মানুষের বাঁচা হবে দুঃসহ, আগামী কয়েক বছরে এক ধাক্কায় ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা

Last Updated:

গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) -র জেরে বিপদ ফের আরও বাড়তে চলেছে৷

#নয়াদিল্লি: গ্লোবাল ওয়ার্মিং (Global Warming) -র জেরে বিপদ ফের আরও বাড়তে চলেছে৷ ইন্টার গভর্মেন্টাল প্যানেল অন ক্লাইমেট চেঞ্জ (IPCC) নিয়ে নিজের তাজা রিপোর্ট জমা দিয়েছে৷ প্রি ইন্ডাস্ট্রিয়াল যুগে (Pre-Industrial Era) তুলনায় ২ ডিগ্রি বেশি বেড়ে যাবে আগামী ২১০০ -র মধ্যে৷ এটা আটকাতে বড় মাত্রায় গ্রিন হাউস গ্যাস (Green House Emission) নির্গমন এখনই কম করতে হবে৷ আইপিসিসিস নিজের ষষ্ঠ বার্ষিক রিপোর্টে -র প্রথম ভাগে পৃথিবীর জলবায়ুর স্থিতি তাজা মূল্যায়ন , পরিবর্তন ও গ্রহে তার প্রভাব আর জীবন রূপ জারি করেছে৷ পৃথিবী-র জলবায়ুর স্থিতি ওপর এই রিপোর্ট ব্যাপক রূপে স্বীকৃতি বৈজ্ঞানিক রায়৷
১৮৫০ থেকে ১৯০০-র মধ্যে বিশ্বের তাপমাত্রা প্রাক ইন্ডাস্ট্রিয়াল সময়ে তাপমাত্রা আগের থেকে ১.১ ডিগ্রি সেলসিয়াস বেড়েছ৷ রিপোর্টে বলা হয়েছে ২০৪০ -র মধ্যে ১.৫ ডিগ্রি বেড়ে যাবে৷
২০১৫ সালে প্যারিস চুক্তি অনুযায়ি ২ ডিগ্রি যেন পৃথিবীর তাপমাত্রা বাড়তে না দেওয়া হয়৷ এটা যেন ১.৫ ডিগ্রি -র মধ্যে রাখা হয়৷ বৈজ্ঞানিক বলেছেন পৃথিবীর তাপমাত্রা ২ ডিগ্রি বেড়ে গেলে গোটা পৃথিবীর জলবায়ু চিরজীবনের জন্য বদলে যাবে৷ মানুষ ও অন্য প্রাণীদের জন্য যা খুবই বিপদজনক৷
advertisement
advertisement
আইপিসিসি-র গঠন হয়েছিল ১৯৮৮ সালে৷ বিশ্বের মৌসম বিজ্ঞান সংগঠন  (WMO)আর সংযুক্ত রাষ্ট্র পরিবেশ কার্যক্রম  (UNEP) আইপিসিসি -র গঠন হয়েছিল৷ আইপিসিসি দুনিয়া জুড়ে বিজ্ঞানী এক মঞ্চে জলবায়ু পরিবর্তন নিয়ে বিজ্ঞানীদের দাবি দেখেছ৷ এই দাবি তারপর তারা বিশ্ববাসীর সামনে তুলে ধরেছে৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
মানুষের বাঁচা হবে দুঃসহ, আগামী কয়েক বছরে এক ধাক্কায় ২ ডিগ্রি বাড়তে পারে তাপমাত্রা
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement