• Home
 • »
 • News
 • »
 • international
 • »
 • কাবুলে জোড়া বিস্ফোরণে সাংবাদিক-সহ নিহত ২১

কাবুলে জোড়া বিস্ফোরণে সাংবাদিক-সহ নিহত ২১

সাংবাদিককে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা ৷ ছবি: রয়টার্স ৷

সাংবাদিককে উদ্ধার করার চেষ্টা চালাচ্ছেন পুলিশকর্মীরা ৷ ছবি: রয়টার্স ৷

 • Share this:

  #কাবুল: সোমবার সকালেই পরপর দুটি আত্মঘাতী বিস্ফোরণে কেঁপে উঠল কাবুল । মৃত ২১, জখম কমপক্ষে ৩০ জন ।

  কাবুলের শাসদারাক অঞ্চলে প্রথম বিস্ফোরণের কয়েক মুহূর্ত পর ওই জায়গাতেই দ্বিতীয় বিস্ফোরণ হয়। আফগান পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ওই ঘটনাস্থল থেকে সাংবাদিকরা প্রতিবেদন করছিলেন ৷ ঠিক সেই সময়ই দ্বিতীয় বিস্ফোরণটি ঘটানো হয় ৷

  এতে এএফপির চিত্র সাংবাদিক শাহ মারাই নিহত হওয়া ছাড়াও আরও অনেকে হতাহত হয়েছেন বলে খবর ৷ আহতদের মধ্যে বেশ কয়েকজন পুলিশকর্মীও রয়েছেন ৷ তবে একনও পর্যন্ত কোনও গোষ্ঠীই এই বিস্ফোরণের দায় স্বাীকার করেনি ৷

  First published: