অ্যাঞ্জেলিনা জোলি হতে মুখে ৫০ বার সার্জারি ? ইরানের জনপ্রিয় সাহার তাবার- এর আসল চেহারা সামনে এল

Last Updated:
#ইরান: ইরানের বছর উনিশের তরুণী সাহার তাবার ! বিগত কয়েকবছর ধরেই তিনি নেটিজেনদের চর্চায় আছেন! তাঁর সম্পর্কে জানতে কৌতূহল তুঙ্গে! সমালোচনা, তর্ক-বিতর্ক, ট্রোল আবর সাহসিকতার তারিফ... সবকিছুই চলে সমানতালে। কিন্তু কেন সাহারকে নিয়ে উন্মাদনা? কারণটি সত্যিই 'হটকে'! অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে নাকি মুখমণ্ডলে ৫০টি অস্ত্রোপচার করিয়েছেন সাহার। ইনস্টাগ্রামে তাঁর সেই পরিবর্তিত রূপের ছবি সামনে আসার পর থেকেই নানা ভাবে ট্রোলড হতে থাকেন তিনি। কেউ বলেছিলেন, অ্যাঞ্জেলিনা জোলি হতে গিয়ে ‘জম্বি’ হয়ে গিয়েছেন সাহার। কেউ বা কার্টুন চরিত্র ‘কর্পস ব্রাইড’-এর সঙ্গেও তুলনা করেছে!
২০১৯ সালে দুর্নীতি আর ধর্ম অবমাননার অভিযোগে গ্রেফতার হন সাহার তাবার। তাঁর ১০ বছর কারাদণ্ডের সাজা হয়। কিন্তু সাহারের গ্রেফতারিতে গোটা দেশ প্রতিবাদে গর্জে ওঠে। শেষমেশ ১৪ মাস বাদে তাঁকে জেল থেকে মুক্ত করা হয়। জেল থেকে বেরিয়েই নিজের আসল চেহারা সামনে আনলেন সাহার।
advertisement
advertisement
সাহার নিজে জানান, কোনও অস্ত্রোপচার নব! দক্ষ মেক-আপ আর ফোটোশপের কারসাজিতেই এহেন লুক পেয়েছেন তিনি। কিন্তু কেন এমনতা করতে গেলেন? উত্তর, '' সবাইকে চমকে দিতে চেয়েছিলাম।'' গোটাটাই মেকআপ এবং ফোটোশপে এডিট করে করা হয়েছে। তাঁর কথায়, ‘‘আমি এমনই। এ ভাবেই নিজেকে মেলে ধরতে ভালবাসি। এটা একটা আর্ট। আমার ফলোয়ারেরা জানেন এটা আমার আসল চেহারা নয়।’’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
অ্যাঞ্জেলিনা জোলি হতে মুখে ৫০ বার সার্জারি ? ইরানের জনপ্রিয় সাহার তাবার- এর আসল চেহারা সামনে এল
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement