Maldives: 'বিপদের বন্ধু ভারত, ডায়াল ৯১১-র মতো,' মুখ খুললেন মলদ্বীপের প্রাক্তন মন্ত্রী
- Published by:Suvam Mukherjee
- trending desk
- Written by:Trending Desk
Last Updated:
Maldives: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য মলদ্বীপের মুইজ্জু সরকারের তিন মন্ত্রীর। ঘটনায় উত্তাল দুই দেশ
ম্যাল: প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির বিরুদ্ধে অপমানজনক মন্তব্য মলদ্বীপের মুইজ্জু সরকারের তিন মন্ত্রীর। ঘটনায় উত্তাল দুই দেশ। এবার মোদির পাশে দাঁড়ালেন দ্বীপপুঞ্জের প্রাক্তন প্রতিরক্ষামন্ত্রী মারিয়া আহমেদ দিদি। তিনি বলেন, “প্রধানমন্ত্রী মোদির বিরুদ্ধে অবমাননাকর মন্তব্য মলদ্বীপ সরকারের ‘অদূরদর্শিতা’র উদাহরণ।”
মারিয়া আহমেদ দিদির কথায়, “ভারত আমাদের বিশ্বস্ত বন্ধু। প্রতিরক্ষা-সহ বিভিন্ন ক্ষেত্রে মলদ্বীপকে সাহায্য করে আসছে। দীর্ঘস্থায়ী সম্পর্ককে দুর্বল করার যে কোনও প্রচেষ্টার সমালোচনা করে।”
সেই দেশের প্রধানমন্ত্রীর বিরুদ্ধে এমন মন্তব্যে হতাশ মারিয়া। তিনি ভারতকে মলদ্বীপের ‘ডায়াল ৯১১’ হিসেবে তুলে ধরেন। তাঁর মতে, “ভারত সেই দেশ যে সর্বদা মলদ্বীপের বিপদে আপদে এগিয়ে এসেছে।
advertisement
advertisement
এটা বর্তমান প্রশাসনের অদূরদর্শিতা। আমরা ছোট দেশ। কিন্তু সকলের বন্ধু। অস্বীকার করার উপায় নেই যে ভারতের সঙ্গে আমারা সীমান্ত ভাগ করে থাকি। একই ধরনের নিরাপত্তা এবং উদ্বেগে ভুগি। ভারত সবসময় আমাদের সাহায্য করে। দেশের সক্ষমতা বৃদ্ধি, সরঞ্জাম সরবরাহ থেকে শুরু করে আমাদের স্বাবলম্বী করার জন্য সবরকমের সহায়তা করেছে। এমনকী প্রতিরক্ষাখাতেও পাশে দাঁড়িয়েছে।”
advertisement
ভারত এবং মলদ্বীপ, গণতন্ত্র ও মানবাধিকারের বিষয়ে একই রকম মনোভাব পোষণ করে বলে মত তাঁর। মারিয়ার কথায়, “বর্তমান সরকারের অদূরদর্শিতা যে ভারতের সঙ্গে আমাদের বহু পুরনো বন্ধুত্বপূর্ণ সম্পর্ক ধরে রাখার বিষয়ে ওরা যত্নশীল নয়।” একদিন আগেই মলদ্বীপ সরকারের বিদেশমন্ত্রী মুসা জমির বলেছিলেন, “বিদেশি নেতার বিরুদ্ধে এমন মন্তব্য ‘গ্রহণীয় নয়’ এবং মলদ্বীপ সরকারের সঙ্গে এই ধরণের মন্তব্যের কোনও যোগ নেই।” পাশাপাশি তাঁর দাবি, “মলদ্বীপ তার সমস্ত অংশীদার, বিশেষ করে প্রতিবেশীদের সঙ্গে ‘ইতিবাচক ও গঠনমূলক সংলাপে’ আগ্রহী এবং প্রতিশ্রুতিবদ্ধ।”
advertisement
প্রসঙ্গত, ২ জানুয়ারি লাক্ষাদ্বীপ সফরের বেশ কয়েকটি ছবি পোস্ট করেছিলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। ভারতের দ্বীপগুলোতে বেড়াতে আসার জন্য আহ্বান জানিয়েছিলেন পর্যটকদের। সেই সব ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়। তারপরই আসরে নামে মলদ্বীপ। তাঁদের দাবি, মলদ্বীপের পর্যটনকে টেক্কা দিতে চাইছে ভারত। মোদি ও ভারতীয়দের উদ্দেশ্যে অপমানজনক মন্তব্য করে বসেন মলদ্বীপ সরকারের তিন মন্ত্রী। এতে ব্যাপক উত্তেজনা ছড়ায় সোশ্যাল মিডিয়ায়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
January 09, 2024 12:30 PM IST