লাহোরে বোমা বিস্ফোরণ ! অল্পের জন্য প্রাণে বাঁচল হাফিজ পুত্র
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
#নয়াদিল্লি: অল্পের জন্য প্রাণে বাঁচলেন লস্কর-ই-তৈবা প্রধান হাফিজ মহম্মদ সঈদের ছেলে তালহা সঈদ ৷ শনিবার লাহোরে বিস্ফোরণে একজনের মৃত্যু হয় ৷ ওই হামলায় বেঁচে যান হাফিজ পুত্র ৷ পাকিস্তানের সংবাদসংস্থা সূত্রে খবর, বেশ কয়েকজন লস্কর সমর্থক ওই ঘটনায় আহত হয়েছে ৷
লাহোরের মহম্মদ আলি রোডে মসজিদ আলি-ও-মুর্তাজায় একটি ধর্মীয় সমাবেশ ছিল শনিবার ৷ একটি Rally চলাকালীন সেখানে বোমা বিস্ফোরণ হয় ৷ প্রথমে গ্যাস সিলিন্ডার ফেটেছে বলে মনে করা হলেও পরবর্তীকালে তা বোমা বিস্ফোরণ বলেই জানিয়েছে পুলিশ ৷ বিস্ফোরণে মৃত যুবকের নাম হাফিজ মাহমুদ ৷ তাঁর বয়স ২২ বলে জানিয়েছে পুলিশ ৷ ঘটনায় চার জন গুরুতর আহত ৷ তাদের অবস্থা আশঙ্কাজনক বলে জানিয়েছেন চিকিৎসকরা ৷ পাকিস্তানের অভিযোগ, এই হামলার পিছনে ভারতের গোয়েন্দা সংস্থা RAW-র হাত রয়েছে ৷ ভারতের তরফে অবশ্য সেই অভিযোগ খারিজ করা হয়েছে ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
December 10, 2019 11:11 AM IST