কাবুলে বিক্ষোভ মিছিলে জোড়া বিস্ফোরণ, নিহত ৬১
Last Updated:
ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ শনিবার কাবুলের দে মাজাং স্কোয়ারে এক বিক্ষোভ মিছিলে হয় জোড়া বিস্ফোরণ ৷
#কাবুল: ফের বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল ৷ শনিবার কাবুলের দে মাজাং স্কোয়ারে এক বিক্ষোভ মিছিলে হয় জোড়া বিস্ফোরণ ৷ বিস্ফোরণের ফলে নিহত হয় কমপক্ষে ৫০ জন ৷ আহতের সংখ্যা ২০৭ জন ৷ কাবুল সংবাদ মাধ্যম থেকে পাওয়া খবর অনুযায়ী, ৩ জন আত্মঘাতী জঙ্গি চালায় এই হামলা ৷
ভারতীয় সময় প্রায় পৌনে ৫টা নাগাদ ফের কেঁপে উঠল কাবুল ৷ সেই সময় কাবুলের রাজপথে দে মাজাং স্কোয়ারে বিক্ষোভ মিছিলে অংশ নিয়েছিলেন হাজারা সংখ্যালঘু সম্প্রদায়ের মানুষ ৷ পাওয়ার লাইনের প্রতিস্থাপনের তাগিদেই শুরু হয়েছিল এই বিক্ষোভ৷
মিছিল চলাকালীনই হঠাৎ জোড়া বিস্ফোরণ ঘটে ৷ বিস্ফোরণে প্রাণ যায় কমপক্ষে ৬১ জন মানুষের ৷ আহতের সংখ্যাও প্রচুর৷ খবর অনুযায়ী, ৩ জন আত্মঘাতী জঙ্গি এই হামলা চালায় ৷ তবে NDS অফিসারদের হাতে হত এক জঙ্গি ৷
advertisement
advertisement
আফগান প্রেসিডেন্ট অসরফ ঘনি জানিয়েছেন, ‘আমি শোকস্তব্দ ৷ শান্তিপূর্ণ মিছিলের অধিকার প্রত্যেকটি নাগরিকের রয়েছে ৷ কিন্তু এই মিছিলের সুযোগ নিয়ে কিছু সুবিধাবাদী জঙ্গি সংগঠন এরকম হামলা চালিয়ে এত মানুষের প্রাণ নিল ! এই হামলায় প্রাণ গিয়েছে বেশ কয়েকজন নিরাপত্তা অফিসারের ৷ এরকম ঘটনায় ধীক্কার জানাই ৷ ’
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
July 23, 2016 5:38 PM IST