বোনের হাতে গিয়েছে ক্ষমতা, কোমায় চলে গিয়েছেন কিম-জং-উন! দাবি দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের

Last Updated:

তাঁর বোন কিম য়ো জং-এর হাতে শাসন ক্ষমতা তুলে দেন কিম জং৷ তারপর থেকে মনে করা হতে থাকে যে কিমের শরীর খুবই খারাপ এবং মৃত্যুর তাঁর আশঙ্কা থেকেই এভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে উত্তর কোরিয়ায়৷

#পিয়ংইয়ং: উত্তর কোরিয়ার শাসক কিম জং উন কোমায়৷ এমনই জানালেন দক্ষিণ কোরিয়ার প্রাক্তন শাসক কিম দায় জাং-এর এক সহচর৷ বিশ্বের সব থেকে বেশি ক্ষতিশালী শাসক এবং উত্তর কোরিয়ার একনায়ক কিম জং-এর শারীরিক অবস্থা নিয়ে কিছু দিন আগেই জল্পনা শুরু হয়েছিল৷ তাঁর বোন কিম য়ো জং-এর হাতে শাসন ক্ষমতা তুলে দেন কিম জং৷ তারপর থেকে মনে করা হতে থাকে যে কিমের শরীর খুবই খারাপ এবং মৃত্যুর তাঁর আশঙ্কা থেকেই এভাবে ক্ষমতা হস্তান্তর হয়েছে উত্তর কোরিয়ায়৷
সোশ্যাল মিডিয়ার একটি পোস্টে দক্ষিণ কোরিয়ার কূটনীতিক চ্যাং-সং-মিন জানান যে, অসুস্থ বা সেনা অভ্যুত্থানের ফলে সরে না গেলে উত্তর কোরিয়ার কোনও শাসকই নিজের ক্ষমতা বা গদি ছাড়েন না৷ এই তত্ত্বের থেকেই তিনি জোর দিয়ে বলেন যে কিম-জং খুবই অসুস্থ এবং শয্যাশায়ী৷ সে কারণে এভাবে বোনের হাতে দেশের শাসন ভার তুলে দিয়েছেন তিনি৷ নচেৎ কোনও পরিস্থিতিতেই তখত্ থেকে তিনি সরতেন না৷
advertisement
এমনকি গত কয়েক মাস ধরে যে সব কিমের ছবি প্রকাশিত হচ্ছে, তা জনগনের চোখে ধুলো দিতেই৷ কোনও ছবি আসল নয় বলে দাবি করেন চ্যাং-সং-মিন৷ আমার অনুমান, কিম কোমায় রয়েছেন, তবে তাঁর মৃত্যু হয়নি৷ এখনও পুরোপুরি উত্তরাধিকারের পর্ব চূড়ান্ত হয়নি৷ তাই কিম-য়ো-জংকে সামনে আনা হয়েছে কারণ শাসক শূন্যভাবে দেশ চলতে পারে না৷ তবে যেহেতু কিম কোমায়, মারা যাননি, তাই অন্য কাউকে পুরোপুরি দেশের শাসক বলে চিহ্নিত করা হয়নি৷ বলছেন চ্যাং৷
advertisement
advertisement
তবে উত্তর কোরিয়ার যে কোনও খবর, বিশেষ করে শাসন ব্যবস্থার খবরে গোপনীয়তা থাকে অতি মাত্রায়৷ ফলে আদৌ কিম-জং শারীরিক অবস্থা কেমন, তা সঠিকভাবে কারও পক্ষেই জানা সম্ভব হয়নি৷
অন্যদিকে উত্তর কোরিয়ার সংবাদমাধ্যমে জানানো হয়েছে যে সদ্য দেশের আর্থিক অবস্থা খতিয়ে দেখেছেন কিম-জং৷ করোনার ফলে উত্তর কোরিয়ার অর্থনীতিতে ধস নেমেছে৷ এমনকী দেশে খাবারের জোগানে কম পড়তে পারে, এই আশঙ্কায় পোষ্য কুকুরদের মাংস হিসেবে ব্যবহার করতে প্রশাসনের হাতে তুলে দিতে নির্দেশ দিয়েছেন তিনি৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
বোনের হাতে গিয়েছে ক্ষমতা, কোমায় চলে গিয়েছেন কিম-জং-উন! দাবি দক্ষিণ কোরিয়ার কূটনীতিকের
Next Article
advertisement
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
দুর্গাপুর স্টেশনে গেলে আর ফিরতে ইচ্ছে হবে না! ২৪ ঘণ্টা মিলবে পানীয় জল আর অফুরন্ত খাবার
  • দুর্গাপুর স্টেশনে ২৪ ঘণ্টা ভেন্ডিং মেশিনে স্বাস্থ্যকর খাবার ও পানীয় পাওয়া যাবে

  • UPI-দিয়ে সহজেই পেমেন্ট করা যাবে

  • দুর্গাপুর স্টেশন স্মার্ট, পরিষ্কার এবং যাত্রী-সহযোগী স্টেশন হয়ে উঠছে

VIEW MORE
advertisement
advertisement