Justin Trudeau: ‘শুভ বিবাহবার্ষিকী, আমার প্রেম’, কানাডার প্রধানমন্ত্রীর চুম্বনরত ছবিতে উচ্ছ্বসিত নেটদুনিয়া

Last Updated:

সোফি গ্রগরি ছিলেন ত্রুদোর ছোটবেলার বান্ধবী ৷ ভাই মিশেলে সূত্রে সোফির সঙ্গে আলাপ ৷

অটোওয়া : রাষ্ট্রপ্রধানের পাশাপাশি জাস্তিন ত্রুদো একজন আদ্যন্ত ফ্যামিলিম্যান ৷ সামাজিক মাধ্যমে তাঁর পোস্ট দেখলেই বোঝা যায় পরিবারকে তিনি কতটা গুরুত্ব দেন ৷
শনিবার তিনি স্ত্রী সোফির সঙ্গে নিজের অন্তরঙ্গ মুহূর্তের ছবি পোস্ট করেছেন ফেসবুকে ৷ বরফঢাকা পাহাড়ের সারির সামনে তিনি স্ত্রী কপালে চুম্বন করছেন ৷ ছবির ক্যাপশনে যা লিখেছেন, তার বাংলা তর্জমা করলে দাঁড়ায়, ‘শুভ বিবাহবার্ষিকী, আমার প্রেম ৷ তুমি আমার পাশে থাকলে প্রত্যেক দিনই আমার কাছে একটা অভিযানের মতো রোমাঞ্চকর ৷ তোমায় ভালবাসি, সোফি৷’
advertisement
শেয়ার করার মাত্র ঘণ্টাখানেকের মধ্যে ছবিটি ভেসে গিয়েছে অনুরাগীদের অভিনন্দন ও শুভেচ্ছাবার্তায় ৷ ৭০ হাজারের বেশি নেটিজেন ‘লাইক’ এবং ‘লভ’ প্রতিক্রিয়া জানিয়েছেন ৷ কমেন্ট এসেছে প্রায় সাড়ে সাত হাজার ৷ শেয়ার করা হয়েছে প্রায় ৭৫০ বার ৷
advertisement
সোফি গ্রগরি ছিলেন ত্রুদোর ছোটবেলার বান্ধবী ৷ ভাই মিশেলে সূত্রে সোফির সঙ্গে আলাপ ৷ তাঁদের শৈশব কেটেছে কানাডার মন্ট্রিল প্রদেশে ৷ দীর্ঘদিন পরে দুজনের আলাপ ২০০৩ সালে জুন মাসে ৷ সোফি তখন টেলিভিশনের সঞ্চালিকা ৷ ত্রুদো রাজনীতিক ৷ একটি চ্যারিটি শো-এ তাঁদের আবার আলাপ ৷ কয়েক মাস পর থেকে শুরু ঘনিষ্ঠ মেলামেশা ৷ এক বছর প্রেমপর্বের পরে ২০০৩-এর অক্টোবরে বাগদান এবং তার পরের বছর মে মাসে বিয়ে ৷
advertisement
তাঁদের বড় ছেলে জেভিয়ারের জন্ম হয় ২০০৭ সালে ৷ দু বছর পর সংসারে আসে নতুন অতিথি, কন্যা এলা গ্রেস ৷ ছোট ছেলে হ্যাডরিয়েনের জন্ম ২০১৪-এ ৷ লিবারাল পার্টির নেতা ত্রুদো ২০১৫ সালের নভেম্বরে কানাডার ২৩ তম প্রধানমন্ত্রী হিসেবে শপথ নেন ৷
গত বছর সোফি কোভিডে আক্রান্ত হওয়ায় সপরিবার নিভৃতবাসে ছিলেন ত্রুদো ৷ দেশের অতিমারি পরিস্থিতি নিয়ে উদ্বিগ্ন প্রধানমন্ত্রী মাঝে মাঝেই ফেসবুকে জানান তাঁর সরকারের পদক্ষেপ ৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Justin Trudeau: ‘শুভ বিবাহবার্ষিকী, আমার প্রেম’, কানাডার প্রধানমন্ত্রীর চুম্বনরত ছবিতে উচ্ছ্বসিত নেটদুনিয়া
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement