Bangladesh ISKCON monk arrested: চিন্ময়কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেফতার ইসকনের আরও এক সন্ন্যাসী, ধৃত শ্যাম দাস প্রভু

Last Updated:

গত ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মতো অভিযোগ আনা হয়েছে৷

ধৃত শ্যাম দাস প্রভু৷ ছবি- এক্স
ধৃত শ্যাম দাস প্রভু৷ ছবি- এক্স
ঢাকা: চিন্ময়কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেফতার হলেন ইসকনের আরও এক সন্ন্যাসী৷ চট্টগ্রামে ধৃত ওই সন্ন্যাসীর নাম শ্যাম দাস প্রভু৷ শনিবারই তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে খবর৷
জানা গিয়েছে, ধৃত চিন্ময়কৃষ্ণ দাসের সঙ্গে দেখা করতে জেলে গিয়েছিলেন শ্যাম দাস প্রভু৷ তার পরই তাঁকে গ্রেফতার করা হয়৷ ধৃত শ্যাম দাস প্রভুর ছবি এক্স হ্যান্ডেলে দিয়ে তাঁকে গ্রেফতার করা হয়েছে বলে দাবি করেছেন ইসকনের কলকাতার সহ সভাপতি এবং মুখপাত্র রাধারমন দাস৷
advertisement
advertisement
এক্স হ্যান্ডেলে শ্যাম দাস প্রভুর ছবি পোস্ট করে তিনি লিখেছেন, ‘ওনাকে দেখে কি সন্ত্রাসবাদী মনে হচ্ছে? ইসকনের সন্ন্যাসীদের মুক্তি দিক বাংলাদেশ৷ ইসকনের নিরীহ সন্যাসীদের গ্রেফতারের খবর স্তম্ভিত এবং বিচলিত করে দেওয়ার মতো৷’
advertisement
গত ২৫ নভেম্বর ঢাকা থেকে গ্রেফতার করা হয় ইসকনের সন্ন্যাসী চিন্ময়কৃষ্ণ দাসকে৷ তাঁর বিরুদ্ধে দেশদ্রোহিতার মতো অভিযোগ আনা হয়েছে৷ এই মুহূর্তে জেলে রয়েছেন চিন্ময়কৃষ্ণ দাস৷ তাঁর গ্রেফতারির প্রতিবাদে নতুন করে অশান্ত হয়ে উঠেছে বাংলাদেশ৷ সংখ্যালঘু হিন্দুদের উপরে অত্যাচারের অভিযোগ উঠেছে৷ যদিও সেই অভিযোগ অস্বীকার করেছে বাংলাদেশ সরকার৷ চিন্ময়কৃষ্ণ দাস ন্যায় বিচার পাবেন বলে আশ্বাসও দিয়েছেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মহম্মদ ইউনূস৷
advertisement
চিন্ময়কৃষ্ণ দাস সহ ইসকনের সঙ্গে যুক্ত ১৭ জনের ব্যাঙ্ক অ্যাকাউন্টও ফ্রিজ করে দিয়েছে বাংলাদেশ সরকার৷ তার পর আজ গ্রেফতার হলেন আরও এক সন্ন্যাসী৷
বাংলা খবর/ খবর/বিদেশ/
Bangladesh ISKCON monk arrested: চিন্ময়কৃষ্ণ দাসের পর বাংলাদেশে গ্রেফতার ইসকনের আরও এক সন্ন্যাসী, ধৃত শ্যাম দাস প্রভু
Next Article
advertisement
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! তারপরেই, এই এলাকার পুজোর থিম দেখলে অবাক হবেন!
পথ দুর্ঘটনায় মৃত্যু হয় ক্লাব এর সদস্যর এক আত্মীয়র! অন্যরকম থিম এই এলাকায়
VIEW MORE
advertisement
advertisement