Indian Student Killed in Canada: বাসের জন্য অপেক্ষা করছিলেন, হঠাৎ বুকে এসে লাগল গুলি! কানাডায় ভারতীয় ছাত্রীর মর্মান্তিক পরিণতি
- Published by:Debamoy Ghosh
- news18 bangla
Last Updated:
টরন্টোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিযুক্ত কনস্যুলেট জেনারেল এক্স হ্যান্ডেলে ওই ভারতীয় ছাত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷
হ্যামিলটন: বাসের জন্য অপেক্ষা করছিলেন৷ আচমকাই গুলি ছিটকে এসে লেগে মৃত্যু হল ২১ বছর বয়সী এক ভারতীয় ছাত্রীর৷ কানাডার হ্যামিলটনের একটি কলেজের পড়ুয়া ওই ছাত্রীর নাম হরসিমরৎ রনধাওয়া৷
জানা গিয়েছে, একটি গাড়ি থেকে ছোড়া এলোপাথাড়ি গুলি লেগেই মর্মান্তিক পরিণতি হয় ওই ছাত্রীর৷ ঘটনার তদন্ত শুরু করেছে হ্যামিলটন পুলিশ৷ হ্যামিলটনের ওনটারিওর মোহাওক কলেজের ছাত্রী ছিলেন হরসিমরৎ৷ গত বুধবার এই ঘটনা ঘটে বলে জানা গিয়েছে৷
টরন্টোয় অবস্থিত ভারতীয় দূতাবাসের নিযুক্ত কনস্যুলেট জেনারেল এক্স হ্যান্ডেলে ওই ভারতীয় ছাত্রীর মৃত্যুতে শোকপ্রকাশ করেছেন৷ তিনি জানিয়েছেন, পুলিশের থেকে পাওয়া তথ্য অনুযায়ী, একটি গুলি বিনিময়ের ঘটনার মধ্যে পড়ে গিয়ে গুলিবিদ্ধ হয়ে মৃত্যু হয়েছে ওই নিরীহ ছাত্রীর৷ খুনের ঘটনার তদন্ত শুরু হয়েছে৷ মৃত ছাত্রীর পরিবারের সঙ্গে আমরা প্রতিনিয়ত যোগাযোগ রাখছি এবং সবরকম সাহায্য করছি৷ এই কঠিন সময়ে আমরা শোকস্তব্ধ পরিবারের পাশে রয়েছি৷
advertisement
advertisement
আরও পড়ুন: প্রেমিককে নিয়ে স্বামীকে খুন, তার পর অন্তঃসত্ত্বা! মেরঠের জেলে মুসকানের বন্ধু এখন সঙ্গীতা
স্থানীয় পুলিশ জানিয়েছে, বুধবার স্থানীয় সময় সকাল সাড়ে সাতটা নাগাদ হ্যামিলটনের আপার বেন্ড এবং সাউথ বেন্ড রোড স্ট্রিটে একটি শ্যুটআউটের ঘটনার খবর পান তারা৷ ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেখে, বুকে গুলি লেগেছে হরসিমরৎ নামে ওই ছাত্রীর৷ সঙ্গে সঙ্গেই ওই ছাত্রীকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় পুলিশ৷ যদিও চিকিৎসকরা তাঁকে মৃত বলে ঘোষণা করেন৷
advertisement
ঘটনার তদন্তে নেমে পুলিশ জানতে পেরেছে, একটি কালো গাড়ি থেকে একটি সাদা গাড়িকে লক্ষ্য করে গুলি ছোড়া হয়৷ সেই গুলিই লক্ষ্যভ্রষ্ট হয়ে বাস স্ট্যান্ডে অপেক্ষারত ওই ছাত্রীর শরীরে এসে লাগে৷ ঘটনার পরই গাড়ি দুটি ঘটনাস্থল ছেড়ে পালায়৷ শুধু ওই ছাত্রীর শরীরেই নয়, একটি গুলি লক্ষ্যভ্রষ্ট হয়ে জানলার কাচ ভেঙে একটি বাড়ির ভিতরে ঢুকে যায়৷ অল্পের জন্য রক্ষা পান বাড়ির বাসিন্দারা৷ আপাতত ঘটনাস্থলে থাকা অন্যান্য গাড়ির ড্যাশকামে অভিযুক্ত দুটি গাড়ির কোনও ছবি ধরা পড়েছে কি না, সেই খোঁজ করছে পুলিশ৷
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
April 19, 2025 2:53 PM IST