Kim Jong Un| সে দিন ওটা আসল কিম জং উন ছিলেন না? চাঞ্চল্যকর ছবি ঘিরে জল্পনা
- Published by:Arindam Gupta
- news18 bangla
Last Updated:
একনায়ক রাষ্ট্রনেতাদের একই রকম দেখতে একাধিক লোক থাকার ঘটনা নতুন নয়৷ জার্মানির শাসক অ্যাডল্ফ হিটলারের ছিল৷ ইরাকের শাসক সাদ্দাম হুসেনেরও বডি ডাবল ছিল একাধিক৷
#পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন-এর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা৷ মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করল কিমের অবস্থা আশঙ্কাজনক৷ দক্ষিণ কোরিয়া দাবি করল, কিমের সার্জারি চলছে৷ তবে অবস্থা ভালো নয়৷ কোনও কোনও সংবাদমাধ্যম তো জানিয়েই দিল, কিম আর বেঁচে নেই৷ এ হেন বিশ্বজোড়া জল্পনার আবহেই সর্বসমক্ষে এসে কিম দেখালেন, তিনি বেঁচে আছেন৷ এবং ভালোই আছেন৷ কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন একটা খটকা থেকে যাচ্ছে৷ তা হল কিমের ছবি৷
It’s not the same person. But not going to argue it. Hairy moment when I thought my information was wrong. It wasn’t wrong though.
Not sure whether it suits us to go along with it or not, but these two are not the same. pic.twitter.com/rV3qgK281p — Louise Mensch (@LouiseMensch) May 2, 2020
advertisement
advertisement
প্রায় একমাস মতো কিম রহস্যজনক ভাবে উধাও হয়ে যান৷ কয়েক দিন আগে দেখা যায়, তিনি একটি সার কারখানা উদ্বোধন করছেন৷ এপ্রিলের শুরুতে শেষবার দেখা গিয়েছিল কিমকে৷ তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায়৷ এর পরে ২ মে কিমকে ফের দেখা যায় প্রকাশ্যে৷ বেশ ঝরঝরে লাগছিল৷
Is the Kim Jong-un appearing on May 1 the real one? 4 things to watch: 1. Teeth 2. Ears 3. Hair 4. Sister 金正恩露面被疑替身 網友提出4個理由. 1. 牙齒明顯不同 2 耳朵形狀不同 3 神情和頭髮 4 妹妹年輕了十歲 pic.twitter.com/ngKIyNtPpT
— Jennifer Zeng 曾錚 (@jenniferatntd) May 2, 2020
advertisement
এরপরেও নেটিজেনরা বিশ্বাস করতে রাজি নন, ২ মে যাঁকে দেখা গেল, তিনি আসল কিম জং উন৷ কিম জং উনের সেদিনের ছবি ও পুরনো ছবি পোস্ট করেছেন একাধিক ট্যুইটার ইউজার৷ তাতে দেখা যাচ্ছে, ২ মে-তে দেখা কিম জং উনের সঙ্গে আগের কিম জং উনের মুখের বিশেষ মিল নেই৷
একনায়ক রাষ্ট্রনেতাদের একই রকম দেখতে একাধিক লোক থাকার ঘটনা নতুন নয়৷ জার্মানির শাসক অ্যাডল্ফ হিটলারের ছিল৷ ইরাকের শাসক সাদ্দাম হুসেনেরও বডি ডাবল ছিল একাধিক৷ নিরাপত্তার স্বার্থে তাঁরা একই রকম দেখতে আরেকজন এগিয়ে দিতেন মাঝেমধ্যেই৷ বোঝার জো থাকত না৷
advertisement
২ মে কিম জং উনের যে ছবি তাতে সবচেয়ে বেশি সন্দেহজনক দাঁত ও চোখ৷ আগের কিম জং উনের সঙ্গে যেন কোথাও একটা অমিল৷ হাসিতেও৷ ব্রিটিশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য লুইস মেনস তো বলেই দিলেন, কয়েক বছর আগের কিম জং উনের যে ছবি দেখা গিয়েছে, তার সঙ্গে এই ছবির অনেক পার্থক্য৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 06, 2020 5:19 PM IST