বাস্তবে ড্রাকুলা ! সহপাঠীকে খুন করে অবলীলায় তার রক্তে চুমুক দিলেন যুবক

Last Updated:
#রাশিয়া: কালো আলখাল্লা, মাথায় ঝাঁকড়া চুল, ঠোঁটের দুপাশ দিয়ে বেরিয়ে রয়েছে রক্তমাখা লম্বা দুটো দাঁত...গল্পের বইতে পড়া ভ্যাম্পায়ার বা ড্রাকুলার চেনা ছবি! কিন্তু সে তো গল্পের পাতায়! ভাবুন তো, যদি বাস্তবেই ড্রাকুলা-র দেখা মিলত! গায়ে কাঁটা দিয়ে উঠল ? কিন্তু সত্যিই এমনটা ঘটেছে! দেখা মিলেছে ড্রাকুলার! তাও আবার রক্ত মাংসের!
রাশিয়ার চেলিয়াবিনক্সের ইউরাল্‌স শহরের ঘটনা। পুলিশ জানিয়েছে, ধৃতের নাম বরিস কোন্দ্রাশিন। ৩৬ বছর বয়সি বরিস ডাক্তারির ভুয়ো নথিপত্র দেখিয়ে গত নভেম্বর থেকে চিকিৎসক হিসেবে কাজ করছিলেন একটি হাসপাতালে। জানা গিয়েছে, ১৯৯৮ সালে বরিস তাঁর স্কুলের ১৬ বছর বয়সি সহপাঠীকে খুন করেন। তার পর একটি ধর্মীয় প্রথা মেনে সেই বন্ধুর রক্ত খান। একটি নিউজ ওয়েবসাইট জানাচ্ছে, বরিস নাকি নিজেকে ‘ভ্যাম্পায়ার’ মনে করেন! ২০০০ সালের আগস্টে জানা যায়, বরিস একটি বিশেষ মানসিক রোগ ‘হোমিসাইডাল স্কিজোফ্রেনিয়া’-য় আক্রান্ত।
advertisement
সেই ঘটনার পর তাঁকে পাঠানো হয়েছিল একটি মানসিক স্বাস্থ্য কেন্দ্রে। সেখানে প্রায় ১০ বছর কাটিয়ে ফেরার পর ধরা পড়লেন তাঁর শিক্ষাগত যোগ্যতার ভুয়ো নথিপত্র দেখিয়ে একটি হাসপাতালের চিকিৎসক হিসেবে কাজ করার দায়ে।
advertisement
কিন্তু প্রশ্ন উঠছে, কী ভাবে হাসপাতালে চিকিৎসকের চাকরি পেলেন বরিস ? শহরের স্বাস্থ্য বিভাগের প্রধান নাতালিয়া গার্লোভা জানান, মেডিক্যাল প্রতিরোধ বিভাগে চেলিয়াবিনক্স শহরের ১১ নম্বর হাসপাতালের প্রাথমিক চিকিৎসক হিসেবে বরিসকে নিয়োগ করা হয়। ওই হাসপাতালে তাঁর কাজ ছিল মানুষকে মদ খাওয়া বা ধূমপান করার সমস্যা এবং ব্যায়ামের উপকারিতা সম্পর্কে বোঝানো ও সে ব্যাপারে উৎসাহিত করা। কিন্তু ডিগ্রির সার্টিফিকেট পরীক্ষা করার পরেই তাঁকে বরখাস্ত করে হাসপাতাল কর্তৃপক্ষ। একইসঙ্গে গার্লোভার মত, বরিসকে চিকিৎসকের তত্ত্বাবধানেই রাখা উচিত ছিল!
advertisement
বাংলা খবর/ খবর/বিদেশ/
বাস্তবে ড্রাকুলা ! সহপাঠীকে খুন করে অবলীলায় তার রক্তে চুমুক দিলেন যুবক
Next Article
advertisement
Weekly Horoscope: সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ নিয়ে কী জানাচ্ছেন জ্যোতিষী চিরাগ দারুওয়ালা
সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর – ৫ অক্টোবর, ২০২৫: দেখে নিন এই সপ্তাহ কেমন যাবে
  • সাপ্তাহিক রাশিফল ২৯ সেপ্টেম্বর, ২০২৫ – ৫ অক্টোবর, ২০২৫

  • এই সপ্তাহটা কেমন যাবে আপনার?

  • দেখে নিন রাশি মিলিয়ে, জানাচ্ছেন চিরাগ দারুওয়ালা

VIEW MORE
advertisement
advertisement