#ইসলামাবাদ: আন্তর্জাতিক চাপের মুখে পড়ে, অবশেষে, পুলওয়ামা হামলার পাঁচ দিনের মাথায় বিবৃতি দিলেন পাক প্রধানমন্ত্রী ইমরান খান। চিরাচরিতভাবেই জইশ জঙ্গিদের পাক মদতের কথা অস্বীকার করেছেন তিনি। বদলে, রিভার্স সুইংয়ে চমক দেওয়ার চেষ্টা করেছেন। ভারত প্রমাণ দিলে, ব্যবস্থা নেওয়ার বার্তা দিয়েছেন পাক প্রধানমন্ত্রী। কিন্তু, যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে প্রত্যাঘাতের হুঁশিয়ারিও দিয়েছেন। ইমরানের বক্তব্য নিয়ে সরাসরি কোনও প্রতিক্রিয়া দেয়নি নয়াদিল্লি।
ইমরান জানিয়েছেন, ‘‘ কোনও তদন্ত ছাড়াই পাকিস্তানকে দোষারোপ করা হচ্ছে ৷ ভারতে হামলা করে পাকিস্তানের কী লাভ ? সন্ত্রাস হামলার সবচেয়ে বড় শিকার পাকিস্তান নিজেই ৷ সন্ত্রাস হামলায় ৭০ হাজারের বেশি পাকিস্তানি নাগরিক মারা গিয়েছেন ৷ হামলার যথাযথ তদন্ত করুক ভারত ৷ তদন্তে পূর্ণ সাহায্য করবে পাকিস্তান ৷ কোনও প্রমাণ থাকলে দিক ভারত ৷ প্রমাণ দিলে ব্যবস্থা নেবে পাকিস্তান ৷ এটা আমি কথা দিলাম ৷ ভারতের সঙ্গে আলোচনা করার কথা উঠলেই প্রথমে ভারত সন্ত্রাস নিয়ে প্রশ্ন তোলে ৷ আমরা সন্ত্রাস নিয়েও আলোচনায় রাজি ৷ আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান সম্ভব ৷ ভারত আমাদের উপর হামলা করলে পাল্টা জবাব পাকিস্তানও দেবে ৷ কাশ্মীর নিয়ে আলোচনা চাই ৷ কেন কাশ্মীরি যুবকরা পথভ্রষ্ট ? তাঁদের মনোভাব বুঝতে হবে ৷ ’’
Statement of Prime Minister Imran Khan regarding #Pulwama incident. (Part-1)@ImranKhanPTI pic.twitter.com/4juoZ9sU8v
— Govt of Pakistan (@pid_gov) February 19, 2019
ইমরান খান এদিন আরও বলেন, ‘‘ আমরা যখনই কাশ্মীরের বিতর্কিত বিষয়গুলো নিয়ে কথা বলতে যাই, তখনই ভারত এ অঞ্চলে সন্ত্রাসবিরোধী পদক্ষেপ নেওয়ার কথা বলে। এতে আমাদের কোনও লাভ নেই যে, কেউ এখান থেকে গিয়ে অন্য কোথাও সন্ত্রাসী কাজকর্ম চালিয়ে আসবে, বা অন্য কোনও জায়গা থেকে এসে এখানে সন্ত্রাস চালাবে।’’
Pakistan PM Imran Khan's statement on #Pulwama terrorist attack: My statement is for the Indian government. You (Indian govt) have blamed the Pakistan government without any evidence. (file pic) pic.twitter.com/yOVFFamT28
— ANI (@ANI) February 19, 2019
ইমরান খানের মতে, ‘‘ ভারতের বোঝা উচিৎ, বিতর্কিত এই ইস্যুটির জবাব কেবল কাশ্মীরে সামরিক হামলা চালানোর মধ্যেই সীমাবদ্ধ নেই। বরং ভারতের উচিৎ তাদের নীতিগুলো পর্যালোচনা করা।’’
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।
Tags: Imran Khan, Pulwama Terror Attack, ইমরান খান