সাংঘাতিক ঘটনা ! বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের সামনে পড়ল ইরাকি রকেট
- Published by:Siddhartha Sarkar
- news18 bangla
Last Updated:
বাগদাদের পূর্ব দিকের এক জেলা থেকে রকেটটি ছোঁড়া হয় বলে জানা গিয়েছে ৷
#বাগদাদ: করোনা আতঙ্কের মধ্যেই আবার বোমাতঙ্ক ! হ্যাঁ, ইরাকের রাজধানী বাগাদাদের গ্রিন জোন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অধিকাংশ দেশের দূতাবাসের অফিস রয়েছে, সেখানে একটা খালি বাড়িতে মঙ্গলবার উড়ে এসে পড়ে একটি ইরাকি রকেট ! ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ৷
বাগদাদের পূর্ব দিকের এক জেলা থেকে রকেটটি ছোঁড়া হয় বলে জানা গিয়েছে ৷ সেটি গিয়ে পড়ে একেবারে এই হাই সিকিউরিটি জোনে ৷ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে ৷ রকেটটি পরীক্ষামূলকভাবে ছোঁড়া হলেও সেটি গিয়ে একেবারে মার্কিন দূতাবাসের অফিসের কমপাউন্ডে গিয়ে পড়াতেই এখন নানা প্রশ্ন উঠেছে ৷ জঙ্গি হামলার আশঙ্কাও অনেকে উড়িয়ে দিচ্ছেন না ৷
advertisement
যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইরাকের অবস্থা এখন আগের তুলনায় অনেকটাই ভাল ৷ প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমির কাঁধে ভর করে এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইরাক ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
May 19, 2020 3:23 PM IST