India Pakistan Tension: 'দাঁড়ান, আপনার ভুল শুধরে দিই!' কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য, মার্কিন সঞ্চালকের ক্লাস নিলেন ভারতীয় রাষ্ট্রদূত

Last Updated:

গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনারও তীব্র নিন্দা করেন ভারতীয় রাষ্ট্রদূত৷ স্পষ্ট ভাষায় তিনি জানান, পহেলগাঁওয়ের ঘটনা ঘৃন্যতম জঙ্গি হামলা৷

সিএনএন-এর সঞ্চালকের ভুল শুধরে দিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াতরা৷
সিএনএন-এর সঞ্চালকের ভুল শুধরে দিলেন আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াতরা৷
ভারত পাক যুদ্ধ পরিস্থিতির মধ্যেই আমেরিকায় নিযুক্ত ভারতীয় রাষ্ট্রদূত বিনয় কোয়াতরার সাক্ষাৎকার নিচ্ছিল মার্কিন টিভি চ্যানেল৷ সেই সাক্ষাৎকারের ফাঁকেই মার্কিন সংবাদমাধ্যম সিএনএন-এর সঞ্চালকের ভুল শুধরে দিয়ে দৃঢ় বার্তা দিলেন ভারতীয় রাষ্ট্রদূত৷ স্পষ্ট ভাষায় মার্কিন চ্যানেলের সঞ্চালককে তিনি মনে করিয়ে দিলেন, কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অঙ্গ৷
সাক্ষাৎকার নেওয়ার সময় কাশ্মীরকে ভারতীয় ‘প্রশাসনিক ব্যবস্থার অধীনে থাকা অঞ্চল’ হিসেবে মন্তব্য করেন সিএনএন-এর সঞ্চালক উলফ ব্লিৎজার৷ সঙ্গে সঙ্গে তাঁকে থামিয়ে দেন ভারতীয় রাষ্ট্রদূত৷ তিনি বলেন, ‘আপনাকে থামাতে বাধ্য হচ্ছি, আমি দুঃখিত৷ কিন্তু আপনার ভুলটা আমি শুধরে দিচ্ছি৷ গোটা জম্মু এবং কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ৷ শুধুমাত্র পাক অধিকৃত কাশ্মীর ফেরানো নিয়ে যে সমস্যা রয়েছে তার নিরসন প্রয়োজন৷’
advertisement
advertisement
ভারত পাকিস্তানের বাহিনীর মধ্যে গোলাগুলি বিনিময় চলাকালীন কাশ্মীরে বিস্ফোরণের শব্দ শোনা গিয়েছে তা নিয়ে প্রশ্ন করতে গিয়েই কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য করে বসেন ওই মার্কিন সঞ্চালক৷ তাঁর ভুল শুধরে দেওয়ার পাশাপাশি ভারতীয় রাষ্ট্রদূত জানান, সত্যিই কাশ্মীরে কোনও বিস্ফোরণ হয়েছে কি না তার বিশদ বিবরণ তাঁর কাছেও নেই৷
advertisement
পাশাপাশি গত ২২ এপ্রিল কাশ্মীরের পহেলগাঁওয়ে জঙ্গি হামলার ঘটনারও তীব্র নিন্দা করেন ভারতীয় রাষ্ট্রদূত৷ স্পষ্ট ভাষায় তিনি জানান, ‘পহেলগাঁওয়ের ঘটনা ঘৃন্যতম জঙ্গি হামলা৷ ভারতীয় রাষ্ট্রদূত বলেন, আমাদের মূল উদ্দেশ্যই হল এই হীন, অমানুষ দৈত্যদের শাস্তি দেওয়া এবং ঘটনায় নিহতদের পরিবারকে বিচার পাইয়ে দেওয়া৷’
একই সঙ্গে চাঁচাছোলা ভাষায় পাকিস্তানকেও আক্রমণ করেছেন ভারতীয় ওই কূটনীতিক৷ বিনয় কোয়াতরা বলেন, ‘ফের গোটা বিশ্বের কাছে প্রমাণিত হয়ে গেল পাকিস্তান জঙ্গিদের সঙ্গেই রয়েছে৷ জঙ্গিদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে তাই পাকিস্তান তাদের সাহায্য করছে৷ পাকিস্তান যদি সরাসরি পহেলগাঁওয়ের সঙ্গে যুক্ত থাকে তাহলেও আমরা অবাক হব না৷ পাকিস্তান বুঝিয়ে দিয়েছে, তারা সভ্য জগতের সঙ্গে নেই৷ তারা জঙ্গিদের সঙ্গে রয়েছে৷’
view comments
বাংলা খবর/ খবর/বিদেশ/
India Pakistan Tension: 'দাঁড়ান, আপনার ভুল শুধরে দিই!' কাশ্মীর নিয়ে বিতর্কিত মন্তব্য, মার্কিন সঞ্চালকের ক্লাস নিলেন ভারতীয় রাষ্ট্রদূত
Next Article
advertisement
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না...? অর্পিতাকে নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়
‘লোকের দু’টো বউ থাকতে পারে, আমার বান্ধবী থাকতে পারে না..? অর্পিতা ইস্যুতে মুখ খুললেন পার্থ
  • ‘অর্পিতা আমার বান্ধবী, তাতে অসুবিধার কী আছে...?’

  • অর্পিতা নিয়ে এবার মুখ খুললেন পার্থ চট্টোপাধ্যায়

  • অর্পিতাকে নিয়ে ‘রং চড়িয়ে’ সংবাদ প্রকাশ করা হয়েছে বলে দাবি

VIEW MORE
advertisement
advertisement