India Pakistan Tension: 'দাঁড়ান, আপনার ভুল শুধরে দিই!' কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য, মার্কিন সঞ্চালকের ক্লাস নিলেন ভারতীয় রাষ্ট্রদূত

Last Updated:

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনারও তীব্র নিন্দা করেন ভারতীয় রাষ্ট্রদূত৷ স্পষ্ট ভাষায় তিনি জানান, পহেলগাঁওয়ের ঘটনা ঘৃন্যতম জঙ্গি হামলা৷

সিএনএন-এর সঞ্চালকের ভুল শুধরে দিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াতরা৷
সিএনএন-এর সঞ্চালকের ভুল শুধরে দিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াতরা৷
ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াতরার সাক্ষাৎকার নিচ্ছিল মার্কিন টিভি চ্যানেল৷ সেই সাক্ষাৎকারের ফাঁকেই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সঞ্চালকের ভুল শুধরে দিয়ে দৃঢ় বার্তা দিলেন ভারতীয় রাষ্ট্রদূত৷ স্পষ্ট ভাষায় মার্কিন চ্যানেলের সঞ্চালককে তিনি মনে করিয়ে দিলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷
সাক্ষাৎকার নেওয়ার সময় কাশ্মীরকে ভারতীয় ‘প্রশাসনিক ব্যবস্থার অধীনে থাকা অঞ্চল’ হিসেবে মন্তব্য করেন সিএনএন-এর সঞ্চালক উলফ ব্লিৎজার৷ সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দেন ভারতীয় রাষ্ট্রদূত৷ তিনি বলেন, ‘আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, আমি দুঃখিত৷ কিন্তু আপনার ভুলটা আমি শুধরে দিচ্ছি৷ গোটা জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে যে সমস্যা রয়েছে তার নিরসন প্রয়োজন৷’
advertisement
advertisement
ভারত পাকিস্তানের বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় চলাকালীন কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তা নিয়ে প্রশ্ন করতে গিয়েই কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন ওই মার্কিন সঞ্চালক৷ তাঁর ভুল শুধরে দেওয়ার পাশাপাশি ভারতীয় রাষ্ট্রদূত জানান, সত্যিই কাশ্মীরে কোনও বিস্ফোরণ হয়েছে কি না তার বিশদ বিবরণ তাঁর কাছেও নেই৷
advertisement
পাশাপাশি গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনারও তীব্র নিন্দা করেন ভারতীয় রাষ্ট্রদূত৷ স্পষ্ট ভাষায় তিনি জানান, ‘পহেলগাঁওয়ের ঘটনা ঘৃন্যতম জঙ্গি হামলা৷ ভারতীয় রাষ্ট্রদূত বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হল এই হীন, অমানুষ দৈত্যদের শাস্তি দেওয়া এবং ঘটনায় নিহতদের পরিবারকে বিচার পাইয়ে দেওয়া৷’
একই সঙ্গে চাঁচাছোলা ভাষায় পাকিস্তানকেও আক্রমণ করেছেন ভারতীয় ওই কূটনীতিক৷ বিনয় কোয়াতরা বলেন, ‘ফের গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেল পাকিস্তান জঙ্গিদের সঙ্গেই রয়েছে৷ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাই পাকিস্তান তাদের সাহায্য করছে৷ পাকিস্তান যদি সরাসরি পহেলগাঁওয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলেও আমরা অবাক হব না৷ পাকিস্তান বুঝিয়ে দিয়েছে, তারা সভ্য জগতের সঙ্গে নেই৷ তারা জঙ্গিদের সঙ্গে রয়েছে৷’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan Tension: 'দাঁড়ান, আপনার ভুল শুধরে দিই!' কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য, মার্কিন সঞ্চালকের ক্লাস নিলেন ভারতীয় রাষ্ট্রদূত
Next Article
advertisement
Rhino rescue: বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
বিপর্যয়ের সময় ভেসে গিয়েছিল তারা, অবশেষে ঘরে ফিরল ১০ গন্ডার! সফল 'অপারেশন রাইনো'
  • ১৩ দিনের অপারেশন রাইনোতে ১০টি গন্ডার উদ্ধার করেছেন বনকর্মীরা

  • বিপর্যয়ের সময় জলদাপাড়া থেকে ভেসে গিয়েছিল বেশ কয়েকটি গন্ডার

  • অক্লান্ত পরিশ্রমের পর বনকর্মীরা গন্ডারগুলোকে জঙ্গলে ফেরাতে সক্ষম হন

VIEW MORE
advertisement
advertisement