প্রচন্ডের নেতৃত্বে নেপাল কমিউনিস্ট পার্টির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার প্রধানমন্ত্রী কে পি শর্মা ওলিকে
- Published by:Rohan Chowdhury
- news18 bangla
Last Updated:
পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড নেতৃত্বাধীন দলটি ওলিকে এনসিপির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছে। হিমালায়ন টাইমসের খবরে দাবি করা হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী ওলিকে তাঁর গৃহীত পদক্ষেপের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছিল এনসিপি।
#কাঠমান্ডু: ওলি বনাম প্রচণ্ড'কে কেন্দ্র করে গত কয়েকমাস ধরেই টালমাটাল অবস্থা নেপালে। দলের বিরুদ্ধে চক্রান্ত হচ্ছে, ঠিক করে কাজ করতে দেওয়া হচ্ছে না, ইত্যাদি অভিযোগ হেনে সংসদ ভবন ভেঙে দেন ওলি। নতুন করে জনমত নেওয়া হবে জানান তিনি। জানিয়ে দেওয়া হয় দু'দফায় নির্বাচন হবে দেশে। প্রচন্ডকে এক ঘরে করবেন বলে কেন্দ্রীয় কমিটিতে নিজের পছন্দের লোক ঢোকাতে শুরু করেন ওলি। এবার পুষ্প কমল দাহাল ওরফে প্রচন্ড নেতৃত্বাধীন দলটি ওলিকে এনসিপির সাধারণ সদস্য পদ থেকে বহিষ্কার করেছে। হিমালায়ন টাইমসের খবরে দাবি করা হয়েছে সম্প্রতি প্রধানমন্ত্রী ওলিকে তাঁর গৃহীত পদক্ষেপের বিষয়ে ব্যাখ্যা দিতে বলেছিল এনসিপি।
The Prachanda-Nepal faction of the Nepal Communist Party has expelled hill nation's Prime Minister KP Sharma Oli from the ruling party as a part of disciplinary action against him.https://t.co/YOHiU3QLF5
— News18 (@CNNnews18) January 24, 2021
advertisement
কিন্তু সেই ব্যাখ্যা যুক্তিসঙ্গত না হওয়ায় এই পদক্ষেপ নেওয়া হয়েছে। সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে প্রচন্ড এবং মাধব কুমার নেপালের নেতৃত্বে হওয়া বৈঠকে। দিন চারেক আগে প্রচন্ড নেতৃত্বাধীন দলটি বালুওয়াতারে প্রধানমন্ত্রীর বাসভবনে একটি চিঠি দিয়ে এসেছিল। এর আগে প্রচন্ডের নেতৃত্বে ভেঙে বেরিয়ে আসা ওই দল চেয়ারপারসন পদ থেকে সরিয়ে দিয়েছিল ওলিকে। তাঁর বিরুদ্ধে দলীয় সংস্কৃতি এবং আইন ভাঙার অভিযোগ আনা হয়েছিল।
advertisement
অতীতে ওলি ঠিক করেছিলেন কেন্দ্রীয় কমিটির সদস্য সংখ্যা বাড়িয়ে ১১৯৯ করা হবে। এই সিদ্ধান্ত নেওয়ার অন্যতম কারণ ছিল ওই কমিটির অধিকাংশ সদস্যই ওলির পক্ষে। ওই সিদ্ধান্ত গৃহীত হলে কেন্দ্রীয় কমিটিতে ব্যাকফুটে চলে যেত প্রচন্ড শিবির। কিন্তু নির্বাচন বা সমাবেশ ছাড়া এই প্রক্রিয়া কতটা আইনি তাই নিয়ে দ্বিমত ছিল পার্টির ভেতরেই। যাই হোক, নেপালে প্রচন্ড শীতে গনগনে উত্তাপের আঁচ ছড়াচ্ছে ওলি বনাম প্রচন্ড লড়াই।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
January 24, 2021 10:31 PM IST