'লাদেন, হাক্কানিরা তো পাকিস্তানের হিরো,' মুশারফের সাক্ষাত্কার ভিডিও ভাইরাল
Last Updated:
একই সঙ্গে মুশরফ ওই সাক্ষাত্কারে স্বীকার করছেন, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুজাহিদিন সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পাকিস্তানেই৷
#ইসলামাবাদ: পাকিস্তানের জঙ্গি-প্রেমের ফের প্রমাণ মিলল দেশের প্রাক্তন প্রেসিডেন্ট ও সেনাপ্রধান পারভেজ মুশারফের সাক্ষাত্কারের ভাইরাল হওয়া একটি ভিডিও৷ সেই ভিডিও-তে দেখা যাচ্ছে, পারভেজ মুশারফ বলছেন, ওসামা বিন লাদেন, জালালুদ্দিন হাক্কানিরা 'পাকিস্তানের হিরো' ছিল৷
Gen Musharraf blurts that militants were nurtured and touted as 'heroes' to fight in Kashmir. If it resulted in destruction of two generations of Pashtuns it didn't matter. Is it wrong to demand Truth Commission to find who devised self serving policies that destroyed Pashtuns? https://t.co/5Q2LOvl3yb
— Farhatullah Babar (@FarhatullahB) November 13, 2019
advertisement
advertisement
একই সঙ্গে মুশরফ ওই সাক্ষাত্কারে স্বীকার করছেন, জম্মু-কাশ্মীরে ভারতীয় সেনাবাহিনীর বিরুদ্ধে লড়াইয়ের জন্য মুজাহিদিন সদস্যদের প্রশিক্ষণ দেওয়া হয়েছিল পাকিস্তানেই৷ মুশারফ বলছেন, 'যে সব কাশ্মীরিরা পাকিস্তানে আসেন, তাঁদের এখানে হিরোর সম্মান দেওয়া হয়৷ আমরা ওঁদের প্রশিক্ষণ দিয়েছি, সমর্থন জানিয়েছি৷ আমরা ওঁদের মুজাহিদিন আখ্যা দিয়েছি, যাঁরা ভারতীয় সেনার বিরুদ্ধে লড়েন৷ এই সময়কালটায় লস্কর ই তৈবা-র মতো বেশ কিছু সংগঠনের উত্থান হয়৷ ওঁরা আমাদের কাছে হিরো৷ কারণ ওঁরা জেহাদি৷'
advertisement
পাকিস্তানের রাজনীতিবিদ ফরহাতুল্লা বাবর ট্যুইটারে মুশারফের ভিডিওটি শেয়ার করতেই ভাইরাল হয়ে গিয়েছে৷ পাকিস্তানের প্রাক্তন সেনাশাসকের কথায়, '১৯৭৯ সালে, আমরা আফগানিস্তানে ধর্মীয় যোদ্ধাদের তৈরি করি পাকিস্তানের স্বার্থে এবং সোভিয়েতদের তাড়ানোর জন্য৷ আমরা গোটা বিশ্ব থেকে মুজাহিদিনদের নিয়ে আসি, প্রশিক্ষণ দিই, অস্ত্র সরবরাহ করি৷ তালিবানদের ট্রেনিং দিয়েছি৷ ওঁরা আমাদের কাছে হিরো ছিলেন৷ হক্কানি আমাদের হিরো ছিলেন৷ ওসামা বিন লাদেন আমাদের হিরো ছিলেন৷ আয়মান আল জাওয়াহিরি আমাদের হিরো ছিলেন৷ তারপর বিশ্বের পটপরিবর্তন হল৷ বিশ্ব এই বিষয়গুলিকে অন্য ভাবে দেখতে লাগল৷ আমাদের হিরোরা অচিরেই ভিলেন হয়ে গেলেন৷'
advertisement
২০১৬ সালের মার্চ থেকে দুবাইয়ে বসবাস করছেন ৭৬ বছর বয়সি অবসরপ্রাপ্ত সেনাপ্রধান পারভেজ মুশারফ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 14, 2019 2:31 PM IST