Justin Trudeau: ‘শুভ বিবাহবার্ষিকী, আমার প্রেম’, কানাডার প্রধানমন্ত্রীর চুম্বনরত ছবিতে উচ্ছ্বসিত নেটদুনিয়া
- Published by:Arpita Roy Chowdhury
- news18 bangla
Last Updated:
সোফি গ্রগরি ছিলেন ত্রুদোর ছোটবেলার বান্ধবী ৷ ভাই মিশেলে সূত্রে সোফির সঙ্গে আলাপ ৷
অটোওয়া : রাষ্ট্রপ্রধানের পাশাপাশি জাস্তিন ত্রুদো একজন আদ্যন্ত ফ্যামিলিম্যান ৷ সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট দেখলেই বোঝা যায় পরিবারকে তিনি কতটা গুরুত্ব দেন ৷
শনিবার তিনি স্ত্রী সোফির সঙ্গে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফেসবুকে ৷ বরফঢাকা পাহাড়ের সারির সামনে তিনি স্ত্রী কপালে চুম্বন করছেন ৷ ছবির ক্যাপশনে যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার প্রেম ৷ তুমি আমার পাশে থাকলে প্রত্যেক দিনই আমার কাছে একটা অভিযানের মতো রোমাঞ্চকর ৷ তোমায় ভালবাসি, সোফি৷’
advertisement
শেয়ার করার মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ছবিটি ভেসে গিয়েছে অনুরাগীদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ৷ ৭০ হাজারের বেশি নেটিজেন ‘লাইক’ এবং ‘লভ’ প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ কমেন্ট এসেছে প্রায় সাড়ে সাত হাজার ৷ শেয়ার করা হয়েছে প্রায় ৭৫০ বার ৷
advertisement
সোফি গ্রগরি ছিলেন ত্রুদোর ছোটবেলার বান্ধবী ৷ ভাই মিশেলে সূত্রে সোফির সঙ্গে আলাপ ৷ তাঁদের শৈশব কেটেছে কানাডার মন্ট্রিল প্রদেশে ৷ দীর্ঘদিন পরে দুজনের আলাপ ২০০৩ সালে জুন মাসে ৷ সোফি তখন টেলিভিশনের সঞ্চালিকা ৷ ত্রুদো রাজনীতিক ৷ একটি চ্যারিটি শো-এ তাঁদের আবার আলাপ ৷ কয়েক মাস পর থেকে শুরু ঘনিষ্ঠ মেলামেশা ৷ এক বছর প্রেমপর্বের পরে ২০০৩-এর অক্টোবরে বাগদান এবং তার পরের বছর মে মাসে বিয়ে ৷
advertisement
তাঁদের বড় ছেলে জেভিয়ারের জন্ম হয় ২০০৭ সালে ৷ দু বছর পর সংসারে আসে নতুন অতিথি, কন্যা এলা গ্রেস ৷ ছোট ছেলে হ্যাডরিয়েনের জন্ম ২০১৪-এ ৷ লিবারাল পার্টির নেতা ত্রুদো ২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷
গত বছর সোফি কোভিডে আক্রান্ত হওয়ায় সপরিবার নিভৃতবাসে ছিলেন ত্রুদো ৷ দেশের অতিমারি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মাঝে মাঝেই ফেসবুকে জানান তাঁর সরকারের পদক্ষেপ ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 29, 2021 8:11 AM IST