Kim Jong-un: নির্বিচারে মারা হবে বিড়াল, পায়রা! কিমের নিষ্ঠুর আদেশ উত্তর কোরিয়ায়

Last Updated:

কিম দাবি করেছেন, সীমান্ত পেরিয়ে চিন থেকে করোনা আমদানি করছে বিড়াল ও পায়রা।

#নাম্পো: উত্তর কোরিয়ায় তিনি যেটা বলবেন সেটাই শেষ কথা। তাঁর অনুমতি ছাড়া সেখানে পাখিও ডানা ঝাপটাতে পারে না। তাঁর দাপটে সেখানে এক ঘাটে জল খায় বাঘ আর গরু। আর নিজের এই ক্ষমতা তারিয়ে উপভোগ করেন কিং জং উন। ঔদ্ধত্যপূর্ণ আচরণ থেকে শুরু করে বিদেশী শক্তিকে হুমকি, কোনও কিছুই বাদ দেন না। তবে এবার যেটা করলেন তা নিষ্ঠুর বললেও হয়তো কম বলা হবে। অদ্ভুত এক আদেশ জারি করেছেন তিনি। দেশের সেনাকে নির্দেশ দিয়েছেন, সীমান্তের ওপার থেকে আসা সমস্ত বিড়াল ও পায়রা খতম করে দিতে হবে। তাঁর ধারণা, ওই দুটি নিরীহ পশু ও পাখি উত্তর কোরিয়ায় করোনাভাইরাস ছড়াচ্ছে। কিম দাবি করেছেন, সীমান্ত পেরিয়ে চিন থেকে করোনা আমদানি করছে বিড়াল ও পায়রা।
উত্তর কোরিয়ার একটি প্রথম সারির দৈনিক জানিয়েছে, তাদের দেশে করোনাভাইরাসের প্রকোপ কীভাবে ছড়াল তা খতিয়ে দেখতে নেমেছিল সেখানকার প্রশাসন। আর সেই তদন্তের রিপোর্টে পথে ঘুরে বেড়ানো বিড়ালদের দায়ী করা হয়েছে। চীনের সীমান্ত টপকে কোনও পাখি বা পশু যদি উত্তর কোরিয়ায় ঢুকতে চায়, তা হলে সেটিকে যেন গুলি করে মেরে ফেলা হয়! এমনই নির্দেশ জারি করেছেন কিম। এমনটাও জানা যাচ্ছে, একটি পরিবার তাঁদের বাড়িতে বিড়াল পুষে রাখার জন্য ইতিমধ্যে প্রশাসনের রোষের মুখে পড়েছে। সেই পরিবারকে শাস্তি দেওয়া হয়েছে। আবার কুড়ি দিন আইসোলেশনে রেখে দেওয়া হয়েছিল। উত্তর কোরিয়ার প্রশাসন স্থানীয়দের ওপর পশু-পাখি মারার জন্য চাপ দিচ্ছে বলেও জানিয়েছে ওই দৈনিক।
advertisement
সেই রিপোর্টে আরো বলা হয়েছে, কিম জং-এর এমন আদেশে ক্ষুব্ধ তাঁর দেশের জনগণের একাংশ। এমনিতেই অত্যধিক পরিমাণে করোনা ভ্যাকসিন মজুত করে রাখার জন্য উত্তর কোরিয়া সমালোচনার মুখে পড়েছে। বিশ্বের বহু দেশ করোনার ভ্যাকসিন পাচ্ছে না। চাইলেই তাদের দিকে সাহায্যের হাত বাড়িয়ে দিতে পারে উত্তর কোরিয়া। কিন্তু কিম জং তেমনটা করতে চান না। তিনি প্রচুর কোভিড ভ্যাকসিন মজুত করে রেখেছেন। এই ব্যাপারে বিশ্ব স্বাস্থ্য সংস্থার কাছে অভিযোগ দায়ের করেছে একাধিক দেশ। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বরাবরই বলে এসেছে, যে কোনও দেশের মানুষের মধ্যে ভ্যাকসিন বিলিয়ে দেওয়া আসলে মানবতার স্বার্থেই। করোনাকে নির্মূল করতে না পারলে বিপদ বাড়বে। গোটা দুনিয়ায় আলাদা করে কোনও দেশ রেহাই পাবে না মারণ ভাইরাসের প্রকোপ থেকে।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Kim Jong-un: নির্বিচারে মারা হবে বিড়াল, পায়রা! কিমের নিষ্ঠুর আদেশ উত্তর কোরিয়ায়
Next Article
advertisement
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব, নস্যাৎ করলেন প্রশান্ত কিশোর
'কেন Gen Z তাঁর কথা শুনবে...?' বিহারের যুবসমাজের উপর রাহুলের প্রভাব নস্যাৎ করলেন পিকে
  • 'যখন বিহারের মানুষই রাহুল গান্ধির কথা শুনছেন না, তখন Gen Z -রা কেন তার কথা শুনবেন?' বিহার নির্বাচনী আবহে রবিবার লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধিকে তীব্র আক্রমণ করলেন প্রশান্ত কিশোর

VIEW MORE
advertisement
advertisement