Kim Jong Un| সে দিন ওটা আসল কিম জং উন ছিলেন না? চাঞ্চল্যকর ছবি ঘিরে জল্পনা

Last Updated:

একনায়ক রাষ্ট্রনেতাদের একই রকম দেখতে একাধিক লোক থাকার ঘটনা নতুন নয়৷ জার্মানির শাসক অ্যাডল্ফ হিটলারের ছিল৷ ইরাকের শাসক সাদ্দাম হুসেনেরও বডি ডাবল ছিল একাধিক৷

#পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার একনায়ক শাসক কিম জং উন-এর শারীরিক অবস্থা নিয়ে নানা জল্পনা৷ মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করল কিমের অবস্থা আশঙ্কাজনক৷ দক্ষিণ কোরিয়া দাবি করল, কিমের সার্জারি চলছে৷ তবে অবস্থা ভালো নয়৷ কোনও কোনও সংবাদমাধ্যম তো জানিয়েই দিল, কিম আর বেঁচে নেই৷ এ হেন বিশ্বজোড়া জল্পনার আবহেই সর্বসমক্ষে এসে কিম দেখালেন, তিনি বেঁচে আছেন৷ এবং ভালোই আছেন৷ কিন্তু তা সত্ত্বেও কোথাও যেন একটা খটকা থেকে যাচ্ছে৷ তা হল কিমের ছবি৷
advertisement
advertisement
প্রায় একমাস মতো কিম রহস্যজনক ভাবে উধাও হয়ে যান৷ কয়েক দিন আগে দেখা যায়, তিনি একটি সার কারখানা উদ্বোধন করছেন৷ এপ্রিলের শুরুতে শেষবার দেখা গিয়েছিল কিমকে৷ তারপর তাঁর শারীরিক অবস্থার অবনতির খবর পাওয়া যায়৷ এর পরে ২ মে কিমকে ফের দেখা যায় প্রকাশ্যে৷ বেশ ঝরঝরে লাগছিল৷
advertisement
এরপরেও নেটিজেনরা বিশ্বাস করতে রাজি নন, ২ মে যাঁকে দেখা গেল, তিনি আসল কিম জং উন৷ কিম জং উনের সেদিনের ছবি ও  পুরনো ছবি পোস্ট করেছেন একাধিক ট্যুইটার ইউজার৷ তাতে দেখা যাচ্ছে, ২ মে-তে দেখা কিম জং উনের সঙ্গে আগের কিম জং উনের মুখের বিশেষ মিল নেই৷
একনায়ক রাষ্ট্রনেতাদের একই রকম দেখতে একাধিক লোক থাকার ঘটনা নতুন নয়৷ জার্মানির শাসক অ্যাডল্ফ হিটলারের ছিল৷ ইরাকের শাসক সাদ্দাম হুসেনেরও বডি ডাবল ছিল একাধিক৷ নিরাপত্তার স্বার্থে তাঁরা একই রকম দেখতে আরেকজন এগিয়ে দিতেন মাঝেমধ্যেই৷ বোঝার জো থাকত না৷
advertisement
২ মে কিম জং উনের যে ছবি তাতে সবচেয়ে বেশি সন্দেহজনক দাঁত ও চোখ৷ আগের কিম জং উনের সঙ্গে যেন কোথাও একটা অমিল৷ হাসিতেও৷ ব্রিটিশ পার্লামেন্টের প্রাক্তন সদস্য লুইস মেনস তো বলেই দিলেন, কয়েক বছর আগের কিম জং উনের যে ছবি দেখা গিয়েছে, তার সঙ্গে এই ছবির অনেক পার্থক্য৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kim Jong Un| সে দিন ওটা আসল কিম জং উন ছিলেন না? চাঞ্চল্যকর ছবি ঘিরে জল্পনা
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement