দুবাইয়ে ২১ কোটি টাকার জ্যাকপট জিতলেন এক ভারতীয়

Last Updated:
#দুবাই: ২১ কোটি টাকার জ্যাকপট ৷ সে কী আর মুখের কথা ! এই বিরাট অঙ্কের জ্যাকপট জিতলেন দুবাইয়ে বসবাসকারী এক ভারতীয় ৷ গত মঙ্গলবার আবু ধাবি আন্তর্জাতিক বিমানবন্দরে লটারিতে জিতলেন তিনি। পরিসংখ্যান বলছে, এর আগে বেশ কয়েকজন ভারতীয় জ্যাকপট জিতেছেন ৷
এ বার ভাগ্যবানদের তালিকায় যোগ হল আদতে কেরলের বাসিন্দা জন ভার্গিসের নাম ৷
পয়লা এপ্রিলের সকালে তাঁর কাছে এই খবরটা এসেছিল ৷ সেই কারণে প্রথমটায় বিশ্বাস করতে পারেননি তিনি যে, তিনিই এই জ্যাকপট জিতেছেন ৷ ভেবেছিলেন কেউ ১ এপ্রিলের সকালে তাঁকে বোকা বানানোর চেষ্টা করছেন ৷ যাচাই করে নিয়ে অবশেষে বুঝতে পারেন এটা নিছক মজা নয় ৷ সম্পূর্ণ সত্যি ৷
advertisement
advertisement
২১ কোটি টাকার জ্যাকপট পেয়ে কী করতে চান জন ? তিনি জানিয়েছেন, জ্যাকপট থেকে প্রাপ্ত অর্থ তাঁর চার বন্ধুর সঙ্গে ভাগ করে নিতে চান তিনি। কিন্তু তার আগে নিজের সাধারণ ফোনটা বদলে একটা স্মার্টফোন কিনতে চান ভার্গিস।
২০১৬ থেকে একটি বেসরকারি কোম্পানির গাড়ির চালক হিসেবে কাজ করছেন তিনি। বাড়িতে রয়েছে তাঁর স্ত্রী ও দুই সন্তান। তাদের ভবিষ্যতের জন্য টাকা লগ্নি করতে চান জন ৷
advertisement
এর পাশাপাশি দরিদ্রদের পাশে দাঁড়াতেও চান এই জ্যাকপট বিজয়ী ৷
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
দুবাইয়ে ২১ কোটি টাকার জ্যাকপট জিতলেন এক ভারতীয়
Next Article
advertisement
West Bengal Weather Update: উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন থাকবে?
উত্তরে বৃষ্টির পূর্বাভাস, দক্ষিণে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে, উইকেন্ডে আবহাওয়া কেমন?
  • উত্তরে আজ বৃষ্টির পূর্বাভাস

  • দক্ষিণবঙ্গে বৃষ্টি হতে পারে আগামী সপ্তাহে

  • রইল আবহাওয়ার আপডেট

VIEW MORE
advertisement
advertisement