Indian Navy: গুপ্তচরবৃত্তির অভিযোগ, ৮ নৌসেনার মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদন বিবেচনার পথে কাতার
- Published by:Suman Biswas
- trending desk
Last Updated:
Indian Navy: ইতিমধ্যেই ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয় এবং বিগত মাসে কাতারের আদালত তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।
কাতার: কাতারের একটি আদালত ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আপিল গ্রহণ করেছে। এই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের বিগত বছরে গুপ্তচরবৃত্তির অভিযোগে আটক করা হয়েছিল। সূত্র মারফত পাওয়া খবর অনুযায়ী জানা গিয়েছে যে, ভারতের আবেদন খতিয়ে দেখে শুনানির তারিখ নির্ধারণ করবে কাতারের আদালত। রিপোর্ট অনুযায়ী, গুপ্তচরবৃত্তির অভিযোগে কাতারের গোয়েন্দা সংস্থা ২০২২ সালের অগাস্ট মাসে ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের গ্রেফতার করেছিল। যদিও কাতার কর্তৃপক্ষ ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের বিরুদ্ধে আনা অভিযোগ এখনও প্রকাশ করেনি। ইতিমধ্যেই ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের জামিনের আবেদন বেশ কয়েকবার খারিজ করা হয় এবং বিগত মাসে কাতারের আদালত তাঁদের বিরুদ্ধে রায় ঘোষণা করে।
এবার জানা গিয়েছে যে ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মৃত্যুদণ্ডের বিরুদ্ধে ভারতের আবেদন গ্রহণ করেছে কাতার প্রশাসন। ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের কনস্যুলার অ্যাক্সেস মঞ্জুর করা হয়েছে এবং ভারতীয় কর্তৃপক্ষ তাঁদের মুক্তি নিশ্চিত করার জন্য কাজ করছে।
advertisement
advertisement
ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীদের মধ্যে রয়েছেন ভারতীয় নৌবাহিনীর প্রবীণ কমান্ডার পূর্ণেন্দু তিওয়ারি, কমান্ডার সুগুণাকর পাকালা, কমান্ডার অমিত নাগপাল, কমান্ডার সঞ্জীব গুপ্তা, ক্যাপ্টেন নভতেজ সিং গিল, ক্যাপ্টেন বীরেন্দ্র কুমার ভার্মা, ক্যাপ্টেন সৌরভ বশিষ্ঠ এবং নাবিক রাগেশ গোপকুমার। ওই ৮ জন প্রাক্তন ভারতীয় নৌবাহিনীর কর্মীর সমস্ত অফিসারের ভারতীয় নৌবাহিনীতে দেওয়া ২০ বছরের একটি বিশিষ্ট পরিষেবা রেকর্ড রয়েছে এবং তাঁরা বাহিনীতে প্রশিক্ষক সহ গুরুত্বপূর্ণ পদে অধিষ্ঠিত হয়েছেন। কয়েকদিন আগেই জানা যায় যে, কাতারে গুপ্তচরবৃত্তির অভিযোগে তাঁদের গ্রেফতার করা হয়েছে।
advertisement
আরও খবর পড়তে ফলো করুন
আটক প্রাক্তন অফিসারদের একজনের বোন মিতু ভার্গব তাঁর ভাইকে ফিরিয়ে আনতে সরকারের কাছে সাহায্য চেয়েছিলেন। ৮ জুন X হ্যান্ডেলে একটি পোস্টে, তিনি প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদিকে এই বিষয়ে হস্তক্ষেপ করার আবেদন করেছিলেন। সেই পোস্টে তিনি ট্যাগ করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির পাশাপাশি কেন্দ্রীয় মন্ত্রী অমিত শাহ এবং রাজনাথ সিংকে। সেই পোস্টে তিনি লিখেছিলেন, “এই প্রাক্তন নৌবাহিনীর অফিসাররা জাতির গর্ব এবং আবারও আমি আমাদের মাননীয় প্রধানমন্ত্রীকে হাত জোড় করে অনুরোধ করছি যে এখনই সময় এসেছে যে তাঁদের সবাইকে আর কোনও বিলম্ব না করে অবিলম্বে ভারতে ফিরিয়ে আনা হোক।”
দেশের সব লেটেস্ট খবর ( National News in Bengali ) এবং বিদেশের সব খবর ( World News in Bengali ) পান নিউজ 18 বাংলায় ৷ দেখুন ব্রেকিং নিউজ এবং টপ হেডলাইন নিউজ 18 বাংলার লাইভ টিভিতে ৷ ডাউনলোড করুন নিউজ 18 বাংলার অ্যাপ অ্যান্ড্রয়েড এবং আইওএস-এ ৷ News18 Bangla-কে গুগলে ফলো করতে ক্লিক করুন এখানে ৷
Location :
Kolkata,West Bengal
First Published :
November 24, 2023 2:37 PM IST