তৃতীয়বারের জন্যে মা হলেন ‘ডাচেস অফ কেমব্রিজ’ কেট মিডলটন
Last Updated:
#লন্ডন: সুখবর এল ব্রিটেনের রাজপরিবারে । তৃতীয় সন্তানের জন্ম দিলেন ডাচেস অফ কেমব্রিজ কেট মিডলটন । এ বার পুত্র সন্তানের জন্ম দিলেন কেট ৷
সোমবার কেনসিংটন প্যালেসের পক্ষ থেকে এক বিবৃতি দিয়ে জানানো হয়, ‘‘ডাচেস অফ কেমব্রিজ সুস্থ ভাবে পুত্রসন্তানের জন্ম দিয়েছেন।’’
ডাচেস অফ কেমব্রিজের তৃতীয় সন্তানের জন্ম নিয়েও উৎসাহের কমতি ছিল না । সেন্ট মেরি হাসপাতালের সামনে ভিড় ছিল দেখার মতো। উৎসাহী জনতা থেকে সাংবাদিক—হাজির ছিলেন সবাই। শিশুর জন্মের পরে টাওয়ার অফ লন্ডনে জ্বালানো হয় নীল আলো । টাওয়ারের সাইনবোর্ডে ফুটে ওঠে লেখা— ‘‘ইট্স আ বেবি বয়!’ সঙ্গে সঙ্গে উৎসবে মেতে ওঠে আমজনতা। ’’
advertisement
advertisement
It is tradition that a framed notice of birth goes on display on a ceremonial easel on the forecourt at the Palace. pic.twitter.com/xd1XgBV9Ux
— The Royal Family (@RoyalFamily) April 23, 2018
তবে কেট সন্তানসম্ভবা হওয়ার পর থেকেই এ নিয়ে চরম গোপনীয়তা বজায় রেখেছিলেন রাজ পরিবারের সদস্যরা ৷ ২০জনের চিকিৎসক ও চিকিৎসাকর্মীর যে দল গঠন করা হয়েছিল কেটের জন্য, তাঁদের দিয়ে শপথ নেওয়ানো হয়।
advertisement
A large Union Flag has been raised over Buckingham Palace and a State Standard over Windsor Castle to mark the birth of The Duke and Duchess of Cambridge's third child. pic.twitter.com/hcYYluf2fF — The Royal Family (@RoyalFamily) April 23, 2018
তাঁরা প্রতিশ্রুতিবদ্ধ ছিলেন যে, কেটের শারীরিক অবস্থার কথা তাঁরা কারও কাছে ফাঁস করবেন না। অন্যদিকে, এ বছরেই উইলিয়ামের ভাই প্রিন্স হ্যারি এবং অভিনেত্রী মেগান মর্কেলের বিয়ের কথা । কেটের সন্তান সম্ভাবনার কারণেই বিয়ের তারিখ কয়েক মাস পিছিয়ে দেওয়া হয়েছিল বলে শোনা গিয়েছিল। এ বার সেই রাজকীয় বিয়ের প্রস্তুতি শুরু করবে ব্রিটেনের রাজ পরিবার ।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
April 23, 2018 8:32 PM IST