ইলেকট্রিক বিল দেখে মাথায় হাত, খরচ বাঁচাতে অভিনব উপায়
- Published by:Suvam Mukherjee
- news18 bangla
Last Updated:
ইলেকট্রিক বিল থেকে রক্ষা পেতে এক পরিবার এমন উপায় বের করল সে হতবাক করে দিয়েছে সকলে।
#লন্ডন: ইলেকট্রিক বিল প্রচুর আসছে। সেটা মেটাতে হিমশিম খেতে হচ্ছে পরিবারকে। এবার ইলেকট্রিক বিল থেকে রক্ষা পেতে এক পরিবার এমন উপায় বের করল যে হতবাক করে দিয়েছে সকলে। গোটা বাড়িতেই বিদ্যুৎ সংযোগ বিছিন্ন করে দিয়েছেন তাঁরা। বদলে মোমবাতি এবং টর্চের ব্যবহার করছেন তাঁরা। তাঁদের দাবি, এর ফলে তেমন কোনও সমস্যাই হচ্ছে না।
লন্ডনের বাসিন্দা ওই ব্যক্তির বাড়িতে দুই সন্তান এবং স্ত্রী থাকেন। তিনি জানিয়েছেন, বাড়িতে ৩১ হাজার টাকা বিদ্যুতের বিল এসেছিল। টানাটানির সংসারে এই বিল মেটানো কার্যত অসম্ভব। তাই ইলেকট্রিক বিল থেকে রক্ষা পেতেই এখন এই উপায় খুঁজে নিয়েছেন। তাঁরা জানিয়েছেন, মনে হচ্ছে আমরা ১৮ শতকে বসবাস করছি। তবে ওই ব্যক্তি জানিয়েছেন আমি আমার সিদ্ধান্ত সবার উপরে চাপিয়ে দিইনি। বাকিদের সঙ্গে কথা বলেই এই সিদ্ধান্ত নিয়েছি। পরিবারের বাকি সদস্যরাও এতে আমার সঙ্গে সহমত হয়েছে।
advertisement
advertisement
ওই ব্যক্তির পরিবারের বাকিরা জানিয়েছেন, দিনের বেলায় আলোর প্রয়োজন হয় না। তাঁরা যেখানে থাকেন, সেটা খুবই শীতলতম জায়গা। তাই সপ্তাহে মাত্র একবারই হিটার ব্যবহার করেন। মোমবাতির আলোতেই বেশি কাজ করেন তাঁরা। এমনকী তাঁরা দাবি করেছেন এতে কোনও সমস্যাও হয় না তাঁদের।
advertisement
তাঁরা জানিয়েছেন, আগে ইলেকট্রিক বিল এতো আসত না। কিন্তু সম্প্রতি ইলেকট্রিক বিল প্রচুর আসছে। জুন মাসের পরে প্রায় দ্বিগুণ হারে ইলেকট্রিক বিল আসছে। ফলে বাধ্য হয়ে এই সিদ্ধান্ত নিয়েছেন তাঁরা।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 23, 2022 9:09 PM IST