Kim Jong Un| সে দিন ওটা আসল কিম জং উন ছিলেন না? চাঞ্চল্যকর ছবি ঘিরে জল্পনা

Last Updated:

একনায়ক রাষ্ট্রনেতাদের একই রকম দেখতে একাধিক লোক থাকার ঘটনা নতুন নয়৷ জার্মানির শাসক অ্যাডল্ফ হিটলারের ছিল৷ ইরাকের শাসক সাদ্দাম হুসেনেরও বডি ডাবল ছিল একাধিক৷

#পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন-এর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা৷ মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করল কিমের অবস্থা আশঙ্কাজনক৷ দক্ষিণ কোরিয়া দাবি করল, কিমের সার্জারি চলছে৷ তবে অবস্থা ভালো নয়৷ কোনও কোনও সংবাদমাধ্যম তো জানিয়েই দিল, কিম আর বেঁচে নেই৷ এ হেন বিশ্বজোড়া জল্পনার আবহেই সর্বসমক্ষে এসে কিম দেখালেন, তিনি বেঁচে আছেন৷ এবং ভালোই আছেন৷ কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন একটা খটকা থেকে যাচ্ছে৷ তা হল কিমের ছবি৷
advertisement
advertisement
প্রায় একমাস মতো কিম রহস্যজনক ভাবে উধাও হয়ে যান৷ কয়েক দিন আগে দেখা যায়, তিনি একটি সার কারখানা উদ্বোধন করছেন৷ এপ্রিলের শুরুতে শেষবার দেখা গিয়েছিল কিমকে৷ তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায়৷ এর পরে ২ মে কিমকে ফের দেখা যায় প্রকাশ্যে৷ বেশ ঝরঝরে লাগছিল৷
advertisement
এরপরেও নেটিজেনরা বিশ্বাস করতে রাজি নন, ২ মে যাঁকে দেখা গেল, তিনি আসল কিম জং উন৷ কিম জং উনের সেদিনের ছবি ও  পুরনো ছবি পোস্ট করেছেন একাধিক ট্যুইটার ইউজার৷ তাতে দেখা যাচ্ছে, ২ মে-তে দেখা কিম জং উনের সঙ্গে আগের কিম জং উনের মুখের বিশেষ মিল নেই৷
একনায়ক রাষ্ট্রনেতাদের একই রকম দেখতে একাধিক লোক থাকার ঘটনা নতুন নয়৷ জার্মানির শাসক অ্যাডল্ফ হিটলারের ছিল৷ ইরাকের শাসক সাদ্দাম হুসেনেরও বডি ডাবল ছিল একাধিক৷ নিরাপত্তার স্বার্থে তাঁরা একই রকম দেখতে আরেকজন এগিয়ে দিতেন মাঝেমধ্যেই৷ বোঝার জো থাকত না৷
advertisement
২ মে কিম জং উনের যে ছবি তাতে সবচেয়ে বেশি সন্দেহজনক দাঁত ও চোখ৷ আগের কিম জং উনের সঙ্গে যেন কোথাও একটা অমিল৷ হাসিতেও৷ ব্রিটিশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য লুইস মেনস তো বলেই দিলেন, কয়েক বছর আগের কিম জং উনের যে ছবি দেখা গিয়েছে, তার সঙ্গে এই ছবির অনেক পার্থক্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kim Jong Un| সে দিন ওটা আসল কিম জং উন ছিলেন না? চাঞ্চল্যকর ছবি ঘিরে জল্পনা
Next Article
advertisement
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, হেভি মেটাল ড্রামার! ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী ইনিই, চিন-বিরোধী, ইতিহাস গড়লেন ‘জাপানের থ্যাচার’
  • সানায়ে তাকাইচি জাপানের প্রথম মহিলা প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিত হলেন, ইতিহাস গড়লেন.

  • তাকাইচি থ্যাচারের অনুপ্রেরণায় এলডিপি সভাপতি ও সংসদে সংখ্যাগরিষ্ঠতা পেয়ে প্রধানমন্ত্রী হলেন.

  • তাকাইচি একজন হেভি মেটাল ড্রামার, কলেজ জীবনে ব্যান্ডে ড্রাম বাজাতেন, প্রিয় ব্যান্ড Iron Maiden.

VIEW MORE
advertisement
advertisement