Israel-Yemen: তেল আভিভ বিমানবন্দরে হুথিদের হামলার বদলা ! ইয়েমেনে পাল্টা আঘাত ইজরায়েলের, মৃত ১, দেখুন ভিডিও

Last Updated:

Israel Launches Airstrikes At Yemen: তেল আভিভের হামলার প্রতিশোধ নিতে ২০টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে এদিন হামলা চালায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷ হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে (Hodeida Port) কয়েক দফায় চালানো বোমা বর্ষণে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷

Photo: Reuters
Photo: Reuters
সানা, ইয়েমেন: ইজরায়েলের সবচেয়ে বড় বিমানবন্দর তেল আভিভের বেন গুরিয়ন এয়ারপোর্টের খুব কাছেই ইয়েমেনের হুথি জঙ্গিদের মিসাইল হামলার ২৪ ঘণ্টা কাটতে না কাটতেই এবার ইয়েমেনে পাল্টা হামলা চালাল ইজরায়েল ৷ তেল আভিভে রবিবার ব্যালিস্টিক মিসাইল আছড়ে পড়ে হুথিদের ৷ যার জন্য বিমান চলাচল এবং বিমানবন্দরের অন্যান্য সব কাজকর্ম বন্ধ করে দেওয়া হয় ৷ প্রত্যাশামতোই হুথিদের পাল্টা জবাব দিতে বেশি সময় নেয়নি ইজরায়েল ৷ তেল আভিভের হামলার প্রতিশোধ নিতে ২০টি যুদ্ধবিমান দিয়ে ইয়েমেনে এদিন হামলা চালায় ইজরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ৷ হুথি নিয়ন্ত্রিত হোদেইদা বন্দরে (Hodeida Port) কয়েক দফায় চালানো বোমা বর্ষণে ১ জনের মৃত্যু হয়েছে বলে জানা গিয়েছে ৷
advertisement
advertisement
সোমবার (৫ মে) রাতে সোশ্যাল মিডিয়া এক্সের এক পোস্টে ইয়েমেন এই হামলার বিষয়টি নিশ্চিত করেছে ইজরায়েলের সেনাবাহিনী। এতে বলা হয়েছে, ইজরায়েলে হামলা চালানোর পালটা পদক্ষেপ হিসেবেই হুথি নিয়ন্ত্রিত ইয়েমেনের ওই অঞ্চলে হামলা চালানো হয়েছে। খবর জেরুজালেম পোস্টের।
advertisement
জানা গিয়েছে ইয়েমেনের হুথি নিয়ন্ত্রিত ওই অঞ্চলে প্রচুর সংখ্যায় বোমা ফেলা হয় ইজরায়েলের তরফে। মুহুর্তেই ধ্বংস হয়ে যায় বেশ কয়েকটি বাড়ি ঘর। বিস্ফোরণে ব্যাপক ক্ষতিগ্রস্ত হয় একটি সিমেন্ট তৈরির কারখানাও। এই হামলায় ১ জনের মৃত্যুর পাশাপাশি ২১ জন আহত হওয়ার খবর পাওয়া গিয়েছে ৷ অভিযোগ রয়েছে ইয়েমেনের ওই বন্দরটি ব্যবহার করে ইরান থেকে অস্ত্র ও সামরিক সরঞ্জাম সরবরাহ হয় হুথি বিদ্রোহীদের কাছে।
বাংলা খবর/ খবর/বিদেশ/
Israel-Yemen: তেল আভিভ বিমানবন্দরে হুথিদের হামলার বদলা ! ইয়েমেনে পাল্টা আঘাত ইজরায়েলের, মৃত ১, দেখুন ভিডিও
Next Article
advertisement
Durga Puja Weather Update: নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়
নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন ! সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস? বৃষ্টি কতটা হতে পারে
  • নবমীর রাত থেকে আবহাওয়ার পরিবর্তন !

  • তার আগে সপ্তমী-অষ্টমীতে কী পূর্বাভাস?

  • বৃষ্টি কি বাধ সাধবে ঠাকুর দেখায়

VIEW MORE
advertisement
advertisement