Kate Middleton Fighting Cancer: কেট মিডলটন ক্যানসার আক্রান্ত, চলছে চিকিৎসা! অনুপস্থিতি ভেঙে যুবরানি জানালেন নিজেই
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
- Written by:Bangla Digital Desk
Last Updated:
Kate Middleton Fighting Cancer: কেট মিডলটন থেকে প্রিন্সেস ক্যাথরিন হওয়া ওয়েলসের যুবরানি শুক্রবার একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানেই তিনি এই খবর জানান৷ বলেন, প্রথম বার জানার পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন৷ কয়েক মাস তাঁদের কাছে ছিল অত্যন্ত কঠিন৷
লন্ডন : কিং চার্লস প্রস্টেট ক্যানসারে আক্রান্ত ধরা পড়ার পর ফের দুঃসংবাদ ব্রিটিশ রাজপরিবারে। এ বার প্রিন্সেস অব ওয়েলস জানালেন তিনিও প্রথম পর্যায়ের ক্যানসার চিকিৎসার মধ্যে দিয়ে যাচেছন৷ কেট মিডলটন থেকে প্রিন্সেস ক্যাথরিন হওয়া ওয়েলসের যুবরানি শুক্রবার একটি ভিডিও শেয়ার করেন৷ সেখানেই তিনি এই খবর জানান৷ বলেন, প্রথম বার জানার পর তিনি খুবই ভেঙে পড়েছিলেন৷ কয়েক মাস তাঁদের কাছে ছিল অত্যন্ত কঠিন৷
এই দুঃসময়েও সদর্থক বার্তা দিয়েছেন কেট৷ বলেছেন তিনি সুস্থ হচ্ছেন এবং প্রতিদিন মানসিকভাবে শক্ত হচ্ছেন৷ তাঁর ক্যানসার চিকিৎসার বিশদ বিবরণ এখনও প্রকাশিত হয়নি৷ তবে তিনি যে সুস্থ হয়ে উঠবেন সে বিষয়ে আত্মবিশ্বাসী কেনসিংটন প্যালেস৷
কেট জানান জানুয়ারিতে তাঁর পেটে অস্ত্রোপচার হয়৷ তখনও তাঁরা ক্যানসার নিয়ে জানতেন না৷ একাধিক পরীক্ষার পর তাঁর দেহে কর্কট রোগের অস্তিত্ব ধরা পড়ে৷ মেডিক্যাল টিমের পরামর্শে কেমোথেরাপি শুরু হয় কেটের৷ অন্যান্য ক্যানসার রোগীদের প্রতি কেটের বার্তা, ‘হাল ছেড়ো না৷ তোমরা একা নও৷’
advertisement
advertisement
advertisement
কেট তথা ক্যাথরিনের আরোগ্য কামনা করে বার্তা দেওয়া হয়েছে হোয়াইট হাউসের তরফে৷ প্রেস সচিব ক্যারেইন জন পিয়ের শুক্রবার সংবাদমাধ্যমকে বলেন, ‘‘আমরা সকলে এই ভয়ঙ্কর খবরটা শুনেছি৷ ডাচেজ অব কেম্ব্রিজ এবং তাঁর পরিবারের সঙ্গে আমাদের শুভকামনা রয়েছে৷’’
আরও পড়ুন : বাবার অকালমৃত্যুতে পড়াশোনায় ছেদ, সাইকেল সারাইয়ের মেকানিক আজ সফল আইএএস অফিসার
পাশাপাশি ব্রিটিশ প্রধানমন্ত্রী ঋষি সুনক জানিয়েছেন ব্রিটেনবাসীর ভালবাসা আছে প্রিন্সেসের পাশে৷ তাঁর বার্তায় সুনক বলেছেন, ‘‘সারা দেশের হয়ে আমি তাঁর সম্পূর্ণ এবং দ্রুত আরোগ্য কামনা করছি৷ তাঁকে আবার সুস্থ ও সক্রিয় অবস্থায় দেখার অপেক্ষায় আছি৷’’
advertisement
The Princess of Wales has the love and support of the whole country. pic.twitter.com/IFX51Wm5Q3
— Rishi Sunak (@RishiSunak) March 22, 2024
এর আগেই এক বিবৃতিতে জানানো হয়েছিল কেট তাঁর অফিশিয়াল ডিউটিতে ইস্টারের আগে ফিরছেন না৷ প্রিন্স জর্জ, প্রিন্সেস শার্লট এবং প্রিন্স লুইসের মা ৪২ বছর বয়সি কেটের দীর্ঘ অনুপস্থিতিতে সোশ্যাল মিডিয়ায় জল্পনা চলছিল৷ উঠে আসে কেটের স্বামী প্রিন্স উইলিয়ামের নতুন প্রেমের সম্ভাবনাও৷ এ বার তাঁর প্রকাশ্য অনুপস্থিতি ঘিরে নীরবতা ভাঙলেন কেট নিজেই৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
March 23, 2024 12:54 AM IST