Khaleda Zia: খালেদার শারীরিক অবস্থা কি আরও খারাপ? পিছিয়ে গেল লন্ডন নিয়ে যাওয়া! বাংলাদেশ আসছেন পুত্রবধূ

Last Updated:

Khaleda Zia: বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অপরিবর্তিত।''

অসুস্থ খালেদা জিয়া
অসুস্থ খালেদা জিয়া
ঢাকা: গুরুতর অসুস্থ বিএনপির চেয়ারপার্সন খালেদা জিয়াকে উন্নত চিকিৎসার জন্য বিদেশে নেওয়ার বিষয়ে কয়েক দিন ধরেই আলোচনা চলছিল। অবশেষে তাঁকে লন্ডনে নেওয়া হচ্ছে এবং সবকিছু ঠিক থাকলে আজ, শুক্রবার সেই যাত্রা হতে পারে। তবে অসুস্থ খালেদা জিয়াকে লন্ডনে নিয়ে যাওয়ার জন্য কাতারের আমিরের এয়ার অ্যাম্বুলেন্সে টেকনিক্যাল সমস্যা দেখা দেওয়ায় যাত্রা বিলম্বিত হতে পারে বলে জানা গিয়েছে
advertisement
বিএনপি-র মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর রাতে জানান, ‘ম্যাডামের (খালেদা জিয়া) শারীরিক অবস্থা অপরিবর্তিত। অর্থাৎ, আগে যা ছিল, সে অবস্থাতেই আছেন।’ তিনি বলেন, এয়ার অ্যাম্বুলেন্সে “টেকনিক্যাল সমস্যা”র কথা জানিয়েছে কাতার। তারা বিকল্প কিছু করার চিন্তা করছে। সেটা তারা আমাদের জানাবে। সে ক্ষেত্রে ভোরে যাত্রা হচ্ছে না, এটি দিনের যে কোনও সময়ে হতে পারে। তবে বিষয়টি কিছুটা অনিশ্চয়তায় পড়েছে।’
advertisement
advertisement
এদিকে চিকিৎসার জন্য শাশুড়িকে লন্ডনে নিতে বড় ছেলে তারেক রহমানের স্ত্রী জোবাইদা রহমান ঢাকায় আসছেন। বৃহস্পতিবার রাত ১২টা ২০ মিনিটে বাসসের এক প্রতিবেদনে বলা হয়, ব্রিটেনের স্থানীয় সময় সন্ধ্যা ৬টার পরে জুবাইদা রহমানের ফ্লাইট লন্ডন ছেড়েছে
advertisement
বিমান বাংলাদেশ এয়ারলাইনসের সরাসরি লন্ডন-ঢাকা ফ্লাইটটির শুক্রবার সকাল ৯টা ৪৫ মিনিটে ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে। তিনি শাশুড়ির সঙ্গে একই এয়ার অ্যাম্বুলেন্সে লন্ডনে ফিরতে পারেন। সে ক্ষেত্রে খালেদা জিয়াকে নিয়ে এয়ার অ্যাম্বুলেন্সের লন্ডন যাত্রা বিলম্বিত হতে পারে। সেটি সন্ধ্যা নাগাদ গড়াতে পারে বলে সিভিল এভিয়েশনখালেদা জিয়ার নিরাপত্তাসংশ্লিষ্ট সূত্রে জানা গেছে। তবে এগুলো নির্ভর করবে খালেদা জিয়ার সর্বশেষ শারীরিক অবস্থা এবং মেডিকেল বোর্ড ও সংশ্লিষ্ট বিশেষজ্ঞ চিকিৎসকদের মতামতের ওপর।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Khaleda Zia: খালেদার শারীরিক অবস্থা কি আরও খারাপ? পিছিয়ে গেল লন্ডন নিয়ে যাওয়া! বাংলাদেশ আসছেন পুত্রবধূ
Next Article
advertisement
West Bengal Weather Update: চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত রাজ্যে ? সপ্তাহান্তে উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে
চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত রাজ্যে ? সপ্তাহান্তে উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে
  • চলতি সপ্তাহেই জাঁকিয়ে শীত রাজ্যে ?

  • সপ্তাহান্তে উত্তর-পশ্চিমের বাতাসের দাপট বাড়বে

  • জেনে নিন আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement