যুবরানি ডায়নার 'আত্মা'-র সাক্ষাৎকার ! জানালেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল

Last Updated:
#ব্রিটেন: যুবরানি ডায়না! ‘দ্য পিপলস প্রিন্সেস’। রাজ পরিবারের সদস্য হয়েও তিনি ছিলেন সাধারণ! অনায়াসে মিশে যেতেন আপামর জনতার ভিড়ে। তাই তো, মৃত্যুর ২১ বছর পরও তাঁর জনপ্রিয়তা এতটুকু কমেনি।
১৯৯৭ সালে এক গাড়ি দুর্ঘটনায় মৃত্যু হয় ডায়নার। তাঁর মৃত্যুকে কেন্দ্র করে নানা গুজব ছড়ায়! জল্পনা-কল্পনা আকাশ ছোঁয়ে। কিন্তু সম্প্রতি ডায়নাকে ঘিরে এমন একটি খবর প্রকাশিত হয়েছে যা আলোড়ন ফেলে দিয়েছে ব্রিটেন সহ গোটা বিশ্বে।
আন্তর্জাতিক সংবাদমাধ্যম ‘মিরর’-এর এক প্রতিবেদন অনুযায়ী, জাপানের সুপরিচিত আধ্যাত্মিক গুরু, রাইহো ওকাওয়া প্রকাশ করেছেন এক দীর্ঘ সাক্ষাৎকার। ওকাওয়া জানিয়েছেন, সেই সাক্ষাৎকার প্রিন্সেস ডায়নার ‘লোনলি’ আত্মার।
advertisement
advertisement
অগাস্টের শুরুর দিকে, জাপানের একটি লেকচার হলে বসেই ডায়নার আত্মার সাক্ষাৎকার নেন রাইহো ওকাওয়া। পরে তা বইয়ের আকারে প্রকাশিত হয়। নাম-- ‘স্পিরিচুয়াল ইন্টারভিউ উইথ প্রিন্সেস ডায়ানা’। বইটি অনলাইনে পাওয়া যাচ্ছে।
স্বামী প্রিন্স চার্লস, রানি এলিজাবেথ থেকে শুরু করে প্রিন্স উইলিয়ামের স্ত্রী কেট সম্পর্কেও রয়েছে ডায়নার 'আত্মা'র নানা মন্তব্য। তাঁর মৃত্যু নিয়েও রয়েছে বেশ কিছু রহস্যময় কথপোকথন।
advertisement
রাইহো-র কথা বিশ্বাস করবেন না করবেন না? উত্তর নেই কারও কাছে ! তবে বইটির চাহিদা কিন্তু দেদার । ইতিমধ্যেই বিক্রি হয়েছে ১০ কোটি কপি। জানা গিয়েছে, বিশ্বের ২৮টি ভাষায় তা অনুবাদও করা হচ্ছে ।
বাংলা খবর/ খবর/বিদেশ/
যুবরানি ডায়নার 'আত্মা'-র সাক্ষাৎকার ! জানালেন, কীভাবে তাঁর মৃত্যু হয়েছিল
Next Article
advertisement
West Bengal Weather Update: ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে ! দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে
  • ভারী বর্ষণের সতর্কতা উত্তরবঙ্গে !

  • দক্ষিণবঙ্গেও বিক্ষিপ্তভাবে বৃষ্টি চলবে

  • কলকাতা-সহ বাকি অংশে বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হতে পারে রবিবার পর্যন্ত

VIEW MORE
advertisement
advertisement