১৭ বছর পর ফের বিশ্বসুন্দরী ভারতকন্যা, মিস ওয়ার্ল্ড খেতাব জিতলেন মানুষী চিল্লর
Last Updated:
দীর্ঘ অপেক্ষার অবসান। ১৭ বছর পর মানুষী চিল্লরের হাতে ধরে আবারও মিস ওয়ার্ল্ডের শিরোপা পেল ভারত।
#সানইয়া, চিন: দীর্ঘ অপেক্ষার অবসান। ১৭ বছর পর মানুষী চিল্লরের হাতে ধরে আবারও মিস ওয়ার্ল্ডের শিরোপা পেল ভারত। শেষবার এই সম্মান পেয়েছিলেন ২০০০ সালে প্রিয়াঙ্কা চোপড়া ৷ ১৯৬৬ সালে প্রথম ভারতীয় হিসেবে বিশ্ব সুন্দরীর খেতাব জেতেন চিকিৎসাবিজ্ঞানীর ছাত্রী রীতা ফারিয়া ৷ ঘটনাচক্রে তার ঠিক অর্ধশতাব্দী পর সেই একই খেতাব জিততে সফল চিকিৎসাবিজ্ঞানের আরেক ছাত্রী মানুষী।
শনিবার সন্ধ্যায় চিনের সানইয়ায় অনুষ্ঠিত হয় জাঁকজমকপূর্ণ 'মিস ওয়ার্ল্ড-২০১৭'-র গ্র্যান্ড ফিন্যালে। বিশ্বের মোট ১০৮টি দেশের সুন্দরীরা এবার অংশ নিয়েছিলেন এই প্রতিযোগিতায়। মিস ওয়ার্ল্ডের ৬৭ বছরের ইতিহাসে মানুষী ছ’ নম্বর ভারতীয় হিসেবে সেরার মুকুট জিতলেন। মেক্সিকান সুন্দরী অ্যান্দ্রিয়ে মেজা প্রথম ও ইংল্যান্ডের স্টিফেনি হিল দ্বিতীয় রানারআপ হন। মানুষী চিল্লরের মাথায় মুকুট পরিয়ে দেন গতবারের বিজয়ী পুয়ের্তো রিকোর স্টিফেনি ডেল ভ্যালে।
advertisement
advertisement
২০ বছর বয়সী হরিয়ানা মানুষী ভগত ফুল সিং সরকারি মেডিক্যাল কলেজের দ্বিতীয় বর্ষের ছাত্রী। মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর সংবাদমাধ্যমকে দেওয়া সাক্ষাৎকারে মানুষী বলেন, ‘‘ বিশ্বসুন্দরী প্রতিযোগিতায় অংশ নেব, এটা আমার ছোটবেলার স্বপ্ন। শুধু আমার নয়, আমার পরিবার ও কাছের প্রত্যেককেই এই বিষয়ে আমাকে অনেক উৎসাহিত করেছেন। আশা করি এরপরেও অনেকদূর যাব।মা-ই আমার জীবনের অনুপ্রেরণা। মিস ওয়ার্ল্ড খেতাব জেতার পর এখন স্বপ্নের জগতে রয়েছি আমি ৷ দেশকে গর্বিত করতে পেরে আমি দারুণ খুশি ৷ ’’
advertisement
Congratulations @ManushiChhillar! India is proud of your accomplishment.
— Narendra Modi (@narendramodi) November 18, 2017
advertisement
প্রতিযোগিতার সেরা পাঁচে এবার জায়গা করে নেন ফ্রান্স ও কেনিয়ার সুন্দরীরাও। বিচারক হিসেবে অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জুলিয়া মর্লে, মাইক ডিক্সন, ডনি ডার্বি, আর্নল্ড ভার্জেরিয়া ও মিস্টার ওয়ার্ল্ড রোহিত খন্ডেলওয়াল ৷ ভারতের হয়ে এর আগে যাঁরা বিশ্বসুন্দরীর শিরোপা জিতেছেন, তাঁরা হলেন রীতা ফারিয়া (১৯৬৬), ঐশ্বর্য রাই (১৯৯৭), ডায়ানা হেডেন (১৯৯৭), যুক্তা মুখি (১৯৯৯) এবং প্রিয়াঙ্কা চোপড়া (২০০০) ৷
advertisement
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
First Published :
November 19, 2017 9:09 AM IST