corona virus btn
corona virus btn
Loading

প্রেমিকের শরীরের অংশের স্পর্শ পেতেই শুক্রাণু ভর্তি লকেট প্রেমিকার গলায়, তোলপাড় সোশ্যাল মিডিয়া

প্রেমিকের শরীরের অংশের স্পর্শ পেতেই  শুক্রাণু ভর্তি লকেট প্রেমিকার গলায়, তোলপাড় সোশ্যাল মিডিয়া
ছবি সৌজন্যে ট্যুইটার ৷

গর্বিত প্রেমিকা ! প্রেমিকের শুক্রাণু ভর্তি শিশির লকেট পরে

  • Share this:

#টেক্সাস: প্রেম জীবনের চরম ও পরম অনুভূতি এই প্রেমেরই হাত ধরে বহু মানুষের জীবনের এক এক রকমের পরিণতি দেখা দেয় ৷ ভালবাসা খানিকটা রেলগাড়ির ইঞ্জিনের মত ৷ রেল ইঞ্জিন যেমন ট্রেনের কামরাকে সামনের দিকে টান ঠিক তেমনই পিছনের দিকে টানে ৷ ভালবাসা মানুষকে যেমন মহান করে ঠিক তেমনই ভালবাসা জীবনের সারাংশ্য বদলে দেয় ৷

sperm 1

প্রেমিকের শুক্রাণু ভরা লকেটের ছবি অগাস্ট মাসে ট্যুইটারে পেস্ট করেছেন প্রেমিকা @cuntyspice এই অ্যাকাউন্ট থেকে ৷ প্রেমিকের শরীরের অংশ সব সময়েই যাতে তাঁর শরীরকে ছুঁয়ে থাকে সেই কারণেই প্রেমিকের শুক্রাণু বন্দি শিশি গলায় পরেছেন প্রেমিকা ৷

তবে এই ঘটনা নিয়ে নেটা দুনিয়ায় তোলপাড় হয়েছে ৷ টেক্সাসের যুবতীর কাণ্ডে তোলপাড় হয়েছে ৷ প্রতিবেশীরা এই নিয়ে নানান বিদ্রুপ করেছেন ৷ সমালোচনার ঝড় উঠলেও প্রেমিকের প্রতি প্রেমিকার ভালবাসার নিদর্শন দেখা গিয়েছে ৷ তবে প্রেমিকের শুক্রাণুর লকেট পরে অত্যন্ত খুশি প্রেমিকা ৷

First published: September 21, 2019, 2:09 PM IST
পুরো খবর পড়ুন
अगली ख़बर