Donald Trump Vladimir Putin Alaska Meet: আসল নয়, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে দেখা করলেন নকল পুতিন? ধরা পড়ে গেল দুই অমিল, তোলপাড় দুনিয়া

Last Updated:
আলাস্কায় ট্রাম্প- পুতিন সাক্ষাৎ৷ ছবি- রয়টার্স
আলাস্কায় ট্রাম্প- পুতিন সাক্ষাৎ৷ ছবি- রয়টার্স
আন্তর্জাতিক মহলে এখন চর্চার বিষয় আলাস্কায় ডোনাল্ড ট্রাম্প এবং ভ্লাদিমির পুতিনের তিন ঘণ্টার আলোচনা৷ যদিও সেই বৈঠককে কেন্দ্র করেই নেট দুনিয়ায় ছড়িয়ে পড়েছে মজার একটি দাবি৷ নেট ব্যবহারকারীদের একাংশের দাবি, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে দেখা করেছেন নকল পুতিন! নিজেদের দাবির স্বপক্ষে বেশ কয়েকটি যুক্তিও দিয়েছেন তাঁরা৷
নেট দুনিয়ায় এই মতের শরিক যাঁরা, তাঁদের দাবি, মার্কিন প্রেসিডেন্টকে বোকা বানাতে নিজের বডি ডবল পাঠিয়েছিলেন রুশ প্রেসিডেন্ট৷ আলাস্কায় পুতিনের চেহারা এবং শরীরী ভাষা দেখে এই দাবি আও জোরাল হয়েছে৷
এক্স হ্যান্ডেলে এমনই দাবির একটি হল, আলাস্কায় যে পুতিনকে দেখা গিয়েছে তাঁর চিবুকের জায়গাটি অনেক ভরাট৷ শুধু তাই নয়, সাধারণত পুতিন যতটা গম্ভীর থাকেন তার তুলনায় আলাস্কায় ট্রাম্পের সঙ্গে সাক্ষাতের সময় তাঁকে অনেক বেশি হাসিখুশি দেখাচ্ছিল বলেও দাবি করা হচ্ছে৷
advertisement
advertisement
একজন এক্স হ্যান্ডেলে লিখেছেন, ‘উনি আসল পুতিন কোনওভাবেই নয়৷ আলাস্কায় হাসিখুশি দেখতে একজন নকল পুতিনকে পাঠিয়ে দেওয়া হয়েছে৷ এতদিন পুতিনের এই বডি ডবলকে মাঝেমধ্যে জনসমক্ষে আনা হত৷ উত্তর কোরিয়ায় কিমের সঙ্গে দেখা করতে এই নকল পুতিনকেই পাঠানো হয়েছিল৷’
advertisement
আর একজন লিখেছেন, ‘আমার মতে এটা পুতিনের পাঁচ নম্বর বডি ডবল৷ এঁর চিবুক অনেক গোলাকার এবং হাঁটার সময় পুতিনের তুলনায় ডান হাত অনেক বেশি নড়াচড়া করে৷’
এই মতের শরিক আর একজন আবার লিখেছেন, ‘এই পুতিনকে দেখে মনে হচ্ছে সবসময় হাসি চাপার চেষ্টা করছেন৷’
তবে পুতিনের বডি ডবল বা নকল পুতিনের তত্ত্ব নতুন কিছু নয়৷ রুশ প্রেসিডেন্টের উপর যাঁরা খুব কাছ থেকে নজর রাখেন, তাঁদের অনেকেই অতীতেও দাবি করেছেন, পুতিনের একাধিক বডি ডবল বা নকল রয়েছে৷ এই তত্ত্বের শরিক যাঁরা তাঁদের আরও দাবি, আসল পুতিনের চেহারার সঙ্গে সাদৃশ্য আনার জন্য এই নকল পুতিনদের শরীরে একাধিক অস্ত্রোপচার করানো হয়েছে৷ যাতে আসল এবং নকলের মধ্যে ফারাক ধরা না পড়ে৷
advertisement
সাধারণত পুতিনের হাঁটাচলার সময় তাঁর ডান হাতের নড়াচড়ায় কিছুটা অস্বাভাবিকতা দেখা যায়৷ কিন্তু তাঁর বাঁ হাতটি স্বাভাবিকভাবে নড়াচড়া করে৷ ফলে আসল পুতিনকে নকল করা যথেষ্টই কঠিন৷
একাধিক স্নায়ুরোগ বিশেষজ্ঞের দাবি, হাঁটাচলার সময় পুতিনের ডান হাতের এই অস্বাভাবিক নড়াচড়া কোনও স্নায়ুরোগ সংক্রান্ত সমস্যা নয়৷ তাঁদের মতে, সোভিয়েত সিকিউরিটি সার্ভিসে কেজিবি ট্রেনিংয়ের সময় সব এজেন্টকেই তাঁদের ডান হাত বুকের কাছে নয়তো এমন ভাবে রাখতে বলা হয় যাতে কোনও জরুরি পরিস্থিতিতে দ্রুত তাঁরা নিজেদের বন্দুক বা অস্ত্র বের করতে পারেন৷ সেই অভ্যাস থেকেই পুতিনের ডান হাতে এই ধরনের অস্বাভাবিক নড়াচড়া দেখা যায় দাবি বিশেষজ্ঞদের৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
Donald Trump Vladimir Putin Alaska Meet: আসল নয়, আলাস্কায় ট্রাম্পের সঙ্গে দেখা করলেন নকল পুতিন? ধরা পড়ে গেল দুই অমিল, তোলপাড় দুনিয়া
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement