হোম /খবর /বিদেশ /
১৪২ একর জমির ফার্ম হাউসে রাজকীয় আয়োজন, বিয়ে হল বিল গেটসের বড় মেয়ে জেনিফারের

Jeniffer Gates wedding: ১৪২ একর জমির ফার্ম হাউসে রাজকীয় আয়োজন, বিয়ে করলেন বিল গেটসের বড় মেয়ে জেনিফার

নতুন জীবন শুরু করলেন জেনিফার গেটস

নতুন জীবন শুরু করলেন জেনিফার গেটস

বিল এবং মেলিন্ডা গেটসের বড় মেয়ে (Bill and Melinda Gates daughter) বিয়ে করলেন নায়েল নাসারকে ৷ মিশরীয় যুবক নায়েল পেশায় একজন শো জাম্পার ঘোড়সওয়ার বা ইক্যুয়েস্ট্রিয়ান ৷

  • Last Updated :
  • Share this:

ওয়েস্টচেস্টার : নতুন জীবন শুরু করলেন জেনিফার গেটস (Jeniffer Gates) ৷ বিল এবং মেলিন্ডা গেটসের বড় মেয়ে (Bill and Melinda Gates daughter) বিয়ে করলেন নায়েল নাসারকে ৷ মিশরীয় যুবক নায়েল পেশায় একজন শো জাম্পার ঘোড়সওয়ার বা ইক্যুয়েস্ট্রিয়ান ৷ নিউইয়র্কের ওয়েস্টচেস্টারে জেনিফারের বাড়িতেই বসেছিল বিয়ের আসর (Jeniffer Gates wedding) ৷

বিয়ের দিন জেনিফারের পরনে ছিল ভেরা ওয়াং-এর ফুল স্লিভ গাউন ৷ সঙ্গে লম্বা ওড়না বা ভেল ৷ সূক্ষ্ম সূচিশিল্পে বোনা গাউনের সঙ্গে জেনিফার পরেছিলেন হাল্কা ছিমাম গয়না ৷ নায়েল পরেছিলেন কালো টাক্সেডো, সাদা শার্ট এবং একটি বো-টাই ৷ ১৪২ একর জমি জুড়ে বিস্তৃত গেটসদের এস্টেটে আয়োজিত বিয়ের অনুষ্ঠানে আমন্ত্রিত ছিলেন ৩০০ জন অতিথি অভ্যাগত ৷

যদিও মেয়ের বিয়ের কিছু মাস আগে, চলতি বছরের অগস্টেই আলাদা হয়ে গিয়েছেন বিল ও মেলিন্ডা ৷ খাতায় কলমে ভেঙে গিয়েছে তাঁদের ২৭ বছরের দাম্পত্য ৷ তার আগে মে মাসেই তাঁরা ডিভোর্সের সিদ্ধান্ত ঘোষণা করেন ৷ তবে বিল অ্যান্ড মেলিন্ডা গেটস ফাউন্ডেশনের উপর থেকে তাঁদের দৃষ্টি যে সরছে না, সেকথাও জানাতো ভোলেননি তাঁরা ৷ বিল ও মেলিন্ডা ছাড়া আর একজন যে ট্রাস্টি ছিলেন, সেই ওয়ারেন বাফেও জুন মাসে ফাউন্ডেশনের বোর্ড থেকে সরে দাঁড়ান ৷ শোনা যাচ্ছে, দু’ বছরের মধ্যে মেলিন্ডাও সরে যাবেন যদি তিনি এবং বিল গেটস একসঙ্গে কাজ করতে না পারেন৷

আরও পড়ুন : শীতঘুমের কিলবিল প্রস্তুতি, বাড়িতে প্রায় ১০০ বিষধর র‍্যাটেলস্নেক খুঁজে পেলেন মহিলা! দেখুন

বিল ও মেলিন্ডার ছোট মেয়ে ফোয়েবির বয়স ১৯ বছর ৷ তাঁদের ছেলে রোরি ২২ বছর বয়সি তরুণ ৷ ভাইবোনদের মধ্যে সবথেকে বড় জেনিফারের বয়স ২৫ বছর ৷ তিনি নিজেও একজন ইক্যুয়েস্ট্রিয়ান ৷ বেশ কয়েক বছর ধরেই তিনি এবং নায়েল একসঙ্গে আছেন ৷ তাঁদের রাজকীয় বিয়ের ছবি বজিমাত করেছে সামাজিক মাধ্যমে ৷ মেয়ের বিয়ে নিয়ে উচ্ছ্বসিত বিল গেটস ৷ ইনস্টাগ্রামে লিখেছেন, ‘‘ তোমাকে বিয়ের দিনে আনন্দে পরিপূর্ণ দেখে আমি যে কত খুশি, সে কথা ভাষায় প্রকাশ করা অসম্ভব ৷ তোমাদের দু’জনের জন্যই আমি গর্বিত’৷

আরও পড়ুন : ডেড সি-র দুর্দশা তুলে ধরতে নগ্ন হয়ে ছবি তুললেন ২০০ নারী-পুরুষ !

মেলিন্ডা গেটস তাঁর বার্তায় জেনিফার ও নায়লকে উল্লেখ করে লিখেছেন, ‘‘এই আলো এবং আনন্দ উদযাপন করার আনন্দই আলাদা ৷’’ নববিবাহিত জেনিফারের প্রতিক্রিয়া অবশ্য সংক্ষিপ্ত ৷ তিনি লিখেছেন, ‘আমার পৃথিবী’৷

Published by:Arpita Roy Chowdhury
First published:

Tags: Bill Gates, Jeniffer Gates, Melinda Gates