Indians Missing in Iran Update: তেহরানে পা দিয়েই অপহরণকারীদের খপ্পরে, অবশেষে উদ্ধার ইরানে নিখোঁজ তিন ভারতীয়!

Last Updated:

অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরানে এসেছিলেন তিন ভারতীয়৷ সেখানে স্থানীয় একটি পর্যটন সংস্থা তাঁদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল বলে খবর৷

তিন ভারতীয়কে উদ্ধার করল ইরান পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স৷
তিন ভারতীয়কে উদ্ধার করল ইরান পুলিশ৷ ফাইল ছবি, রয়টার্স৷
ইরানে গিয়ে নিখোঁজ হয়ে যাওয়া তিন ভারতীয়ের খোঁজ মিলল৷ ওই তিনজন ভারতীয়কেই অপহরণকারীদের কবল থেকে উদ্ধার করেছে ইরান পুলিশ৷ ইরানের আধা সরকারি তানসিম সংবাদসংস্থা এই খবর জানিয়েছে৷ পরে ইরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকে এক্স হ্যান্ডেলে পোস্ট করে তিন ভারতীয়ের উদ্ধার হওয়ার খবর জানানো হয়েছে৷ নিখোঁজ তিন ভারতীয়ই পঞ্জাবের বাসিন্দা৷
ইরানের সংবাদসংস্থার খবর অনুযায়ী, গত ১ মে ওই তিন ভারতীয়কে অপহরণ করা হয়েছিল৷ এর পর অপহরণকারীদের বিরুদ্ধে অভিযানে নেমে দক্ষিণ তেহরানের শহর ভারামিন থেকে ওই তিন জন ভারতীয়কে উদ্ধার করে ইরান পুলিশ৷
অস্ট্রেলিয়া যাওয়ার পথে ইরানে এসেছিলেন তিন ভারতীয়৷ সেখানে স্থানীয় একটি পর্যটন সংস্থা তাঁদের কাজের প্রতিশ্রুতি দিয়েছিল বলে খবর৷ যেদিন তাঁরা তেহরানে পা দেন, সেদিনই ওই তিন ভারতীয়কে অপহরণের অভিযোগ পেয়েছিল ইরান পুলিশ৷ গত ২৯ মে দিল্লিতে অবস্থিত ইরানের দূতাবাসের পক্ষ থেকে জানানো হয়, তিন ভারতীয়ের অপহরণের অভিযোগটি তারা তদন্ত করে দেখছে৷ ইরানের বিদেশমন্ত্রক এবং পুলিশ বিভাগ এ নিয়ে সমন্বয় রেখে কাজ করছে বলেই জানানো হয়৷
advertisement
advertisement
অপহৃত ওই তিন ভারতীয় হলেন পঞ্জাবের সাংগ্রুরের বাসিন্দা হুসানপ্রীত সিং, এসবিএস নগরের বাসিন্দা যশপাল সিং এবং হোসিয়ারপুরের বাসিন্দা অমৃতপাল সিং৷ তাঁদের পরিবারের অভিযোগ ছিল, অপহরণের পর ওই তিন ভারতীয়ের মুক্তিপণ চেয়ে যোগাযোগ করে অপহরণকারীরা৷ এমন কি, অপহৃত তিন জনের হাত পা বাঁধা অবস্থায় ছবি এবং ভিডিও পাঠানো হয়৷ যেখানে অপহৃত তিন ভারতীয়ের শরীরে কাটা দাগ এবং আঘাতের চিহ্ন দেখা গিয়েছিল৷
advertisement
অপহৃতদের মধ্যে একজন হুসানপ্রীত সিংয়ের মায়ের অভিযোগ, অস্ট্রেলিয়া পৌঁছে দেওয়ার নাম করে তাঁর ছেলের থেকে এক এজেন্ট মোটা টাকা নিলেও শেষ পর্যন্ত কুখ্যাত ডাঙ্কি রুট দিয়ে তাঁকে ইরানে পাঠানো হয়৷ তিন ভারতীয়কে উদ্ধারের জন্য তেহরানের ভারতীয় দূতাবাসের পক্ষ থেকেও ইরান সরকারের সঙ্গে যোগাযোগ করা হয়৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Indians Missing in Iran Update: তেহরানে পা দিয়েই অপহরণকারীদের খপ্পরে, অবশেষে উদ্ধার ইরানে নিখোঁজ তিন ভারতীয়!
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement