সাংঘাতিক ঘটনা ! বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের সামনে পড়ল ইরাকি রকেট

Last Updated:

বাগদাদের পূর্ব দিকের এক জেলা থেকে রকেটটি ছোঁড়া হয় বলে জানা গিয়েছে ৷

#বাগদাদ: করোনা আতঙ্কের মধ্যেই আবার বোমাতঙ্ক ! হ্যাঁ, ইরাকের রাজধানী বাগাদাদের গ্রিন জোন, যেখানে মার্কিন যুক্তরাষ্ট্র-সহ অধিকাংশ দেশের দূতাবাসের অফিস রয়েছে, সেখানে একটা খালি বাড়িতে মঙ্গলবার উড়ে এসে পড়ে একটি ইরাকি রকেট ! ঘটনায় স্বভাবতই আতঙ্ক ছড়িয়েছে ওই এলাকায় ৷
বাগদাদের পূর্ব দিকের এক জেলা থেকে রকেটটি ছোঁড়া হয় বলে জানা গিয়েছে ৷ সেটি গিয়ে পড়ে একেবারে এই হাই সিকিউরিটি জোনে ৷ ঘটনায় কেউ হতাহত হননি বলে জানা গিয়েছে ৷ রকেটটি পরীক্ষামূলকভাবে ছোঁড়া হলেও সেটি গিয়ে একেবারে মার্কিন দূতাবাসের অফিসের কমপাউন্ডে গিয়ে পড়াতেই এখন নানা প্রশ্ন উঠেছে ৷ জঙ্গি হামলার আশঙ্কাও অনেকে উড়িয়ে দিচ্ছেন না ৷
advertisement
যুদ্ধ-বিধ্বস্ত দেশ ইরাকের অবস্থা এখন আগের তুলনায় অনেকটাই ভাল ৷ প্রধানমন্ত্রী মুস্তাফা আল কাধিমির কাঁধে ভর করে এখন ধীরে ধীরে ঘুরে দাঁড়ানোর চেষ্টায় ইরাক ৷
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
সাংঘাতিক ঘটনা ! বাগদাদের গ্রিন জোনে মার্কিন দূতাবাসের সামনে পড়ল ইরাকি রকেট
Next Article
advertisement
'প্রচণ্ড ব্যথা হচ্ছিল, রাগে কামড়ে দিলাম'...উত্তরপ্রদেশে কালো গোখরো সাপের ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও!
'রাগে সাপটাকে কামড়ে দিলাম'...কালো গোখরোর ছোবল খেয়ে পাল্টা কৃষকেরও! উত্তরপ্রদেশে অবাক কাণ্ড
  • হারদোই জেলার পুষ্পতালি গ্রামে কৃষক পুণিতকে কালো গোখরো সাপ কামড়ালে তিনি রাগে সাপটিকে কামড়ে দেন.

  • সাপের কামড়ে প্রচণ্ড ব্যথা হলেও পুণিত সাহস হারাননি এবং সাপটিকে কামড়ে দেন, সাপটি ঘটনাস্থলেই মারা যায়.

  • পুণিতকে দ্রুত হারদোই মেডিকেল কলেজে নিয়ে যাওয়া হয়, অ্যান্টিভেনম দিয়ে চিকিৎসা করা হয় এবং তিনি সুস্থ হন.

VIEW MORE
advertisement
advertisement