ট্রাম্পের অভিবাসন নীতির প্রতিবাদ অস্কার মঞ্চে

নয়া মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত অভিবাসন নীতি, মুসলিম বিদ্বেষ প্রভাব ছড়াল অস্কার মঞ্চে ৷

  • Last Updated :
  • Share this:

    #লস অ্যাঞ্জলেস: নয়া মার্কিন প্রেসিডেন্টের বিতর্কিত অভিবাসন নীতি, মুসলিম বিদ্বেষ প্রভাব ছড়াল অস্কার মঞ্চে ৷ ৮৯ তম অস্কার অনু্ষ্ঠানের মঞ্চে উচ্চারিত হল ট্রাম্পের বিরুদ্ধে প্রতিবাদ ৷ নয়া মার্কিন প্রেসিডেন্টের ‘অমানবিক’ অভিবাসন নীতির প্রতিবাদে অস্কারের মঞ্চে সশরীরে উপস্থিত থাকলেন না অস্কার জয়ী পরিচালক ইরানের আসগর ফারহাদি ৷

    ৮৯ তম অ্যাকাডেমি অ্যাওয়ার্ডসের মঞ্চে বিদেশি ছবির বিভাগে সেরার তকমা ছিনিয়ে নিয়ে অস্কার জেতে ‘দ্য সেলসম্যান’ ৷ এই ছবির পরিচালক আসগর ফারহাদি আদতে ইরানের বাসিন্দা ৷ ইরান সহ আরও সাত দেশের নাগরিকের প্রতি ট্রাম্পের আচরণের প্রতিবাদে অস্কার অনুষ্ঠানে এলেন না তিনি ৷ ফারহাদির তরফে গোটা বিশ্বের সামনে তাঁর প্রতিবাদ বার্তা পড়ে শোনালেন ইরানি বংশোদ্ভূদ মার্কিন নাগরিক ও মহাকাশচারী আনুশে আনসারি ৷

    আসগর ফারহাদি জানিয়েছেন, ‘নয়া মার্কিন অভিবাসন নীতি অমানবিক ৷ ইরান সহ সাত দেশের নাগরিকদের মার্কিন মুলুকে প্রবেশে যে নিষেধাজ্ঞা জারির কথা বলা হয়েছে তা অমানবিক ৷ এই অমানবিক আইনে বিভাজিত বিশ্ব ৷ ইরান সহ সেই সাত দেশের নাগরিকের পাশে আছি ৷ অস্কারের মঞ্চে উপস্থিত থাকতে পারলাম না বলে দুঃখিত ৷’

    Photo Via AP Photo Via AP

    এর আগে ২০১২ সালে আ সেপারেশন ছবির জন্য অস্কার পান আসগর ফারহাদি। শুধু আসগরের অনুপস্থিতিই নয়, অস্কারে ট্রাম্পের নীতি নিয়ে বিতর্ক উঠেছে আগেই ৷

    অস্কারে মনোনয়ন পাওয়া ছবির চিত্রগ্রাহককে আমেরিকায় প্রবেশ করার অনুমতি দেয়নি ট্রাম্প প্রশাসন ৷ অস্কারে মনোনীত ‘হোয়াইট হেলমেট’ ছবির ২১ বছর বয়সী সিরিয়ান চিত্রগ্রাহক খালেদ খতিবকে আমেরিকায় প্রবেশ করতে দেওয়া হয়নি ৷ উল্লেখ্য, এদিন সেরা স্বল্পদৈর্ঘ্যের তথ্যচিত্র হিসেবে অস্কার পেয়েছে ‘দ্য হোয়াইট হেলমেট’ ৷

    ২৮ জানুয়ারি ইরাক, ইরান, লিবিয়া, সুদান, ইয়েমেন, সিরিয়া ও সোমালিয়া, মুসলিম অধ্যুষিত দেশের নাগরিকদের আমেরিকায় প্রবেশ নিষিদ্ধ করেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। এই নিষেধাজ্ঞার জারি করার পর থেকেই চরম হয়রানির মুখ পড়তে হয়েছে এই সাত দেশের নাগরিকদের ৷

    দেশবাসী থেকে বিশ্ববাসী, সেলেব থেকে সাধারণ এমনকী ট্রাম্প প্রশাসনের অন্দরমহলের উচ্চপদস্থ আধিকারিকরাও প্রেসিডেন্টের নয়া অভিবাসন নীতি নিয়ে ছেড়ে কথা বলেননি ৷ বার বার বিভিন্ন মার্কিন আদালতে ধাক্কা খেয়েছে ডোনাল্ড ট্রাম্পের অভিবাসন নীতি ৷ চোখরাঙানি, হুঁশিয়ারি কোনও কিছুতেই চিঁড়ে না ভেজায় অবশেষে নিজের অবস্থান থেকে সরে দাঁড়ান মার্কিন প্রেসিডেন্ট ৷ কিন্তু তাতেও বদলায়নি পরিস্থিতি ৷

    First published:

    Tags: Asghar Farhadi, Best foreign film, Donald Trump, Immigration ban, Iranian film, Oscar 2017, Oscars 2017