Israel Palestine war: গাজার ত্রাণশিবিরে নিরাশ্রয় মানুষের উপরে হামলা, নিহত ৩৭! ইজরায়েলের উপরে চটল আমেরিকাও

Last Updated:

গত কয়েক দিন ধরেই গাজা শহরের পশ্চিম প্রান্তে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা৷ ওই এলাকা খালি করে দেওয়ার জন্যও সাধারণ বাসিন্দাদের সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷

গাজার ত্রাণ শিবিরে স্বজন হারানোর হাহাকার৷ ছবি- এএফপি
গাজার ত্রাণ শিবিরে স্বজন হারানোর হাহাকার৷ ছবি- এএফপি
গাজা: সব হারিয়ে তাঁবুতে আশ্রয় নিয়েছিলেন মানুষগুলো৷ তবু মিলল না নিস্তার৷ ইজরায়েলের সেনাবাহিনীর বোমা বর্ষণ এবং আকাশ পথে হামলার জেরে প্রাণ হারালেন অন্তত ৩৭ জন প্যালেস্তিনীয় নাগরিক৷ মঙ্গলবার গাজার রাফাহ শহরে এই মারণ হামলা চালায় ইজরায়েল৷
যদিও ত্রাণ শিবিরে আশ্রয় নেওয়া নিরীহ সাধারণ মানুষের উপরে হামলার জেরে ইজরায়েলের উপরে ক্ষুব্ধ বিশ্বের একাধিক দেশ৷ তার মধ্যে ইজরায়েলের বেশ কিছু বন্ধ রাষ্ট্রও রয়েছে৷ ইজরায়েলের উপরে চাপ বাড়িয়ে স্পেন, নরওয়ে এবং আয়ারল্যান্ড প্যালেস্তাইনকে রাষ্ট্র হিসেবে স্বীকৃতি দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে৷
advertisement
advertisement
গাজার স্বাস্থ্য দফতরের আধিকারিকরা অবশ্য দাবি করেছেন, এই হামলায় মৃতের সংখ্যা ৪৫৷ যদিও ইজরায়েলি সেনা প্রথমে এই হামলার দায় প্যালেস্তাইনের জঙ্গি গোষ্ঠী হামাসের উপরেই ঠেলার চেষ্টা করে৷ তারা দাবি করে, হামাসের জঙ্গিদের ছোড়া অস্ত্রেই বিস্ফোরণ ঘটে ওই ত্রাণ শিবিরে প্রাণহানির ঘটনা ঘটে৷ পরে অবশ্য ইজরায়েল সেনাবাহিনীর মুখপাত্র স্বীকার করে নেন, ওই ত্রাণ শিবিরে হামাসের দুই শীর্ষ জঙ্গি লুকিয়ে ছিল বলে তাদের কাছে খবর ছিল৷ সম্ভবত ওই দুই জঙ্গিকে নিশানা করতে গিয়েই এই বিপর্যয় ঘটে যায়৷ এই ঘটনাকে দুর্ভাগ্যজনক বলে মন্তব্য করেছেন ইজরায়েলের প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানেয়াহু৷
advertisement
গাজার দখল নিচ্ছে ইজরায়েলি সেনা
জানা গিয়েছে, বোমা বর্ষণের জেরে প্রথমে ওই ত্রাণ শিবিরে আগুন লাগে৷ এর পর ওই আগুন থেকেই ত্রাণ শিবিরে থাকা রান্নার গ্যাস, মজুত করে রাখা জ্বালানিতে বিস্ফোরণ ঘটে জীবন্ত দগ্ধ হন বহু মানুষ৷ নিহতদের মধ্যে বহু শিশু এবং মহিলাও রয়েছেন৷ এঁদের মধ্যে অধিকাংশই যুদ্ধের জেরে সব হারিয়ে গাজার বিভিন্ন প্রান্ত থেকে নিরাশ্রয় হয়ে ওই ত্রাণ শিবিরে আশ্রয় নিয়েছিলেন৷
advertisement
গত কয়েক দিন ধরেই গাজা শহরের পশ্চিম প্রান্তে হামলা চালাচ্ছে ইজরায়েলি সেনা৷ ওই এলাকা খালি করে দেওয়ার জন্যও সাধারণ বাসিন্দাদের সেনাবাহিনীর পক্ষ থেকে নির্দেশ দেওয়া হয়েছে৷ পূর্ব, মধ্য গাজারও দখল নিতে শুরু করেছে ইজরায়েলি সেনা৷ গাজা এবং মিশরের সীমান্ত এলাকাতেও পৌঁছে গিয়েছে তারা৷
আন্তর্জাতিক মহলে কোণঠাসা ইজরায়েল
গাজায় এই আগ্রাসন না বাড়ানোর জন্য ইতিমধ্যেই ইজরায়েলকে সতর্ক করেছে তাদের সবথেকে বড় বন্ধু হিসেবে পরিচিত আমেরিকা৷ এই ধরনের হামলা চালানোর জন্য ইজরায়েলকে তারা আর অস্ত্র সরবরাহও করবে না বলে সতর্ক করে দিয়েছে বাইডেন প্রশাসন৷ অবিলম্বে গাজায় এই আগ্রাসন বন্ধ করার জন্য ইজরায়েলকে নির্দেশে দিয়েছে আন্তর্জাতিক ন্যায় আদালত৷ যদিও এই নির্দেশ মানার জন্য ইজরায়েলকে বাধ্য করার ক্ষমতা আন্তর্জাতিক ন্যায় আদালতের নেই৷
advertisement
তবে আন্তর্জাতিক চাপ বাড়লেও গাজায় ইজরায়েলি আগ্রাসন কমার সম্ভাবনা কম৷ কারণ খোদ ইজরায়েলের প্রধানমন্ত্রী নেতানেয়াহু নিজেই এই আগ্রাসনের পক্ষে৷ তিনি জানিয়েছেন, গাজা থেকে জঙ্গি গোষ্ঠী হামাসকে নিশ্চিহ্ন করাই ইজরায়েলি সেনার উদ্দেশ্য৷ পাশাপাশি, গত ৭ অক্টোবর হামাসের হামলার পর যাঁদের পণবন্দি করা হয়েছিল, তাঁদেরকেও ফিরিয়ে আনা হবে৷ প্রসঙ্গত, গত বছর ইজরায়েলের উপর হামাসের এই হামলার পরই নতুন করে যুদ্ধের পরিস্থিতি তৈরি হয়৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel Palestine war: গাজার ত্রাণশিবিরে নিরাশ্রয় মানুষের উপরে হামলা, নিহত ৩৭! ইজরায়েলের উপরে চটল আমেরিকাও
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement