#ওয়াশিংটন: মার্কিন যুক্তরাষ্ট্রের আড়াইশো বছরের নির্বাচনের ইতিহাসে এমনটা প্রথম ৷ রাষ্ট্রের সেকেন্ড ইন কম্যান্ড, জো বাইডেনের সঙ্গী, ভাইস প্রেসিডেন্ট কমলা হ্যারিস ৷ এক নয়, একসঙ্গে গড়লেন একাধিক নজির ৷ আমেরিকার ইতিহাসে এই প্রথম দেশ পেতে চলেছে এক মহিলা ভাইস প্রেসিডেন্ট, তাও আবার যিনি কৃষ্ণাঙ্গী ৷ শরীরে বইছে আধা ভারতীয়, আধা জামাইকান রক্ত ৷ দেশের সর্বোচ্চ শক্তিশালী মহিলা এখন তিনিই ৷
একসময়ের ক্যালিফোর্নিয়ার সাবেক সেনেটর আজকের ভাইস প্রেসিডেন্ট ৷ ৫৫ বছর বয়সেই বিরল কৃতিত্ব হ্যারিসের ৷ মার্কিন যুক্তরাষ্ট্রে ভাইস প্রেসিডেন্ট পদে এখনও পর্যন্ত মাত্র দুবার কোনও মহিলা প্রার্থী প্রতিদ্বন্দ্বিতায় নেমেছিলেন ৷ ২০০৮ সালে রিপাবলিকান পার্টির হয়ে সারা পলিন, ১৯৮৪ সালে ডেমোক্রেটিক পার্টির জেরালডিন ফেরারো। তবে শেষ পর্যন্ত জয়ের শিরোপা তাদের কারোর মাথাতেই ওঠেনি ৷
কমলা হ্যারিসের জন্ম ১৯৬৪ সালের ২০ অক্টোবর ক্যালিফোর্নিয়া রাজ্যের ওকল্যান্ডে। জামাইকান পিতা ডোনাল্ড জে হ্যারিস ও ভারতীয় বংশোদ্ভূত আমেরিকান মায়ের কন্যা কমলা নির্বাচনের প্রথম থেকেই ডেমোক্র্যাট প্রার্থীদের মধ্যে নজর কেড়েছিলেন ৷ বিপক্ষকে কড়া প্রশ্নে নাস্তানাবুদ করতে তাঁর জুড়ি নেই ৷ ২০১০ সালে তিনি ক্যালিফোর্নিয়ার অ্যাটর্নি জেনারেল ছিলেন ৷
চলতি প্রেসিডেন্ট ইলেকশনে রাষ্ট্রপতি পদপ্রার্থী হওয়ার দৌড়ে জো বাইডেনের প্রতিপক্ষ ছিলেন কমলা ৷ কিন্তু পরে অর্থনৈতিক কিছু কারণে সেই রেস থেকে সরে দাঁড়ান এবং জো বাইডেনের সঙ্গে কাঁধে কাঁধ মিলিয়ে ডেমোক্র্যাটদের জন্য জোরদার প্রচার করেন ৷ তবে ৭৭ বছর বয়সী বাইডেন এক মেয়াদের বেশি প্রেসিডেন্ট পদে থাকবেন না বলেই রাজনৈতিক বিশেষজ্ঞদের অনুমান ৷ সেক্ষেত্রে অদূর ভবিষ্যতে প্রথম মহিলা প্রেসিডেন্ট হিসেবে কমলা হ্যারিসকে পেতেই পারে আমেরিকা কারণ ২০২৪ সালে ডেমোক্র্যাট প্রেসিডেন্ট পদপ্রার্থী হিসেবে তাঁর সম্ভাবনাই সবথেকে উজ্জ্বল ৷
নিউজ১৮ বাংলায় সবার আগে পড়ুন ব্রেকিং নিউজ। থাকছে দৈনিক টাটকা খবর, খবরের লাইভ আপডেট। সবচেয়ে ভরসাযোগ্য বাংলা খবর পড়ুন নিউজ১৮ বাংলার ওয়েবসাইটে।