ফের আমেরিকায় গুলি করে খুন ভারতীয়কে, উদ্বেগ প্রকাশ সুষমার

Last Updated:

ফের আমেরিকায় খুন হলেন এক ভারতীয় ৷

#ওয়াশিংটন: ফের আমেরিকায় খুন হলেন এক ভারতীয় ৷ ওয়াশিংটনে পঞ্জাবের বাসিন্দা বিক্রম জরিয়ালকে গুলি করে খুন করার অভিযোগ ওঠেছে ৷ এই ঘটনায় উদ্বিগ্ন বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ৷
২৫ দিন আগে ভারত থেকে ওয়াশিংটনে পৌঁছন বিক্রম ৷ ওয়াশিংটনের একটি গ্যাস স্টেশনের কনভেনিয়েন্স স্টোরে ক্লার্কের কাজ করছিলেন তিনি ৷ বৃহস্পতিবার অর্থাৎ ৬ এপ্রিল রাতে গ্যাস স্টেশনে ঢুকে বিক্রমের উপর হামলা চালায় মুখোশধারী দুই আততায়ী ৷ স্টোরের ক্যাশ কাউন্টার থেকে সমস্ত টাকা কেড়ে নেওয়া হয় ৷ আততায়ীদের গুলিতে গুরুতর আহত হন বিক্রম জরিওয়াল ৷ হাসপাতালে নিয়ে যাওয়ার পথেই মৃত্যু হয় তাঁর ৷
advertisement
এই ঘটনায় উদ্বেগ প্রকাশ করে বিদেশমন্ত্রী সুষমা স্বরাজ ট্যুইটারে বলেন, ‘ভারতীয়কে খুনের ঘটনা জেনেছি ৷ খুনের সঠিক তদন্ত হবে ৷ এব্যাপারে সান ফ্রান্সিসকোয় ভারতীয় কনস্যুলেটের সঙ্গে কথা হয়েছে ৷ ঘটনাস্থলে কী ঘটেছিল জানতে খতিয়ে দেখা হচ্ছে সিসিটিভি ফুটেজ ৷’
advertisement
এই হামলা নিছকই ডাকাতি নাকি বর্ণবিদ্বেষমূলক মনোভাব থেকেই ওই ভারতীয়কে খুন করা হয়েছে কিনা তা খতিয়ে দেখছে তদন্তকারী আধিকারিকরা ৷
advertisement
এর আগে মার্চের শুরুতেই একাধিক বার মার্কিন মুলুকে আক্রান্ত হয়েছেন ভারতীয়রা ৷ ট্রাম্পের আমেরিকায় স্বস্তিতে নেই ভারতীয়রা। কানসাসে গুলি করে মারা হয় হায়দরাবাদের ইঞ্জিনিয়র শ্রীনিবাসকে। তারপরেই সাউথ ক্যারোলিনায় হামলায় মৃত্যু হয় হর্নিশ পটেল নামে আরও এক ভারতীয়ের। শ্রীনিবাসের মৃত্যুর পরই চাপের মুখে প্রেসিডেন্ট ট্রাম্প। দেশে হিংসা-সন্ত্রাস একেবারেই বরদাস্ত করা হবে না বলে মার্কিন কংগ্রেসে মন্তব্য করেন ট্রাম্প।
advertisement
মাত্র কয়েক দিনের ব্যবধানে পর পর তিন ভারতীয়র ওপর হামলা হয়। কানসাস, সাউথ ক্যারোলিনার পর সিয়াটেলের কেন্ট। বন্দুকবাজের গুলিতে আহত হন এক শিখ যুবক। ৩৯ বছরের দীপ রাইকে তাঁর বাড়ির সামনেই গুলি করে অজ্ঞাতপরিচয় বন্দুকবাজ। কানসাসের শ্রীনিবাস এবং সাউথ ক্যারোলিনার হর্নিশ পটেলের মৃত্যু হলেও একটুর জন্য প্রাণে বেঁচে যান দীপ। বন্দুকবাজের ছোড়া গুলি তাঁর হাতে লাগে। হাসপাতালে নিয়ে গেলে প্রাথমিক চিকিৎসার পরই ছেড়ে দেওয়া হয় তাঁকে। কানসাসে শ্রীনিবাসের মতই দীপকেও গুলি করার আগে দেশ ছেড়ে চলে যাওয়ার হুমকি দেয় বন্দুকবাজ।
advertisement
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
ফের আমেরিকায় গুলি করে খুন ভারতীয়কে, উদ্বেগ প্রকাশ সুষমার
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement