হনিমুনে গিয়ে দুদিনের মাথায় অস্বাভাবিক মৃত্যু মহিলার!
Last Updated:
#শ্রীলঙ্কা: শ্রীলঙ্কায় হনিমুনে গিয়েছিলেন ভারতীয় বংশদ্ভূত ব্রিটিশ মহিলা উশিলা প্যাটেল। সঙ্গে ছিলেন তাঁর স্বামী খিলান চন্দারিয়া। কিন্তু সেকানে গিয়ে হটাৎই মৃত্যু হয় ওই মহিলার। তাঁর স্বামীকে ওই দেশ থেকে বাইরে বেড়োনোর অনুমতি দেওয়া হয়নি।
বিয়ের মাত্র ৬দিনের মাথায় ওই মহিলার মৃত্যু হয়। তবে ওই মহিলার স্বামিকে গ্রেফতার করা হয়নি। হনিমুনে আসার দুদিনের মাথায় মহিলার মৃত্যুতে সকলেই বেশ অবাক। রহস্য খুঁজে বার করতে তদন্তে নেমেছে পুলিশ। তবে ওই দুই দম্পতির পরিবারের তরফ থেকে জানানো হয়েছে, ' ওখানে গিয়ে খাওয়ার খেয়ে ফুড পইসনিং হয়েছিল ওদের দুজনের।' তবে মহিলার স্বামীও অসুস্থ রয়েছেন। খতিয়ে দেখা হচ্ছে মৃত্যুর কারণ।
Location :
First Published :
May 12, 2019 2:05 PM IST