েছেন তিনি। রেকর্ড ফর মোস্ট কার্ড, মোস্ট ম্যাজিক ট্রিক ইন সিঙ্গল স্কাইডাইভ, মোস্ট ম্যাজিক ট্রিকস ইন ব্লাইন্ডফোল্ড, তিন মিনিটের মধ্যে একটি টানেলের মধ্যে সর্বাধিক ম্যাজিক ট্রিক দেখানোসহ একাধিক রেকর্ড রয়েছে মার্টিনের নামে।