Safest city in the World: বারবার প্রশ্নের মুখে মহিলাদের নিরাপত্তা! জানেন বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
- Published by:Ratnadeep Ray
- news18 bangla
Last Updated:
Safest city in the world: ভারতের বিভিন্ন শহরেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানেন কি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
নয়াদিল্লি: দেশ জুড়ে নানা সময়ে প্রশ্নের মুখে পড়েছে মহিলাদের নিরাপত্তা। আরজি কর কাণ্ডের জেরে দেশের বিভিন্ন জায়গায় হয়েছে প্রতিবাদ। ধর্ষণ বা নারী নির্যাতনের মতো ঘটনা যে এই প্রতিবাদের ফলে কমেছে, তা বলা যাবে না। ভারতের বিভিন্ন শহরেই মহিলাদের নিরাপত্তা নিয়ে প্রশ্ন উঠেছে। জানেন কি বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর কোনটি?
ক্রাইম অ্যান্ড সেফটি ইনডেক্স অনুযায়ী বিশ্বের সবচেয়ে নিরাপদ শহর হল সংযুক্ত আরব আমিরশাহির রাজধানী আবু ধাবি। ইকোনমিস্ট ইন্টেলিজ্যান্স ইউনিটের গ্লোবাল লিভ্যাবিলিটি ইনডেক্স অনুযায়ী আবু ধাবি শুধু নিরাপদতম শহরই নয়, পশ্চিম এশিয়া এবং আফ্রিকার সবচেয়ে বাসযোগ্য শহর। এই সংস্থার তথ্য অনুযায়ী নিরাপত্তার জন্য আবু ধাবি পেয়েছে ৮৮.২, অপরাধের জন্য এই শহর পেয়েছে মাত্র ১১.৮।
advertisement
advertisement
এই শহরে অপরাধের হার এমনি অনেক কম তাই বহু মানুষ ঘোরার জন্য এই শহরকে বেছে নেন এছাড়াও কর্মসূত্র অনেকে এই শহরে থাকেন। অনেকেই মরুভূমিতে ঘুরতে ভালবাসেন। মরুভূমির প্রাকৃতিক দৃশ্যই শুধু নয়, চোখ ধাঁধাঁনো ইমারত-সহ পর্যটকদের জন্য যেন সৌন্দর্যের ডালি নিয়ে অপেক্ষা করছে আবু ধাবি। তাই সংযুক্ত আরব আমিরশাহি ঘুরতে গেলে কেউই আবু ধাবি মিস করেন না, আর যাঁরা যাননি, তাঁরাও এই শহর ঘোরার স্বপ্ন দেখেন।
Location :
Kolkata,West Bengal
First Published :
August 24, 2024 10:12 PM IST