Italy cable car accident: সাংঘাতিক দুর্ঘটনা! ইতালিতে ভেঙে পড়ল কেবল কার, মৃত ১৪
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
কেবল কার দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ একটি জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় সেটিকে ৷
রোম: মারাত্মক দুর্ঘটনা ইতালিতে ! উত্তর ইতালির লেক ম্যাগিওরের কাছে এক পর্বতে রবিবার ভেঙে পড়ে একটি কেবল কার ৷ ঘটনায় ১৪ জনের মৃত্যু হয়েছে বলে সংবাদসংস্থা এপি সূত্রে খবর ৷ পুলিশ জানিয়েছে, পিডমন্ট অঞ্চলে রিসর্ট-শহর স্ট্রেসা থেকে পর্যটক-সহ স্থানীয় মানুষদের নিয়ে যাচ্ছিল কেবল কারটি ৷ মাঝ রাস্তায় কেবল কারটি আসার পরেই সেটি ছিঁড়ে পড়ে ৷ ঘটনাস্থলেই মৃত্যু হয় ১৪ জনের ৷
Emergency crews were at the scene of a fatal cable car crash in Italy on Sunday. At least 13 people were killed when the cable car connecting the Mottarone mountains and the resort town of Stresa fell to the ground. pic.twitter.com/rEnkyZ9f0M
— CBS News (@CBSNews) May 23, 2021
advertisement
advertisement
Video Courtesy: CBS News
কেবল কার দুর্ঘটনার ছবি ছড়িয়ে পড়ে সোশ্যাল মিডিয়ায় ৷ একটি জঙ্গলের মধ্যে পড়ে থাকতে দেখা যায় সেটিকে ৷ দুর্ঘটনাস্থল থেকে দুটি শিশুকে জীবিত অবস্থায় উদ্ধার করে উদ্ধারকারীর দল ৷ তাদেরকে হেলিকপ্টারে করে দ্রুত হাসপাতালে পাঠানোর ব্যবস্থা করা হয় ৷ শিশু দুটির এখন চিকিৎসা চলছে ৷
advertisement
ন্যাশনাল আলপাইন রেসকিউ সার্ভিসের পক্ষ থেকে তাদের মুখপাত্র এক টেলিভিশন চ্যানেলকে জানান, ‘এটা মারাত্মক দুর্ঘটনা। অনেক উঁচু থেকে পড়ার কারণে কেবল কারটি পুরো ধ্বংস হয়ে যায় !’
স্ট্রেসা-আলপটাইন-মোটারনে কেবল কারের ওয়েবসাইটের তথ্য অনুযায়ী, সমুদ্রপৃষ্ঠ থেকে ১ হাজার ৪৯১ মিটার উচ্চতায় ওই কেবল কারে সাধারণত যাত্রীদের ২০ মিনিট চড়ার সুযোগ দেওয়া হয়।
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 24, 2021 11:51 AM IST