ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ অস্কার মঞ্চে

Last Updated:

নয়া মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত অভিবাসন নীতি, মুসলিম বিদ্বেষ প্রভাব ছড়াল অস্কার মঞ্চে ৷

#লস অ্যাঞ্জলেস: নয়া মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত অভিবাসন নীতি, মুসলিম বিদ্বেষ প্রভাব ছড়াল অস্কার মঞ্চে ৷ ৮৯ তম অস্কার অনু্ষ্ঠানের মঞ্চে উচ্চারিত হল ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ ৷ নয়া মার্কিন প্রেসিডেন্টের ‘অমানবিক’ অভিবাসন নীতির প্রতিবাদে অস্কারের মঞ্চে সশরীরে উপস্থিত থাকলেন না অস্কার জয়ী পরিচালক ইরানের আসগর ফারহাদি ৷
৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বিদেশি ছবির বিভাগে সেরার তকমা ছিনিয়ে নিয়ে অস্কার জেতে ‘দ্য সেলসম্যান’ ৷ এই ছবির পরিচালক আসগর ফারহাদি আদতে ইরানের বাসিন্দা ৷ ইরান সহ আরও সাত দেশের নাগরিকের প্রতি ট্রাম্পের আচরণের প্রতিবাদে অস্কার অনুষ্ঠানে এলেন না তিনি ৷ ফারহাদির তরফে গোটা বিশ্বের সামনে তাঁর প্রতিবাদ বার্তা পড়ে শোনালেন ইরানি বংশোদ্ভূদ মার্কিন নাগরিক ও মহাকাশচারী আনুশে আনসারি ৷
advertisement
আসগর ফারহাদি জানিয়েছেন, ‘নয়া মার্কিন অভিবাসন নীতি অমানবিক ৷ ইরান সহ সাত দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে তা অমানবিক ৷ এই অমানবিক আইনে বিভাজিত বিশ্ব ৷ ইরান সহ সেই সাত দেশের নাগরিকের পাশে আছি ৷ অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারলাম না বলে দুঃখিত ৷’
advertisement
advertisement
Photo Via AP Photo Via AP
এর আগে ২০১২ সালে আ সেপারেশন ছবির জন্য অস্কার পান আসগর ফারহাদি। শুধু আসগরের অনুপস্থিতিই নয়, অস্কারে ট্রাম্পের নীতি নিয়ে বিতর্ক উঠেছে আগেই ৷
অস্কারে মনোনয়ন পাওয়া ছবির চিত্রগ্রাহককে আমেরিকায় প্রবেশ করার অনুমতি দেয়নি ট্রাম্প প্রশাসন ৷ অস্কারে মনোনীত ‘হোয়াইট হেলমেট’ ছবির ২১ বছর বয়সী সিরিয়ান চিত্রগ্রাহক খালেদ খতিবকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ উল্লেখ্য, এদিন সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে অস্কার পেয়েছে ‘দ্য হোয়াইট হেলমেট’ ৷
advertisement
২৮ জানুয়ারি ইরাক, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়া, মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞার জারি করার পর থেকেই চরম হয়রানির মুখ পড়তে হয়েছে এই সাত দেশের নাগরিকদের ৷
দেশবাসী থেকে বিশ্ববাসী, সেলেব থেকে সাধারণ এমনকী ট্রাম্প প্রশাসনের অন্দরমহলের উচ্চপদস্থ আধিকারিকরাও প্রেসিডেন্টের নয়া অভিবাসন নীতি নিয়ে ছেড়ে কথা বলেননি ৷ বার বার বিভিন্ন মার্কিন আদালতে ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ৷ চোখরাঙানি, হুঁশিয়ারি কোনও কিছুতেই চিঁড়ে না ভেজায় অবশেষে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ৷ কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ অস্কার মঞ্চে
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement